রংপুর ও মিঠাপুকুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে গড়ে উঠেছে পুরোনো বইয়ের বাজার। কিছুদিন আগে দু-একটি দোকানে বই কেনাবেচা হলেও বর্তমানে ২৫-৩০টি দোকানে চলছে কেনাবেচা। এখানে বই কেনা যায় তুলনামূলক কম দামে। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে।
গত শনিবার পুরোনো বই বাজারে গিয়ে দেখা যায়, পুরোদমে কেনাকাটা চলছে। শিক্ষার্থীরা তাঁদের অপ্রয়োজনীয় বই সেখানে বিক্রি করছেন। আবার অনেকেই প্রয়োজনীয় পুরোনো বই কিনে নিচ্ছেন। কম দামে পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
বাজারে কথা হয় বেগম রোকেয়া মহিলা কলেজের শিক্ষার্থী মিতু ও জিন্নাতের সঙ্গে। জিন্নাত জানান, সম্মান দ্বিতীয় বর্ষের বই কিনতে এসেছেন। দাম কম হওয়ায় পুরোনো বই কিনতে এসেছেন। মিতু জানান, তাঁর বান্ধবী বই বিক্রি করবেন, তাই সঙ্গে এসেছেন।
শরীফ বই কর্নারের মালিক আরিফ জানান, তাঁর দোকানে সব ধরনের বই কেনাবেচা হয়। বই ভেদে অর্ধেক দামে কেনা যায়।
এটুজেড নামে একটি দোকানে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। সেখানে কথা হয় লায়ন্স স্কুল ও কলেজের একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রের সঙ্গে। তাদের একজন জিসান জানায়, দ্বাদশ শ্রেণির অনেক বই বাজারে পাওয়া না যাওয়ায় পুরোনো বই বাজারে এসেছেন।
পারভেজ ও হৃদয় জানান, কম দামে বই কিনলে তাদের জন্য ভালোই হয়। কিছু টাকা সাশ্রয় হয়। হাতখরচ চলে।
ইতি বই ঘরের মালিক হামিদুল ইসলাম জানান, বর্তমানে বই বিক্রি কম হচ্ছে। সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বইয়ের বাজারেও।
তবে একাধিক শিক্ষার্থী জানান, স্বল্প আয়ের পরিবারের সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পুরোনো বই বাজার খুব সহায়ক। কারণ যে বই কিনতে ১২ শ টাকা লাগে, পুরোনো বইয়ের বাজারে সে বই পাওয়া যায় ৫০০ থেকে ৬০০ টাকায়।
হেনা মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক মিজানুর রহমান জানান, পুরোনো বই বাজার শিক্ষার্থীবান্ধব বাজারে পরিণত হয়েছে।
মিঠাপুকুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসৃলাম লাল বলেন, ‘আগে পৌরসভা মার্কেটে দুটি দোকানে পুরোনো বই কেনাবেচা হতো। বর্তমানে বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো বই বাজার থেকে কম দামে বই কিনে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পুরোনো বই সংগ্রহ ও সংরক্ষণ করে কম দামে বিক্রি করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে গড়ে উঠেছে পুরোনো বইয়ের বাজার। কিছুদিন আগে দু-একটি দোকানে বই কেনাবেচা হলেও বর্তমানে ২৫-৩০টি দোকানে চলছে কেনাবেচা। এখানে বই কেনা যায় তুলনামূলক কম দামে। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে।
গত শনিবার পুরোনো বই বাজারে গিয়ে দেখা যায়, পুরোদমে কেনাকাটা চলছে। শিক্ষার্থীরা তাঁদের অপ্রয়োজনীয় বই সেখানে বিক্রি করছেন। আবার অনেকেই প্রয়োজনীয় পুরোনো বই কিনে নিচ্ছেন। কম দামে পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
বাজারে কথা হয় বেগম রোকেয়া মহিলা কলেজের শিক্ষার্থী মিতু ও জিন্নাতের সঙ্গে। জিন্নাত জানান, সম্মান দ্বিতীয় বর্ষের বই কিনতে এসেছেন। দাম কম হওয়ায় পুরোনো বই কিনতে এসেছেন। মিতু জানান, তাঁর বান্ধবী বই বিক্রি করবেন, তাই সঙ্গে এসেছেন।
শরীফ বই কর্নারের মালিক আরিফ জানান, তাঁর দোকানে সব ধরনের বই কেনাবেচা হয়। বই ভেদে অর্ধেক দামে কেনা যায়।
এটুজেড নামে একটি দোকানে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। সেখানে কথা হয় লায়ন্স স্কুল ও কলেজের একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রের সঙ্গে। তাদের একজন জিসান জানায়, দ্বাদশ শ্রেণির অনেক বই বাজারে পাওয়া না যাওয়ায় পুরোনো বই বাজারে এসেছেন।
পারভেজ ও হৃদয় জানান, কম দামে বই কিনলে তাদের জন্য ভালোই হয়। কিছু টাকা সাশ্রয় হয়। হাতখরচ চলে।
ইতি বই ঘরের মালিক হামিদুল ইসলাম জানান, বর্তমানে বই বিক্রি কম হচ্ছে। সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে বইয়ের বাজারেও।
তবে একাধিক শিক্ষার্থী জানান, স্বল্প আয়ের পরিবারের সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পুরোনো বই বাজার খুব সহায়ক। কারণ যে বই কিনতে ১২ শ টাকা লাগে, পুরোনো বইয়ের বাজারে সে বই পাওয়া যায় ৫০০ থেকে ৬০০ টাকায়।
হেনা মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক মিজানুর রহমান জানান, পুরোনো বই বাজার শিক্ষার্থীবান্ধব বাজারে পরিণত হয়েছে।
মিঠাপুকুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসৃলাম লাল বলেন, ‘আগে পৌরসভা মার্কেটে দুটি দোকানে পুরোনো বই কেনাবেচা হতো। বর্তমানে বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো বই বাজার থেকে কম দামে বই কিনে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পুরোনো বই সংগ্রহ ও সংরক্ষণ করে কম দামে বিক্রি করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে