বগুড়া প্রতিনিধি
দুই পক্ষের টান টান উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার নবগঠিত বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটির পরিচিতি সভা হয়েছে। তবে তারা ছাত্রলীগের অপর অংশের বাধার মুখে পড়ে দলীয় কার্যালয়ে ঢুকতে এবং কার্যালয়সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে পারেনি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এ পরিচিতি সভায় যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা যোগ দেন নবগঠিত ছাত্রলীগের কমিটির নেতাদের সঙ্গে। পরে তাঁরা বিশাল মিছিল নিয়ে শহরের সাতমাথায় আসেন। তবে তাঁদের বাধা দিতে সাতমাথাসংলগ্ন টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগের আরেক অংশের নেতা-কর্মীরা।
এ সময় দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ের ৫০ গজ দূরে মুজিব মঞ্চে সমাবেশ ও পরিচিতি সভা করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত আরেক অংশের নেতা-কর্মীদের পাশে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।
এদিকে গতকাল সকালে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে চরম উত্তেজনা দেখা দেয় শহরজুড়ে। সকাল থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা থেকে শহরে আসেন। এ সময় শহরতলির ছাতিয়ানতলায় সারিয়াকান্দি উপজেলা থেকে নবগঠিত কমিটির সমাবেশে যোগ দিতে যাওয়া দুটি বাসে হামলা হয়। ওই দুই বাস ভাঙচুর ও মারপিটে তিন কর্মী আহত হন বলে জানান নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা।
এরপর নবগঠিত কমিটির সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীরা শহরের আলতাফুন নেছা খেলার মাঠে সমবেত হন। সেখানে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যোগ দেন।
মিছিল নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় শহরের সাতমাথা চত্বরে।
সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকারী আরেক অংশের নেতা-কর্মীদের ঘিরে ফেলেন। মুজিব মঞ্চ ও দলীয় কার্যালয়ের মাঝামাঝি জায়গায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। আলতাফুন নেছা খেলার মাঠ থেকে মিছিলসহ নবগঠিত কমিটির নেতারা সাতমাথায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে মুজিব মঞ্চে সমাবেশ করে চলে যান।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘সদ্য ঘোষিত কমিটির কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার অনুরোধ করছি।’
বিক্ষোভকারীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন বলেন, ‘সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দিন পর জেলা আওয়ামী লীগের সভা হবে; সেখানে এই কমিটির বিতর্কিত নেতাদের তালিকা করে কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এই দুই দিন বিক্ষোভ কর্মসূচি স্থগিত থাকবে।’
দুই পক্ষের টান টান উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার নবগঠিত বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটির পরিচিতি সভা হয়েছে। তবে তারা ছাত্রলীগের অপর অংশের বাধার মুখে পড়ে দলীয় কার্যালয়ে ঢুকতে এবং কার্যালয়সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে পারেনি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এ পরিচিতি সভায় যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা যোগ দেন নবগঠিত ছাত্রলীগের কমিটির নেতাদের সঙ্গে। পরে তাঁরা বিশাল মিছিল নিয়ে শহরের সাতমাথায় আসেন। তবে তাঁদের বাধা দিতে সাতমাথাসংলগ্ন টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগের আরেক অংশের নেতা-কর্মীরা।
এ সময় দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ের ৫০ গজ দূরে মুজিব মঞ্চে সমাবেশ ও পরিচিতি সভা করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত আরেক অংশের নেতা-কর্মীদের পাশে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।
এদিকে গতকাল সকালে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে চরম উত্তেজনা দেখা দেয় শহরজুড়ে। সকাল থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা থেকে শহরে আসেন। এ সময় শহরতলির ছাতিয়ানতলায় সারিয়াকান্দি উপজেলা থেকে নবগঠিত কমিটির সমাবেশে যোগ দিতে যাওয়া দুটি বাসে হামলা হয়। ওই দুই বাস ভাঙচুর ও মারপিটে তিন কর্মী আহত হন বলে জানান নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা।
এরপর নবগঠিত কমিটির সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীরা শহরের আলতাফুন নেছা খেলার মাঠে সমবেত হন। সেখানে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যোগ দেন।
মিছিল নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় শহরের সাতমাথা চত্বরে।
সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকারী আরেক অংশের নেতা-কর্মীদের ঘিরে ফেলেন। মুজিব মঞ্চ ও দলীয় কার্যালয়ের মাঝামাঝি জায়গায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। আলতাফুন নেছা খেলার মাঠ থেকে মিছিলসহ নবগঠিত কমিটির নেতারা সাতমাথায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে মুজিব মঞ্চে সমাবেশ করে চলে যান।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘সদ্য ঘোষিত কমিটির কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার অনুরোধ করছি।’
বিক্ষোভকারীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন বলেন, ‘সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দিন পর জেলা আওয়ামী লীগের সভা হবে; সেখানে এই কমিটির বিতর্কিত নেতাদের তালিকা করে কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এই দুই দিন বিক্ষোভ কর্মসূচি স্থগিত থাকবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে