আজকের পত্রিকা ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিহারে কঠিন চীবর দানোৎস উদ্যাপিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নানা কর্মসূচি গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলেন পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানা রকম দান করা হয়।
কঠিন চীবর দান উপলক্ষে হাজারো পুণ্যার্থী ও শত ভিক্ষু বিহারে সমবেত হন। অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন। এতে জগতের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহারে ৬৫ তম কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ধর্ম আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জিনবোধি মহাথের। ধর্মীয় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম।
অনুষ্ঠানে দায়ক-দায়িকারা সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) বৌদ্ধসহ ভান্তেদের দান করেন। সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আকাশপ্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।
বরকল (রাঙামাটি): রাঙামাটি বরকল উপজেলায় বরকল শাখা (লুদিবাজছড়া) বিহারে দুদিনব্যাপী ১৮ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব গত বৃহস্পতিবার শেষে হয়েছে। এর আগে গত সোমবার আইমাছড়া শাখা বিহারে একদিনের মধ্যে বেইন কাপড় কঠিনে পরিণত করে চীবর তৈরিতে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।
লুদিবাজছড়া বনবিহার অধ্যক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন প্রধান ধর্মালোচক দীঘিনালা বনবিহার অধ্যক্ষ শুভ বর্ধন মহাস্থবির, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের কল্যাণ জ্যোতি মহাস্থবির, লুম্বিনী শাখা বন বিহার অধ্যক্ষ লোকা নন্দ মহাস্থবির, বামে অজ্জ্যাংছড়ি ভাবনা কুটিরের চিরসুখ স্থবির প্রমুখ। বনবিহার পরিচালনা কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা। এতে উপস্থিত ছিলেন আইমাছড়া শাখা বিহারে অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির, মাইচছড়ি অর্পনাচরণ বন বিহার অধ্যক্ষ মুক্ত প্রিয় ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ মোহন চাকমা অন্যান্য।
থানচি (বান্দরবান): বান্দরবানে থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে উপজেলা ৩৭টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও শতাধিক গ্রামে নরনারীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে এ দানোৎসব উদ্যাপিত হয়।
উৎসব উদ্যাপন কমিটি সভাপতি উ সাঅং প্রু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘে পরিষদে সভাপতি উ ইউসারাদা মহাথের। এ ছাড়া পরিষদের সাধারণ সম্পাদক উ গাইন্দামালা মহাথের, ক্যচুপাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ পঞাঞওয়াইনসা থেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিহারে কঠিন চীবর দানোৎস উদ্যাপিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নানা কর্মসূচি গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলেন পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানা রকম দান করা হয়।
কঠিন চীবর দান উপলক্ষে হাজারো পুণ্যার্থী ও শত ভিক্ষু বিহারে সমবেত হন। অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন। এতে জগতের সব প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নোয়াপাড়া লুরি বৌদ্ধ বিহারে ৬৫ তম কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ধর্ম আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জিনবোধি মহাথের। ধর্মীয় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম।
অনুষ্ঠানে দায়ক-দায়িকারা সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) বৌদ্ধসহ ভান্তেদের দান করেন। সন্ধ্যায় ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আকাশপ্রদীপ (ফানুস বাতি) উড়িয়ে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।
বরকল (রাঙামাটি): রাঙামাটি বরকল উপজেলায় বরকল শাখা (লুদিবাজছড়া) বিহারে দুদিনব্যাপী ১৮ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব গত বৃহস্পতিবার শেষে হয়েছে। এর আগে গত সোমবার আইমাছড়া শাখা বিহারে একদিনের মধ্যে বেইন কাপড় কঠিনে পরিণত করে চীবর তৈরিতে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।
লুদিবাজছড়া বনবিহার অধ্যক্ষ প্রজ্ঞাহিত ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন প্রধান ধর্মালোচক দীঘিনালা বনবিহার অধ্যক্ষ শুভ বর্ধন মহাস্থবির, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রের কল্যাণ জ্যোতি মহাস্থবির, লুম্বিনী শাখা বন বিহার অধ্যক্ষ লোকা নন্দ মহাস্থবির, বামে অজ্জ্যাংছড়ি ভাবনা কুটিরের চিরসুখ স্থবির প্রমুখ। বনবিহার পরিচালনা কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা। এতে উপস্থিত ছিলেন আইমাছড়া শাখা বিহারে অধ্যক্ষ জ্যোতিপাল স্থবির, মাইচছড়ি অর্পনাচরণ বন বিহার অধ্যক্ষ মুক্ত প্রিয় ভিক্ষু, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুরেশ মোহন চাকমা অন্যান্য।
থানচি (বান্দরবান): বান্দরবানে থানচি উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে উপজেলা ৩৭টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও শতাধিক গ্রামে নরনারীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে এ দানোৎসব উদ্যাপিত হয়।
উৎসব উদ্যাপন কমিটি সভাপতি উ সাঅং প্রু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘে পরিষদে সভাপতি উ ইউসারাদা মহাথের। এ ছাড়া পরিষদের সাধারণ সম্পাদক উ গাইন্দামালা মহাথের, ক্যচুপাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ পঞাঞওয়াইনসা থেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১০ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৩ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে