নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কার্পেটিংয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নগরীর একটি সড়ক খুঁড়েছে চট্টগ্রাম ওয়াসা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হালিশহর এ ব্লক থেকে বি ব্লকে যাওয়ার পথে গাউছিয়া মোড়ে গর্ত করেন ওয়াসার কর্মীরা। আগের দিনই সড়কটির কার্পেটিং করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় সময়ই এমন কাজ করে ওয়াসা। কোনো সড়ক কার্পেটিং করার পর পরই সেই সড়ক খোঁড়াখুঁড়ি করে সংস্থাটি।
হালিশহর এলাকার বাসিন্দা ইসমাঈল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কোনো সড়ক কার্পেটিং করার সপ্তাহ পার হতে না হতেই বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি শুরু হয়। এরপর এই গর্তগুলো দীর্ঘদিন আর কার্পেটিং করা হয় না। তখন চলাচলকারীদের আগের মতো একই ভোগান্তি পোহাতে হয়।
নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চট্টগ্রাম ওয়াসাসহ কোনো সেবা সংস্থার কাজের প্রয়োজনে সড়ক কাটার প্রয়োজন হলে করপোরেশনের অনুমতি নিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, হালিশহর এলাকায় এ ব্লক থেকে বি ব্লকে যাওয়ার পথে পানির ট্যাংকের সামনে সড়কটিতে খোঁড়াখুঁড়ির জন্য চসিকের কাছ থেকে অনুমতি নেয়নি চট্টগ্রাম ওয়াসা। পরে খবর পেয়ে সিটি করপোরেশন কর্মীদের বাধায় কাজ বন্ধ রেখে সেখান থেকে চলে যান ওয়াসার কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম গতকাল দুপুরে বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে আমি জেনেছি। শুনেছি ওয়াসা সড়কটি কাটছে। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোফরান উদ্দিনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘সড়ক কাটার জন্য ওয়াসা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। নিয়ম অনুযায়ী তাদের অনুমতি নিতে হয়।’
জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোফরান উদ্দিন বলেন, ‘আমরা গতকাল (বুধবার) ওই সড়কটি কার্পেটিং করি। এর ২৪ ঘণ্টা না যেতেই সড়কটি কাটা শুরু করে ওয়াসা। আমাদের সেখানে গিয়ে সড়ক খোঁড়াখুঁড়ির সরঞ্জাম নিয়ে আসতে বলা হয়। কিন্তু আমাদের লোকজন সেখানে গিয়ে কোনো সরঞ্জাম পাননি।’
এ বিষয়ে জানতে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
পরে ওই এলাকার দায়িত্বে থাকা চট্টগ্রাম ওয়াসার মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্যাহ মামুন বলেন, ‘সকালে স্থানীয় কয়েকজন আমাদের জানিয়েছেন—ওই এলাকায় সড়কের কার্পেটিং ভেদ করে পানি উঠছে। তখন আমরা লোক পাঠিয়ে ঘটনার সত্যতা পাই। পরে বিষয়টি আমি স্থানীয় কাউন্সিলরকে অবহিত জানাই। এরপর লিকেজ ঠিক করতেই সড়কটিতে গর্ত করা হয়।’
ইফতেখার উল্যাহ আরও বলেন, ‘পাইপ লিকেজ হয়ে যদি সড়কে পানি উঠে তখন তো ঠিক করতে হবে। না হলে ওই এলাকায় জনদুর্ভোগ তৈরি হবে। তাই আমরা সড়কটি কাটতে বাধ্য হয়েছি।’
কার্পেটিংয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নগরীর একটি সড়ক খুঁড়েছে চট্টগ্রাম ওয়াসা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হালিশহর এ ব্লক থেকে বি ব্লকে যাওয়ার পথে গাউছিয়া মোড়ে গর্ত করেন ওয়াসার কর্মীরা। আগের দিনই সড়কটির কার্পেটিং করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রায় সময়ই এমন কাজ করে ওয়াসা। কোনো সড়ক কার্পেটিং করার পর পরই সেই সড়ক খোঁড়াখুঁড়ি করে সংস্থাটি।
হালিশহর এলাকার বাসিন্দা ইসমাঈল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কোনো সড়ক কার্পেটিং করার সপ্তাহ পার হতে না হতেই বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি শুরু হয়। এরপর এই গর্তগুলো দীর্ঘদিন আর কার্পেটিং করা হয় না। তখন চলাচলকারীদের আগের মতো একই ভোগান্তি পোহাতে হয়।
নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় চট্টগ্রাম ওয়াসাসহ কোনো সেবা সংস্থার কাজের প্রয়োজনে সড়ক কাটার প্রয়োজন হলে করপোরেশনের অনুমতি নিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, হালিশহর এলাকায় এ ব্লক থেকে বি ব্লকে যাওয়ার পথে পানির ট্যাংকের সামনে সড়কটিতে খোঁড়াখুঁড়ির জন্য চসিকের কাছ থেকে অনুমতি নেয়নি চট্টগ্রাম ওয়াসা। পরে খবর পেয়ে সিটি করপোরেশন কর্মীদের বাধায় কাজ বন্ধ রেখে সেখান থেকে চলে যান ওয়াসার কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম গতকাল দুপুরে বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে আমি জেনেছি। শুনেছি ওয়াসা সড়কটি কাটছে। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোফরান উদ্দিনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘সড়ক কাটার জন্য ওয়াসা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। নিয়ম অনুযায়ী তাদের অনুমতি নিতে হয়।’
জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোফরান উদ্দিন বলেন, ‘আমরা গতকাল (বুধবার) ওই সড়কটি কার্পেটিং করি। এর ২৪ ঘণ্টা না যেতেই সড়কটি কাটা শুরু করে ওয়াসা। আমাদের সেখানে গিয়ে সড়ক খোঁড়াখুঁড়ির সরঞ্জাম নিয়ে আসতে বলা হয়। কিন্তু আমাদের লোকজন সেখানে গিয়ে কোনো সরঞ্জাম পাননি।’
এ বিষয়ে জানতে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
পরে ওই এলাকার দায়িত্বে থাকা চট্টগ্রাম ওয়াসার মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্যাহ মামুন বলেন, ‘সকালে স্থানীয় কয়েকজন আমাদের জানিয়েছেন—ওই এলাকায় সড়কের কার্পেটিং ভেদ করে পানি উঠছে। তখন আমরা লোক পাঠিয়ে ঘটনার সত্যতা পাই। পরে বিষয়টি আমি স্থানীয় কাউন্সিলরকে অবহিত জানাই। এরপর লিকেজ ঠিক করতেই সড়কটিতে গর্ত করা হয়।’
ইফতেখার উল্যাহ আরও বলেন, ‘পাইপ লিকেজ হয়ে যদি সড়কে পানি উঠে তখন তো ঠিক করতে হবে। না হলে ওই এলাকায় জনদুর্ভোগ তৈরি হবে। তাই আমরা সড়কটি কাটতে বাধ্য হয়েছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে