কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবুর লাশ উদ্ধারের তিন বছরেও হত্যার কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। পরিবারের অভিযোগ, সময়ের ব্যবধানে হত্যামামলাটি ধামাচাপা পড়ে গেল।
পরিবারের সদস্যরা বলছেন, মামলাটি কে বা কারা তদন্ত করছেন তাও সঠিকভাবে জানেন না তাঁরা।
পরিবার জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য ইউপি চেয়ারম্যান আবু বকর আবু ঢাকায় গেলে ২০১৮ সালের ১৫ নভেম্বর পল্টনের মেট্রোপলিটন হোটেল এলাকা থেকে অপহরণ হন।
অপহরণের চার দিন পর ১৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছিল।
সর্বশেষ আদালতের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। কিন্তু গত তিন বছরেও মামলাটি সম্পর্কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বা পিবিআই–এর দায়িত্বশীল কোনো কর্মকর্তা কোনো তথ্য তাঁর পরিবারকে জানাতে পারেনি।
আবু বকর আবুর ছোট বোন আঞ্জুমানারা বলেন, ‘আমার ভাই কেশবপুরের বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন। একজন পেশাদার রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবা করতে গিয়ে তিনি জীবনে বিয়ে-শাদিও করেননি। সেই ভাইকেই হত্যার শিকার হতে হয়।’
আঞ্জুমানারা বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় গত ৩ বছরেও আমার ভাইকে হত্যার কোনো ক্লু উদ্ধার হয়নি। এমনকি গত তিন বছরের মধ্যে এই মামলা সম্পর্কে পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা আমাদের কোনো তথ্য জানাতে পারেননি।’
তিনি তাঁর ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
কেশবপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক জুলফিকার আলী বলেন, ‘আবু ভাইয়ের হাত ধরেই কেশবপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। চির কুমার জনপ্রিয় এ নেতা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে গেছেন। তাঁকে সব শ্রেণি–পেশার মানুষ আবু ভাই বলেই ডাকত।’
এ দিকে চেয়ারম্যান আবু বকর আবুর তৃতীয় হত্যাবার্ষিকী পালন উপলক্ষে আজ শুক্রবার তাঁর কবর জিয়ারত এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
যশোরের কেশবপুরে মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবুর লাশ উদ্ধারের তিন বছরেও হত্যার কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। পরিবারের অভিযোগ, সময়ের ব্যবধানে হত্যামামলাটি ধামাচাপা পড়ে গেল।
পরিবারের সদস্যরা বলছেন, মামলাটি কে বা কারা তদন্ত করছেন তাও সঠিকভাবে জানেন না তাঁরা।
পরিবার জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য ইউপি চেয়ারম্যান আবু বকর আবু ঢাকায় গেলে ২০১৮ সালের ১৫ নভেম্বর পল্টনের মেট্রোপলিটন হোটেল এলাকা থেকে অপহরণ হন।
অপহরণের চার দিন পর ১৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ তাঁর লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছিল।
সর্বশেষ আদালতের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। কিন্তু গত তিন বছরেও মামলাটি সম্পর্কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বা পিবিআই–এর দায়িত্বশীল কোনো কর্মকর্তা কোনো তথ্য তাঁর পরিবারকে জানাতে পারেনি।
আবু বকর আবুর ছোট বোন আঞ্জুমানারা বলেন, ‘আমার ভাই কেশবপুরের বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন। একজন পেশাদার রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবা করতে গিয়ে তিনি জীবনে বিয়ে-শাদিও করেননি। সেই ভাইকেই হত্যার শিকার হতে হয়।’
আঞ্জুমানারা বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় গত ৩ বছরেও আমার ভাইকে হত্যার কোনো ক্লু উদ্ধার হয়নি। এমনকি গত তিন বছরের মধ্যে এই মামলা সম্পর্কে পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা আমাদের কোনো তথ্য জানাতে পারেননি।’
তিনি তাঁর ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
কেশবপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক জুলফিকার আলী বলেন, ‘আবু ভাইয়ের হাত ধরেই কেশবপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। চির কুমার জনপ্রিয় এ নেতা জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে গেছেন। তাঁকে সব শ্রেণি–পেশার মানুষ আবু ভাই বলেই ডাকত।’
এ দিকে চেয়ারম্যান আবু বকর আবুর তৃতীয় হত্যাবার্ষিকী পালন উপলক্ষে আজ শুক্রবার তাঁর কবর জিয়ারত এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে