মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে চা-শ্রমিক তথা ‘মুল্লুক চল’ দিবস উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছেন চা-শ্রমিকেরা। এ সমাবেশে চা-জনগোষ্ঠীর ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা সমাবেশ ও লাল পতাকার মিছিলে অংশ নেন।
গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে এ আন্দোলনের ১০১তম বার্ষিকীতে বিভাগীয় সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহ আল কাফি রতন, এস এম শুভ প্রমুখ।
সমাবেশের আগে বিভিন্ন জাগরণের গান পরিবেশন করা হয়। পরে সহস্রাধিক মানুষের মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সিপিবি জাতীয় পরিষদ সদস্য ও শ্রমিকনেতা এস এম শুভ জানান, সমাবেশে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো ঐতিহাসিক ‘মুল্লুকে চল’ আন্দোলন স্মরণে ২০ মে রাষ্ট্রীয়ভাবে চা-শ্রমিক দিবস পালন এবং মজুরিসহ বাগানে ছুটি ঘোষণা করা, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা, চা-শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা।
সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশে এত উন্নয়ন তাহলে চা-শ্রমিকেরা পিছিয়ে কেন? এই সরকার মালিকদের স্বার্থ রক্ষা করে বলে শ্রমিকদের পিছিয়ে রেখেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে সিপিবি উত্থাপিত ১০ দফা বাস্তবায়নের জন্য।’
এদিকে বাসদের নেতৃত্বাধীন বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘চা-শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল’ অনুষ্ঠিত হয় মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে।
সমাবেশের আগে দুপুরে অডিটরিয়াম থেকে লাল পতাকার মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ ফেডারেশনের কেন্দ্রীয় ও বাগানের নেতারা।
চা-শ্রমিক ইউনিয়নের সূত্রমতে, বর্তমানে সারা দেশে ১৬৬ চা-বাগানে চা-জনগোষ্ঠী সংখ্যা ৫ লক্ষাধিক এবং শ্রমিক রয়েছেন ১ লাখ ৪০ হাজার ১৬৪ জন। এর মধ্যে সিলেট বিভাগের ৩টি জেলায় ১৩৫টি চা-বাগানে রয়েছেন ৪৬ হাজার ৪৫০ জন নিবন্ধিত নারী শ্রমিক এবং ১৫ হাজার ১৫৩ জন অনিবন্ধিত নারী শ্রমিক। একজন শ্রমিকের সাপ্তাহিক বেতন ৮৪০ টাকা।
চা-শ্রমিক গোপাল গোয়ালা বলেন, ‘আমরা কত আন্দোলন করেছি; সরকার আমাদের কথা শুনে না। আমাদের লেখাপড়ার সুযোগ নেই, স্যানিটেশন সমস্যা আর চিকিৎসা তো নেই, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। চিকিৎসা বলতে শুধু প্যারাসিটামল।’
মৌলভীবাজারে চা-শ্রমিক তথা ‘মুল্লুক চল’ দিবস উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছেন চা-শ্রমিকেরা। এ সমাবেশে চা-জনগোষ্ঠীর ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা সমাবেশ ও লাল পতাকার মিছিলে অংশ নেন।
গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে এ আন্দোলনের ১০১তম বার্ষিকীতে বিভাগীয় সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহ আল কাফি রতন, এস এম শুভ প্রমুখ।
সমাবেশের আগে বিভিন্ন জাগরণের গান পরিবেশন করা হয়। পরে সহস্রাধিক মানুষের মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সিপিবি জাতীয় পরিষদ সদস্য ও শ্রমিকনেতা এস এম শুভ জানান, সমাবেশে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো ঐতিহাসিক ‘মুল্লুকে চল’ আন্দোলন স্মরণে ২০ মে রাষ্ট্রীয়ভাবে চা-শ্রমিক দিবস পালন এবং মজুরিসহ বাগানে ছুটি ঘোষণা করা, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা, চা-শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা।
সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশে এত উন্নয়ন তাহলে চা-শ্রমিকেরা পিছিয়ে কেন? এই সরকার মালিকদের স্বার্থ রক্ষা করে বলে শ্রমিকদের পিছিয়ে রেখেছে। আমরা সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে সিপিবি উত্থাপিত ১০ দফা বাস্তবায়নের জন্য।’
এদিকে বাসদের নেতৃত্বাধীন বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘চা-শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল’ অনুষ্ঠিত হয় মৌলভীবাজার সাইফুর রহমান অডিটরিয়ামে।
সমাবেশের আগে দুপুরে অডিটরিয়াম থেকে লাল পতাকার মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ ফেডারেশনের কেন্দ্রীয় ও বাগানের নেতারা।
চা-শ্রমিক ইউনিয়নের সূত্রমতে, বর্তমানে সারা দেশে ১৬৬ চা-বাগানে চা-জনগোষ্ঠী সংখ্যা ৫ লক্ষাধিক এবং শ্রমিক রয়েছেন ১ লাখ ৪০ হাজার ১৬৪ জন। এর মধ্যে সিলেট বিভাগের ৩টি জেলায় ১৩৫টি চা-বাগানে রয়েছেন ৪৬ হাজার ৪৫০ জন নিবন্ধিত নারী শ্রমিক এবং ১৫ হাজার ১৫৩ জন অনিবন্ধিত নারী শ্রমিক। একজন শ্রমিকের সাপ্তাহিক বেতন ৮৪০ টাকা।
চা-শ্রমিক গোপাল গোয়ালা বলেন, ‘আমরা কত আন্দোলন করেছি; সরকার আমাদের কথা শুনে না। আমাদের লেখাপড়ার সুযোগ নেই, স্যানিটেশন সমস্যা আর চিকিৎসা তো নেই, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। চিকিৎসা বলতে শুধু প্যারাসিটামল।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে