সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় সরকারের খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটা বিক্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় চাল ও আটা কিনতে না পেরে খালি হাতে ফিরছেন অনেকে। তাই বরাদ্দ ও বিক্রয়কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চাল ও আটার বরাদ্দ বাড়ানোর নির্দেশনা এখনো আসেনি, তাই এ মুহূর্তে বরাদ্দ বাড়ানোর সুযোগ নেই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি থেকে সাঁথিয়া পৌর এলাকার কালীবাড়ির সামনে, দৌলতপুর সেতু এলাকায়, বোয়াইলমারী মাদ্রাসা গেটের সামনে ও গোপিনাথপুর বাজারে চারজন ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রত্যেক ডিলার ২০০ জনের কাছে পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ওএমএসের মাধ্যমে বিক্রি করছেন। একজন ডিলার প্রতিদিন খাদ্যগুদাম থেকে এক টন চাল ও এক টন আটা উত্তোলন করে থাকেন।
চাল ও আটা কিনতে আসা লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক ক্রেতা বলেন, বাজারে ধান, চাল, আটাসহ পণ্যের দাম ক্রমশ বাড়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে না থাকায় স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ভোগ্যপণ্য। তাই মানুষ বাজারে বেশি দামে চাল ও আটা কিনতে পারছে না।
উপজেলার নন্দনপুর গ্রাম থেকে আসা ফজর আলী বলেন, ‘বাজারে এক কেজি মোটা চালের দাম ৪৫ থেকে ৫০ টাকা। এত টাকা দিয়ে চাল কিনব কী করে। তাই সরকারি চালের জন্য অনেক দূর থেকে এখানে এসেছি।’
সাঁথিয়া পৌর এলাকার শশীদয়া গ্রামের মাহিরন বলেন, স্বামী মারা যাওয়ার পর তিনি তাঁতের কাজ করেন। দিনে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। এ টাকা দিয়ে বাজার থেকে চাল কিনলে অন্য কোনো কিছু করা যায় না। তাই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে চাল ও আটা কিনতে এসেছেন তিনি।
নওয়ানী পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, তিনি একজন অস্ত্রোপচারের রোগী। বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন না। ডিলারদের অনুরোধ করেও আজ আটা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন তিনি। ছেলে মেয়েদের সকালে কি খাওয়াব এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তিনি আরও বলেন, অসুস্থ ব্যক্তিদের আলাদাভাবে চাল, আটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তাঁর মতো অসুস্থ, প্রতিবন্ধীদের এত কষ্ট করতে হবে না।
সাতানির চর গ্রামের হালিমা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন ভ্যানচালক। প্রতিদিন ভ্যান চালিয়ে ২০০-৩০০ টাকা রোজগার করে। এতে সংসারের চলে না। সরকার ওএমএসের মাধ্যমে চাল ও আটা দেওয়ায় তাঁর মতো গরিব মানুষের সুবিধা হয়েছিল। কিন্তু বাজারে চাল ও আটার দাম বেশি হওয়ায় বিত্তশালীরা লাইন ছাড়াই চাল ও আটা নিয়ে যাচ্ছেন। ফলে সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকে আটা না পেয়ে ফিরে তাঁদের আসতে হয়েছে। গরিব মানুষের সংখ্যা বেশি ,তাই চাল ও আটার বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
পৌর এলাকার ওএমএসের ডিলার মুক্তার হোসেন বলেন, পণ্য নিতে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। তবে সরকার চাল ও আটার বরাদ্দ বাড়ালে আরও অনেক গরিব মানুষ সুফল পেত। তিনি আরও বলেন, চালের চেয়ে আটার চাহিদা একটু বেশি। এক টন আটা নিমেষেই শেষ হয়ে যায়। তাই বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম বলেন, চাল ও আটার বরাদ্দ বাড়ানোর নির্দেশনা এখনো আসেনি। তাই এই মুহূর্তে চাল ও আটার বরাদ্দ বাড়ানোর কোনো সুযোগ নেই। বরাদ্দ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ বাড়ানো হলে ডিলারদের চাল ও আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে।
পাবনার সাঁথিয়ায় সরকারের খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটা বিক্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় চাল ও আটা কিনতে না পেরে খালি হাতে ফিরছেন অনেকে। তাই বরাদ্দ ও বিক্রয়কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চাল ও আটার বরাদ্দ বাড়ানোর নির্দেশনা এখনো আসেনি, তাই এ মুহূর্তে বরাদ্দ বাড়ানোর সুযোগ নেই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি থেকে সাঁথিয়া পৌর এলাকার কালীবাড়ির সামনে, দৌলতপুর সেতু এলাকায়, বোয়াইলমারী মাদ্রাসা গেটের সামনে ও গোপিনাথপুর বাজারে চারজন ডিলারের মাধ্যমে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রত্যেক ডিলার ২০০ জনের কাছে পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ওএমএসের মাধ্যমে বিক্রি করছেন। একজন ডিলার প্রতিদিন খাদ্যগুদাম থেকে এক টন চাল ও এক টন আটা উত্তোলন করে থাকেন।
চাল ও আটা কিনতে আসা লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক ক্রেতা বলেন, বাজারে ধান, চাল, আটাসহ পণ্যের দাম ক্রমশ বাড়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে না থাকায় স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ভোগ্যপণ্য। তাই মানুষ বাজারে বেশি দামে চাল ও আটা কিনতে পারছে না।
উপজেলার নন্দনপুর গ্রাম থেকে আসা ফজর আলী বলেন, ‘বাজারে এক কেজি মোটা চালের দাম ৪৫ থেকে ৫০ টাকা। এত টাকা দিয়ে চাল কিনব কী করে। তাই সরকারি চালের জন্য অনেক দূর থেকে এখানে এসেছি।’
সাঁথিয়া পৌর এলাকার শশীদয়া গ্রামের মাহিরন বলেন, স্বামী মারা যাওয়ার পর তিনি তাঁতের কাজ করেন। দিনে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। এ টাকা দিয়ে বাজার থেকে চাল কিনলে অন্য কোনো কিছু করা যায় না। তাই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে চাল ও আটা কিনতে এসেছেন তিনি।
নওয়ানী পূর্বপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, তিনি একজন অস্ত্রোপচারের রোগী। বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন না। ডিলারদের অনুরোধ করেও আজ আটা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন তিনি। ছেলে মেয়েদের সকালে কি খাওয়াব এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তিনি আরও বলেন, অসুস্থ ব্যক্তিদের আলাদাভাবে চাল, আটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তাঁর মতো অসুস্থ, প্রতিবন্ধীদের এত কষ্ট করতে হবে না।
সাতানির চর গ্রামের হালিমা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন ভ্যানচালক। প্রতিদিন ভ্যান চালিয়ে ২০০-৩০০ টাকা রোজগার করে। এতে সংসারের চলে না। সরকার ওএমএসের মাধ্যমে চাল ও আটা দেওয়ায় তাঁর মতো গরিব মানুষের সুবিধা হয়েছিল। কিন্তু বাজারে চাল ও আটার দাম বেশি হওয়ায় বিত্তশালীরা লাইন ছাড়াই চাল ও আটা নিয়ে যাচ্ছেন। ফলে সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকে আটা না পেয়ে ফিরে তাঁদের আসতে হয়েছে। গরিব মানুষের সংখ্যা বেশি ,তাই চাল ও আটার বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
পৌর এলাকার ওএমএসের ডিলার মুক্তার হোসেন বলেন, পণ্য নিতে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। তবে সরকার চাল ও আটার বরাদ্দ বাড়ালে আরও অনেক গরিব মানুষ সুফল পেত। তিনি আরও বলেন, চালের চেয়ে আটার চাহিদা একটু বেশি। এক টন আটা নিমেষেই শেষ হয়ে যায়। তাই বরাদ্দ বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনুর আলম বলেন, চাল ও আটার বরাদ্দ বাড়ানোর নির্দেশনা এখনো আসেনি। তাই এই মুহূর্তে চাল ও আটার বরাদ্দ বাড়ানোর কোনো সুযোগ নেই। বরাদ্দ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ বাড়ানো হলে ডিলারদের চাল ও আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে