সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সালে যোগ হয় দুই কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখনো যন্ত্রটি ব্যবহার করা হয়নি। এদিকে প্রতিদিনই উপজেলার রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
যন্ত্রটিতে রোগীর শয্যায় গিয়ে এক্স-রে করার সুবিধা থাকায় মুমূর্ষু রোগীরও সহজে পরীক্ষা-নিরীক্ষা করা যেত, যার খরচ লাগত মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। অথচ সেই এক্স-রে ক্লিনিক থেকে করাতে হচ্ছে ৪০০-৯০০ টাকায়। সোনাগাজী পৌর শহরের বেসরকারি ক্লিনিকে প্রতিদিন অর্ধশতাধিক রোগী এক্স-রে করাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে এক্স-রে মেশিনটি যুক্ত হয়। তার আগে এক্স-রে মেশিন না থাকায় দুজন টেকনিশিয়ান বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালের নভেম্বরে প্রকৌশলী জানান, এটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়নি। পরে এটি চালুর জন্য সিভিল সার্জন বরাবর চিঠি পাঠানো হলেও এখনো জবাব আসেনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলম বলেন, ২০০৭ ও ২০১৩ সালে দুজন এক্স-রে টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন। এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় তাঁরা বদলি হয়ে চলে যান। মেশিন চালু হলে এক্স-রে মেশিন টেকনিশিয়ানের পদও পূর্ণ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, তিনি ২০২০ সালে যোগদানের আগে থেকে মেশিন চলত না। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন। এখনো ব্যবহারের জন্য প্রস্তুত হয়নি। তাঁরাও এটা করতে পারবেন, সে জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। ইতিমধ্যে কিছু টাকা স্বেচ্ছায় কয়েকজন দিয়েছেন। বাকি টাকা উঠলে তাঁরাই টেকনিশিয়ান এনে চালু করতে পারবেন।
ব্র্যাক টেকনিশিয়ানের বিষয়ে সাপোর্ট দেবে বলে জানিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এক্স-রে মেশিন চালু না হওয়ার বিষয়টি শুনেছেন। ব্যক্তিগত তহবিল থেকে হলেও দ্রুত চালুর চেষ্টা করবেন। ইতিমধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে যন্ত্রটি দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সালে যোগ হয় দুই কোটি টাকা মূল্যের ডিজিটাল এক্স-রে মেশিন, যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে এখনো যন্ত্রটি ব্যবহার করা হয়নি। এদিকে প্রতিদিনই উপজেলার রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
যন্ত্রটিতে রোগীর শয্যায় গিয়ে এক্স-রে করার সুবিধা থাকায় মুমূর্ষু রোগীরও সহজে পরীক্ষা-নিরীক্ষা করা যেত, যার খরচ লাগত মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। অথচ সেই এক্স-রে ক্লিনিক থেকে করাতে হচ্ছে ৪০০-৯০০ টাকায়। সোনাগাজী পৌর শহরের বেসরকারি ক্লিনিকে প্রতিদিন অর্ধশতাধিক রোগী এক্স-রে করাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরে এক্স-রে মেশিনটি যুক্ত হয়। তার আগে এক্স-রে মেশিন না থাকায় দুজন টেকনিশিয়ান বদলি হয়ে অন্যত্র চলে যান। ২০২০ সালের নভেম্বরে প্রকৌশলী জানান, এটি ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়নি। পরে এটি চালুর জন্য সিভিল সার্জন বরাবর চিঠি পাঠানো হলেও এখনো জবাব আসেনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহবুব আলম বলেন, ২০০৭ ও ২০১৩ সালে দুজন এক্স-রে টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন। এক্স-রে মেশিন নষ্ট হওয়ায় তাঁরা বদলি হয়ে চলে যান। মেশিন চালু হলে এক্স-রে মেশিন টেকনিশিয়ানের পদও পূর্ণ করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, তিনি ২০২০ সালে যোগদানের আগে থেকে মেশিন চলত না। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন। এখনো ব্যবহারের জন্য প্রস্তুত হয়নি। তাঁরাও এটা করতে পারবেন, সে জন্য দুই লক্ষাধিক টাকা প্রয়োজন। ইতিমধ্যে কিছু টাকা স্বেচ্ছায় কয়েকজন দিয়েছেন। বাকি টাকা উঠলে তাঁরাই টেকনিশিয়ান এনে চালু করতে পারবেন।
ব্র্যাক টেকনিশিয়ানের বিষয়ে সাপোর্ট দেবে বলে জানিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, এক্স-রে মেশিন চালু না হওয়ার বিষয়টি শুনেছেন। ব্যক্তিগত তহবিল থেকে হলেও দ্রুত চালুর চেষ্টা করবেন। ইতিমধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে যন্ত্রটি দ্রুত মেরামতের জন্য বলা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে