নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ফুটবলে এখন ব্রাজিলিয়ান ফুটবলারদের ছড়াছড়ি। সাত সমুদ্র পাড়ি দিয়ে গত মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলে গেছেন ১১ ব্রাজিলিয়ান ফুটবলার।
ব্রাজিলিয়ানরা এলেও সেখানকার ক্লাবে গিয়ে খেলবেন এই দেশের কোনো ফুটবলার, এ যেন চিন্তারও বাইরে। সেই স্বপ্ন পূরণের মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বাংলাদেশের নাজমুল হোসেন আকন্দ।
২০১৯ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রাজিলে গিয়ে এক মাস অনুশীলনের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের চার ফুটবলার—জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল। সাউ পাওলোর গামা ক্লাবে এক মাসের অনুশীলন শেষে দেশে ফেরেন চার ফুটবলার। এই ফুটবলারদের মধ্যে শুধু ওমর ফারুক ও নাজমুলই খেলছেন পেশাদার লিগে। ২০২০-২১ মৌসুমে আরামবাগে খেলেছেন নাজমুল। গত মৌসুমে খেলেছেন বিসিএল দল ওয়ান্ডার্সের হয়ে। এবার সুযোগ পেয়েছেন মোহামেডানে। গত মৌসুমে পুলিশ এফসিতে খেলেছেন মিঠু।
ব্রাজিল থেকে ফিরলেও সেখানকার স্থানীয় কোচদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন নাজমুল। সেখানকার এক কোচের মাধ্যমেই সাও পাউলোর দল সালতো এফসির পক্ষ থেকে দুই মাসের ট্রায়ালের প্রস্তাব পেয়েছেন ২০ বছর বয়সী ফুটবলার। ব্রাজিল যেতে পারলে নাজমুলই হবেন গত ১০ বছরে কোনো দলের ট্রায়ালে অংশ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার। ২০১৩ সালে নেদারল্যান্ডসের এফসি টোয়েন্টির যুবদলের ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
ব্রাজিলের সাও পাউলোর দল সালতো মূলত একটি বয়সভিত্তিক দল, যারা খেলে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে। দুই মাসের অনুশীলনে ভালো করলে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলার সুযোগ নাজমুলের সামনে। ক্লাবটির পক্ষ থেকে প্রস্তাবপত্র বা অফার লেটারও পাঠানো হয়েছে তাঁকে। প্রস্তাব পেয়ে তিনি খুশি। তবে উল্টো পিঠে আছে দুশ্চিন্তাও। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাও পাউলো যেতে হবে নাজমুলকে। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। বয়সের কারণে এটাই হতে পারে নাজমুলের শেষ সুযোগ। প্রস্তাব পেলেও এখন ব্রাজিলে যাওয়ার ভিসার প্রক্রিয়া শুরুই হয়নি তাঁর। গত বছরও প্রস্তাব পেয়েছিলেন, তবে করোনার টিকা ও পাসপোর্টের মেয়াদ না থাকায় হয়নি স্বপ্ন পূরণ। কিছুদিন আগে একবার ব্রাজিলের দূতাবাস গেলেও ফিরেছেন দূতাবাসের দুয়ার থেকেই। সময় ফুরিয়ে আসছে। দুশ্চিন্তায় থাকা নাজমুলের চাওয়া বাফুফের সহায়তা। তিনি বললেন, ‘এখন ভিসার জন্য চেষ্টা করছি। কিন্তু ব্রাজিল দূতাবাস আমাকে ঢুকতে দেয়নি। আমি বাফুফের সহায়তা চাই। সব
তথ্য পাঠিয়েছি। বাফুফে বলেছে, আমাকে সহায়তা করবে, এখন সে আশায় আছি।’
নাজমুলকে পাঠানো সালতোর প্রস্তাবপত্র ব্রাজিল দূতাবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তা হাসান মাহমুদ। যাচাই-বাছাই শেষে দূতাবাস থেকে ‘সবুজ সংকেত’ পেলেই নাজমুলের ভিসার বিষয়টি হাতে নিতে চায় বাফুফে।
বাংলাদেশের ফুটবলে এখন ব্রাজিলিয়ান ফুটবলারদের ছড়াছড়ি। সাত সমুদ্র পাড়ি দিয়ে গত মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলে গেছেন ১১ ব্রাজিলিয়ান ফুটবলার।
ব্রাজিলিয়ানরা এলেও সেখানকার ক্লাবে গিয়ে খেলবেন এই দেশের কোনো ফুটবলার, এ যেন চিন্তারও বাইরে। সেই স্বপ্ন পূরণের মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বাংলাদেশের নাজমুল হোসেন আকন্দ।
২০১৯ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রাজিলে গিয়ে এক মাস অনুশীলনের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের চার ফুটবলার—জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল। সাউ পাওলোর গামা ক্লাবে এক মাসের অনুশীলন শেষে দেশে ফেরেন চার ফুটবলার। এই ফুটবলারদের মধ্যে শুধু ওমর ফারুক ও নাজমুলই খেলছেন পেশাদার লিগে। ২০২০-২১ মৌসুমে আরামবাগে খেলেছেন নাজমুল। গত মৌসুমে খেলেছেন বিসিএল দল ওয়ান্ডার্সের হয়ে। এবার সুযোগ পেয়েছেন মোহামেডানে। গত মৌসুমে পুলিশ এফসিতে খেলেছেন মিঠু।
ব্রাজিল থেকে ফিরলেও সেখানকার স্থানীয় কোচদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন নাজমুল। সেখানকার এক কোচের মাধ্যমেই সাও পাউলোর দল সালতো এফসির পক্ষ থেকে দুই মাসের ট্রায়ালের প্রস্তাব পেয়েছেন ২০ বছর বয়সী ফুটবলার। ব্রাজিল যেতে পারলে নাজমুলই হবেন গত ১০ বছরে কোনো দলের ট্রায়ালে অংশ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার। ২০১৩ সালে নেদারল্যান্ডসের এফসি টোয়েন্টির যুবদলের ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
ব্রাজিলের সাও পাউলোর দল সালতো মূলত একটি বয়সভিত্তিক দল, যারা খেলে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে। দুই মাসের অনুশীলনে ভালো করলে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলার সুযোগ নাজমুলের সামনে। ক্লাবটির পক্ষ থেকে প্রস্তাবপত্র বা অফার লেটারও পাঠানো হয়েছে তাঁকে। প্রস্তাব পেয়ে তিনি খুশি। তবে উল্টো পিঠে আছে দুশ্চিন্তাও। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাও পাউলো যেতে হবে নাজমুলকে। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। বয়সের কারণে এটাই হতে পারে নাজমুলের শেষ সুযোগ। প্রস্তাব পেলেও এখন ব্রাজিলে যাওয়ার ভিসার প্রক্রিয়া শুরুই হয়নি তাঁর। গত বছরও প্রস্তাব পেয়েছিলেন, তবে করোনার টিকা ও পাসপোর্টের মেয়াদ না থাকায় হয়নি স্বপ্ন পূরণ। কিছুদিন আগে একবার ব্রাজিলের দূতাবাস গেলেও ফিরেছেন দূতাবাসের দুয়ার থেকেই। সময় ফুরিয়ে আসছে। দুশ্চিন্তায় থাকা নাজমুলের চাওয়া বাফুফের সহায়তা। তিনি বললেন, ‘এখন ভিসার জন্য চেষ্টা করছি। কিন্তু ব্রাজিল দূতাবাস আমাকে ঢুকতে দেয়নি। আমি বাফুফের সহায়তা চাই। সব
তথ্য পাঠিয়েছি। বাফুফে বলেছে, আমাকে সহায়তা করবে, এখন সে আশায় আছি।’
নাজমুলকে পাঠানো সালতোর প্রস্তাবপত্র ব্রাজিল দূতাবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তা হাসান মাহমুদ। যাচাই-বাছাই শেষে দূতাবাস থেকে ‘সবুজ সংকেত’ পেলেই নাজমুলের ভিসার বিষয়টি হাতে নিতে চায় বাফুফে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে