নীলফামারী প্রতিনিধি
ঈদে যাত্রী পরিবহনে বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০টি বগি মেরামতের কথা থাকলেও হয়েছে ৬০টির মতো। এসব বগি সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। হস্তান্তরিত বগিগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের জন্য ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালু হবে। ট্রেন দুটিতে ২৪টি বগি সংযুক্ত করা হবে। ট্রেন দুটি ঈদের চার দিন আগে থেকে চলাচল শুরু করবে। বাকি বগিগুলো দেওয়া হবে অন্য আন্তনগর ট্রেনে।
সূত্রে জানা গেছে, এবার রেলপথে ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে অধিক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা যাতে কিছুটা স্বস্তিতে বাড়ি যেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রমণের জন্য স্বাচ্ছন্দ্য মাধ্যম হিসেবে ট্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ।
এর আগে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল আলম চৌধুরী গত সপ্তাহে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন এবং ওই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বগি মেরামতের তাগিদ দেন কারখানা কর্তৃপক্ষকে।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেল খাতে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবার পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৬০টি অতিরিক্ত বগি সংযুক্ত হচ্ছে; যা মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।’ তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঈদে যাত্রীসেবায় রেল কারখানা সামান্যতম হলেও অবদান রাখতে পারছ, এ জন্য গৌরববোধ করছি আমরা।
আমাদের জনবল রয়েছে যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনের স্থলে মাত্র ৬৩২ এবং বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনের জায়গায় মাত্র ১৪৮ জন। কেবল ২৫ ভাগ জনবল নিয়ে চলছে এ কারখানার বিশাল কর্মযজ্ঞ।’ তিনি কারখানায় জনবল নিয়োগে গুরুত্ব আরোপ করেন।
ঈদে যাত্রী পরিবহনে বগি মেরামতে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০টি বগি মেরামতের কথা থাকলেও হয়েছে ৬০টির মতো। এসব বগি সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। হস্তান্তরিত বগিগুলো দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের জন্য ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালু হবে। ট্রেন দুটিতে ২৪টি বগি সংযুক্ত করা হবে। ট্রেন দুটি ঈদের চার দিন আগে থেকে চলাচল শুরু করবে। বাকি বগিগুলো দেওয়া হবে অন্য আন্তনগর ট্রেনে।
সূত্রে জানা গেছে, এবার রেলপথে ঢাকা থেকে অন্যান্য গন্তব্যে অধিক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা যাতে কিছুটা স্বস্তিতে বাড়ি যেতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভ্রমণের জন্য স্বাচ্ছন্দ্য মাধ্যম হিসেবে ট্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ।
এর আগে বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল আলম চৌধুরী গত সপ্তাহে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন এবং ওই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বগি মেরামতের তাগিদ দেন কারখানা কর্তৃপক্ষকে।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেল খাতে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবার পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৬০টি অতিরিক্ত বগি সংযুক্ত হচ্ছে; যা মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।’ তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ঈদে যাত্রীসেবায় রেল কারখানা সামান্যতম হলেও অবদান রাখতে পারছ, এ জন্য গৌরববোধ করছি আমরা।
আমাদের জনবল রয়েছে যান্ত্রিক শাখায় ২ হাজার ৮৫৯ জনের স্থলে মাত্র ৬৩২ এবং বৈদ্যুতিক শাখায় ৩৩৭ জনের জায়গায় মাত্র ১৪৮ জন। কেবল ২৫ ভাগ জনবল নিয়ে চলছে এ কারখানার বিশাল কর্মযজ্ঞ।’ তিনি কারখানায় জনবল নিয়োগে গুরুত্ব আরোপ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে