দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি
দেবিদ্বার ও বুড়িচংয়ে গতকাল রোববার ছিল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন। তাই সব পদের প্রার্থীরা প্রতীক নিতে সমবেত হয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। কিন্তু তাঁরা আচরণবিধি এবং করোনাকালীন বিধিনিষেধের প্রতি কোনো তোয়াক্কা না করে মিছিল ও শোভাযাত্রা করেছেন।
সরেজমিন দেখা গেছে, দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতীক নিতে আসা অনেকের মুখে মাস্ক ছিল না। আবার যাঁদের মাস্ক ছিল, তাঁরা নামিয়ে রেখেছিলেন থুতনিতে।
এক প্রার্থীর কর্মী সালাউদ্দিন বলেন, ‘মুখে মাস্ক পরা থাকলে ভুভুজেলা বাজানো যায় না। তা ছাড়া স্লোগান দেব কেমনে?’
দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি ও আচরণবিধি মেনে চলার জন্য তাঁদের বারবার বলা হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘শব্দদূষণ, বিশাল মহড়া, স্বাস্থ্যবিধি অমান্য করাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়গুলো প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণের চিত্রও ছিল একই রকম। গতকাল সকাল থেকে ৯টি ইউপির ৫০০ জন প্রার্থী তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এঁদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘মাইকে বারবার বলার পরও কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। প্রার্থী ছাড়া বাকিদের আসা নিষিদ্ধ থাকলেও কেউ নিয়ম মানছেন না।’
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু বলেন, ‘হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর আজ (গতকাল) আসতে দেরি হয়েছে। কারণ, জানতে চাইলে তাঁরা জানান, বিভিন্ন সড়কে প্রার্থীরা মিছিল করছেন। এতে যানজটের সৃষ্টি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ‘বিধিনিষেধ আছে ১০০ জনের বেশি একত্র হতে পারবেন না। সেখানে বুড়িচং সদরে হাজার হাজার লোক একত্র হয়ে মিছিল করছে, পাশাপাশি উপজেলা পরিষদ মিলনায়তনেও একত্র হয়েছে, যা মোটেও ঠিক হয়নি।’
দেবিদ্বার ও বুড়িচংয়ে গতকাল রোববার ছিল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দের দিন। তাই সব পদের প্রার্থীরা প্রতীক নিতে সমবেত হয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। কিন্তু তাঁরা আচরণবিধি এবং করোনাকালীন বিধিনিষেধের প্রতি কোনো তোয়াক্কা না করে মিছিল ও শোভাযাত্রা করেছেন।
সরেজমিন দেখা গেছে, দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতীক নিতে আসা অনেকের মুখে মাস্ক ছিল না। আবার যাঁদের মাস্ক ছিল, তাঁরা নামিয়ে রেখেছিলেন থুতনিতে।
এক প্রার্থীর কর্মী সালাউদ্দিন বলেন, ‘মুখে মাস্ক পরা থাকলে ভুভুজেলা বাজানো যায় না। তা ছাড়া স্লোগান দেব কেমনে?’
দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি ও আচরণবিধি মেনে চলার জন্য তাঁদের বারবার বলা হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক উন নবী তালুকদার বলেন, ‘শব্দদূষণ, বিশাল মহড়া, স্বাস্থ্যবিধি অমান্য করাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়গুলো প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণের চিত্রও ছিল একই রকম। গতকাল সকাল থেকে ৯টি ইউপির ৫০০ জন প্রার্থী তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এঁদের অধিকাংশের মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘মাইকে বারবার বলার পরও কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। প্রার্থী ছাড়া বাকিদের আসা নিষিদ্ধ থাকলেও কেউ নিয়ম মানছেন না।’
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু বলেন, ‘হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর আজ (গতকাল) আসতে দেরি হয়েছে। কারণ, জানতে চাইলে তাঁরা জানান, বিভিন্ন সড়কে প্রার্থীরা মিছিল করছেন। এতে যানজটের সৃষ্টি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ‘বিধিনিষেধ আছে ১০০ জনের বেশি একত্র হতে পারবেন না। সেখানে বুড়িচং সদরে হাজার হাজার লোক একত্র হয়ে মিছিল করছে, পাশাপাশি উপজেলা পরিষদ মিলনায়তনেও একত্র হয়েছে, যা মোটেও ঠিক হয়নি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে