রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার ধান চাষিরা বোরো ধানের জমি তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। সামনে বোরো মৌসুম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ধানের বীজতলা প্রস্তুত হয়েছে প্রায় ৫১৭ হেক্টর জমিতে। এখন চলছে সেই বীজতলার পরিচর্যা, ধানের চারা তোলা ও জমি তৈরির কাজ। স্থানীয় কৃষকেরা বলছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। তবুও ধান চাষেই লাভবান হওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাঁরা।
গত সোমবার উপজেলার মুছাপুর, মির্জাপুর, মহেষপুর, বাঁশগাড়ী, পাড়াতলী, শ্রীনগর, অলিপুরা, পলাশতলী, হোগলাকান্দিসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন। অনেক বীজতলায় ধান রোপণ করেছেন। অনেকে পরিচর্যায় ব্যস্ত অনেকে।
ধান চাষি সাইফুল ইসলাম নেমের এক কৃষক বলেন, তেলের দাম বাড়ায় খরচ বাড়ছে। তবুও আশায় বুক বেঁধে ধানের বীজ বপন করেছি।’
আব্দুস সালাম নামের এক চাষি বলেন, ‘তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে অনেক খরচ হবে। আমাদের এই অঞ্চলের প্রায় সব কৃষকই বর্গা চাষি। এদের নিজের জমি নেই। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে অনেকেই। তবুও ধানই এই অঞ্চলের কৃষকদের আশা ভরসা। তাই আগে ভাগেই সবাই যত্ন নিয়ে বীজতলা তৈরি করছে। কারণ ভালো চারা থেকেই ভালো ধান হয়।’
উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে ৪ হাজার ২শ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার সার কীটনাশক বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বছর বোরো লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ হেক্টর। চলতি বছর ১ হাজার ১১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, বিগত বছরগুলোতে এই উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ করা হয়েছে। আশা করছি, এ বছরও বোরো ধানের ব্যাপক আবাদ হবে। তাই এখন থেকেই কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বছর তেলের দাম বেশি। তাই চাষাবাদের খরচ কিছুটা বাড়বে।
নরসিংদীর রায়পুরার ধান চাষিরা বোরো ধানের জমি তৈরিসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন। সামনে বোরো মৌসুম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার ধানের বীজতলা প্রস্তুত হয়েছে প্রায় ৫১৭ হেক্টর জমিতে। এখন চলছে সেই বীজতলার পরিচর্যা, ধানের চারা তোলা ও জমি তৈরির কাজ। স্থানীয় কৃষকেরা বলছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষের খরচ বেড়েছে। তবুও ধান চাষেই লাভবান হওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাঁরা।
গত সোমবার উপজেলার মুছাপুর, মির্জাপুর, মহেষপুর, বাঁশগাড়ী, পাড়াতলী, শ্রীনগর, অলিপুরা, পলাশতলী, হোগলাকান্দিসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন। অনেক বীজতলায় ধান রোপণ করেছেন। অনেকে পরিচর্যায় ব্যস্ত অনেকে।
ধান চাষি সাইফুল ইসলাম নেমের এক কৃষক বলেন, তেলের দাম বাড়ায় খরচ বাড়ছে। তবুও আশায় বুক বেঁধে ধানের বীজ বপন করেছি।’
আব্দুস সালাম নামের এক চাষি বলেন, ‘তেলের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে অনেক খরচ হবে। আমাদের এই অঞ্চলের প্রায় সব কৃষকই বর্গা চাষি। এদের নিজের জমি নেই। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে অনেকেই। তবুও ধানই এই অঞ্চলের কৃষকদের আশা ভরসা। তাই আগে ভাগেই সবাই যত্ন নিয়ে বীজতলা তৈরি করছে। কারণ ভালো চারা থেকেই ভালো ধান হয়।’
উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে ৪ হাজার ২শ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার সার কীটনাশক বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বছর বোরো লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ হেক্টর। চলতি বছর ১ হাজার ১১১ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, বিগত বছরগুলোতে এই উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ করা হয়েছে। আশা করছি, এ বছরও বোরো ধানের ব্যাপক আবাদ হবে। তাই এখন থেকেই কৃষকেরা বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বছর তেলের দাম বেশি। তাই চাষাবাদের খরচ কিছুটা বাড়বে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে