বগুড়া প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই বগুড়ায় বাড়তে শুরু করেছে কাঁচা মরিচ, ডিমসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। একই সঙ্গে বেড়েছে ভোজ্যতেল, চিনি, ডাল ও আটার দাম। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। তাই লোকসান এড়াতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে।
নিম্ন আয়ের ক্রেতারা বলছেন, জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয় বাড়েনি। নিত্যপণ্যের দাম বাড়ায় তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার ও বনানী সুলতানগঞ্জ হাট ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা। আলু, পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে।
ফতেহ আলী বাজারের সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে লোকসান যেন না হয়, সেদিকে লক্ষ রেখেই খুচরা বিক্রি করতে হয়।
ফতেহ আলী বাজারের ডিম ব্যবসায়ী মো. আল আমিন জনি বলেন, ডিমের দাম হালিপ্রতি বেড়েছে ১২ টাকা। আগে ডিমের হালি বিক্রি করা হতো ৩৬ টাকায়। এখন বিক্রি করা হচ্ছে ৪৮ টাকায়। পাইকারি দামের ওপর নির্ভর করেই খুচরা বিক্রি করতে হচ্ছে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সয়াবিন তেল, ডাল, চিনি ও আটার দাম বেড়েছে। সপ্তাহখানেক আগে এক লিটার সয়াবিন তেল (বোতলজাত) বিক্রি হতো ১৮০ টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আটার (প্যাকেটজাত) কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩৮ টাকা।
মসুর ডাল (মোটা) কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে। আগে বিক্রি হতো ৯০ টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মসুর (চিকন) ডালে বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
বগুড়ায় স্থানভেদে সাদা ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি, লাল লেয়ার (কক) মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি, পাকিস্তানি ছোট (লাল) মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা প্রতিটি বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ এবং খাসির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বনানী সুলতানগঞ্জ হাটে কথা হয় কারখানার শ্রমিক বাবু প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, সব জিনিসের দাম বাড়লেও তাঁদের আয় বাড়েনি। এই ভোগান্তির শেষ কবে হবে জানেন না তাঁরা। এখন ডাল-ভাত খেয়ে বেঁচে থাকায় কষ্টকর হয়ে পড়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত দামেই বাজার করতে হচ্ছে। বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
আরেক ক্রেতা কৃষি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী বেলাল হোসেন বলেন, আয়-রোজগার বাড়েনি। কিন্তু নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। যা রোজগার করেন তা দিয়ে কোনোভাবে সংসার চলছিল। বর্তমানে নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে।
জানতে চাইলে বনানী বন্দর এলাকার জাকারিয়া স্টোরের স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। কারণ, বেড়েছে পণ্যের পরিবহন খরচ। সব মিলিয়ে পাইকারি মূল্যের ওপর নির্ভর করে খুচরা বাজারে বিক্রি করতে হয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই বগুড়ায় বাড়তে শুরু করেছে কাঁচা মরিচ, ডিমসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। একই সঙ্গে বেড়েছে ভোজ্যতেল, চিনি, ডাল ও আটার দাম। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। তাই লোকসান এড়াতে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে।
নিম্ন আয়ের ক্রেতারা বলছেন, জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয় বাড়েনি। নিত্যপণ্যের দাম বাড়ায় তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার ও বনানী সুলতানগঞ্জ হাট ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা। আলু, পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে।
ফতেহ আলী বাজারের সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে লোকসান যেন না হয়, সেদিকে লক্ষ রেখেই খুচরা বিক্রি করতে হয়।
ফতেহ আলী বাজারের ডিম ব্যবসায়ী মো. আল আমিন জনি বলেন, ডিমের দাম হালিপ্রতি বেড়েছে ১২ টাকা। আগে ডিমের হালি বিক্রি করা হতো ৩৬ টাকায়। এখন বিক্রি করা হচ্ছে ৪৮ টাকায়। পাইকারি দামের ওপর নির্ভর করেই খুচরা বিক্রি করতে হচ্ছে।
এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সয়াবিন তেল, ডাল, চিনি ও আটার দাম বেড়েছে। সপ্তাহখানেক আগে এক লিটার সয়াবিন তেল (বোতলজাত) বিক্রি হতো ১৮০ টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আটার (প্যাকেটজাত) কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩৮ টাকা।
মসুর ডাল (মোটা) কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে। আগে বিক্রি হতো ৯০ টাকা কেজি দরে, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মসুর (চিকন) ডালে বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
বগুড়ায় স্থানভেদে সাদা ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি, লাল লেয়ার (কক) মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি, পাকিস্তানি ছোট (লাল) মুরগি ২৫০ থেকে ৩০০ টাকা প্রতিটি বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ এবং খাসির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বনানী সুলতানগঞ্জ হাটে কথা হয় কারখানার শ্রমিক বাবু প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, সব জিনিসের দাম বাড়লেও তাঁদের আয় বাড়েনি। এই ভোগান্তির শেষ কবে হবে জানেন না তাঁরা। এখন ডাল-ভাত খেয়ে বেঁচে থাকায় কষ্টকর হয়ে পড়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত দামেই বাজার করতে হচ্ছে। বর্তমান সময়ে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
আরেক ক্রেতা কৃষি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী বেলাল হোসেন বলেন, আয়-রোজগার বাড়েনি। কিন্তু নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। যা রোজগার করেন তা দিয়ে কোনোভাবে সংসার চলছিল। বর্তমানে নিত্যপণ্যের দাম বাড়ায় সংসার চালাতে নাভিশ্বাস উঠেছে।
জানতে চাইলে বনানী বন্দর এলাকার জাকারিয়া স্টোরের স্বত্বাধিকারী রাজু আহম্মেদ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। কারণ, বেড়েছে পণ্যের পরিবহন খরচ। সব মিলিয়ে পাইকারি মূল্যের ওপর নির্ভর করে খুচরা বাজারে বিক্রি করতে হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে