মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার প্রধান সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন মাস ধরে উপজেলার আদুরভিটি বোর্ড স্কুল থেকে দেওয়ানজি কান্দি পর্যন্ত সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ করছে পৌর কর্তৃপক্ষ। ১১ হাজার ভোল্টেজসম্পন্ন এই খুঁটিটি পড়েছে রাস্তার মাঝখানে। এতে বড় গাড়ি আটকে অনেক সময় যানজট লেগে যাচ্ছে এই সড়কে। এ ছাড়া রাতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক লতিফ বলেন, আগে রাস্তা ছোট ছিল। তখন বিদ্যুতের খুঁটি রাস্তার পাশে থাকাকে চলাচলে তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন রাস্তা বড় করায় বিদ্যুতের খুঁটি একেবারে রাস্তার মাঝখানে চলে এসেছে। বিদ্যুতের খুঁটিগুলো তাড়াতাড়ি সরানো প্রয়োজন। না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হজরত আলী নামের এক গাড়িচালক বলেন, ‘সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে, বিদ্যুতের পিলার (খুঁটি) এখনই সরানো উচিত। সব কাজের আগে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এই সড়কে যা হচ্ছে, তা হলো পরিকল্পনাবিহীন কাজ। কাজ শেষে একদিকে কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাবে, অন্যদিকে নানা অজুহাত তৈরি করবে বিদ্যুৎ বিভাগ। ফলে খুঁটি রয়েই যাবে। এতে দুর্ঘটনার মাধ্যমে প্রাণহানির আশঙ্কা যেমন থাকবে তেমনি সড়ক প্রশস্তকরণের কোনো সুফল আসবে না।’
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। ফলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খুঁটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
এ বিষয়ে ছেংগারচর পৌরসভার সচিব আবু সুফিয়ান খান বলেন, সড়কের কাজ চলমান। বিদ্যুতের খুঁটি সড়ক থেকে সরিয়ে ফেলার জন্য আবেদন করা হয়েছে। খুঁটি অপসারণের কাজ প্রক্রিয়াধীন।
এদিকে গত শনিবার এই খুঁটি অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে পৌরসভার অর্থায়নে এক কিলোমিটার রাস্তা পাকাকরণে নিম্নমানের ইটসহ বিভিন্ন মালামাল ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম, নুরুল মুন্সি, আবুল হোসেন সরদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ সিকদার, যুবলীগের নেতা নাজমুল খান, শাহিন আলম, ফয়েজ আহমেদ ফাঁকা, নাছির উদ্দিন খান, ইসমাইল হোসেন বাবু, ইউসুফ লস্করসহ অনেকে।
বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার প্রধান সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন মাস ধরে উপজেলার আদুরভিটি বোর্ড স্কুল থেকে দেওয়ানজি কান্দি পর্যন্ত সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ করছে পৌর কর্তৃপক্ষ। ১১ হাজার ভোল্টেজসম্পন্ন এই খুঁটিটি পড়েছে রাস্তার মাঝখানে। এতে বড় গাড়ি আটকে অনেক সময় যানজট লেগে যাচ্ছে এই সড়কে। এ ছাড়া রাতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক লতিফ বলেন, আগে রাস্তা ছোট ছিল। তখন বিদ্যুতের খুঁটি রাস্তার পাশে থাকাকে চলাচলে তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন রাস্তা বড় করায় বিদ্যুতের খুঁটি একেবারে রাস্তার মাঝখানে চলে এসেছে। বিদ্যুতের খুঁটিগুলো তাড়াতাড়ি সরানো প্রয়োজন। না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হজরত আলী নামের এক গাড়িচালক বলেন, ‘সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে, বিদ্যুতের পিলার (খুঁটি) এখনই সরানো উচিত। সব কাজের আগে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এই সড়কে যা হচ্ছে, তা হলো পরিকল্পনাবিহীন কাজ। কাজ শেষে একদিকে কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাবে, অন্যদিকে নানা অজুহাত তৈরি করবে বিদ্যুৎ বিভাগ। ফলে খুঁটি রয়েই যাবে। এতে দুর্ঘটনার মাধ্যমে প্রাণহানির আশঙ্কা যেমন থাকবে তেমনি সড়ক প্রশস্তকরণের কোনো সুফল আসবে না।’
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। ফলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খুঁটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
এ বিষয়ে ছেংগারচর পৌরসভার সচিব আবু সুফিয়ান খান বলেন, সড়কের কাজ চলমান। বিদ্যুতের খুঁটি সড়ক থেকে সরিয়ে ফেলার জন্য আবেদন করা হয়েছে। খুঁটি অপসারণের কাজ প্রক্রিয়াধীন।
এদিকে গত শনিবার এই খুঁটি অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে পৌরসভার অর্থায়নে এক কিলোমিটার রাস্তা পাকাকরণে নিম্নমানের ইটসহ বিভিন্ন মালামাল ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম, নুরুল মুন্সি, আবুল হোসেন সরদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ সিকদার, যুবলীগের নেতা নাজমুল খান, শাহিন আলম, ফয়েজ আহমেদ ফাঁকা, নাছির উদ্দিন খান, ইসমাইল হোসেন বাবু, ইউসুফ লস্করসহ অনেকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে