রংপুর প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থান দখল করেছে রংপুর। জেলায় পাসের হার পাওয়া গেছে ৯৪ দশমিক ৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।
বোর্ডের মধ্যে দিনাজপুরে ২ হাজার ৮৪৮, নীলফামারীতে ১ হাজার ৭০০, গাইবান্ধায় ১ হাজার ৬৭২, কুড়িগ্রামে ১ হাজার ৬২, লালমনিরহাটে ৬৪৯, ঠাকুরগাঁওয়ে ৯৪৩ ও পঞ্চগড়ে ৪০০ জন জিপিএ-৫ পেয়েছেন।
এ ছাড়া পাসের হারেও প্রথম অবস্থানে রয়েছে রংপুর জেলা। ৯৪ দশমিক ৫৮ শতাংশ পাসের হার অর্জন করে দ্বিতীয় অবস্থানে আছে লালমনিরহাট। এ ছাড়া নীলফামারীতে ৯৩ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৯২ দশমিক ৫১ শতাংশ, কুড়িগ্রামে ৯১ দশমিক ৬৫ শতাংশ, গাইবান্ধায় ৯০ দশমিক ৪৮ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯০ দশমিক ৪৬ শতাংশ ও পঞ্চগড়ে ৮৮ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম জানান, এবার ফলের দিক দিয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের নিজেদের প্রচেষ্টায় ভালো ফল অর্জন করা সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন পাস করেছেন।
রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আতাহার আলী খাঁন বলেন, বিভাগীয় শহর হওয়ায় রংপুর শহরের লেখাপড়ার মান সব সময়ই ভালো হয়ে থাকে। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থান দখল করেছে রংপুর। জেলায় পাসের হার পাওয়া গেছে ৯৪ দশমিক ৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।
বোর্ডের মধ্যে দিনাজপুরে ২ হাজার ৮৪৮, নীলফামারীতে ১ হাজার ৭০০, গাইবান্ধায় ১ হাজার ৬৭২, কুড়িগ্রামে ১ হাজার ৬২, লালমনিরহাটে ৬৪৯, ঠাকুরগাঁওয়ে ৯৪৩ ও পঞ্চগড়ে ৪০০ জন জিপিএ-৫ পেয়েছেন।
এ ছাড়া পাসের হারেও প্রথম অবস্থানে রয়েছে রংপুর জেলা। ৯৪ দশমিক ৫৮ শতাংশ পাসের হার অর্জন করে দ্বিতীয় অবস্থানে আছে লালমনিরহাট। এ ছাড়া নীলফামারীতে ৯৩ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৯২ দশমিক ৫১ শতাংশ, কুড়িগ্রামে ৯১ দশমিক ৬৫ শতাংশ, গাইবান্ধায় ৯০ দশমিক ৪৮ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯০ দশমিক ৪৬ শতাংশ ও পঞ্চগড়ে ৮৮ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম জানান, এবার ফলের দিক দিয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের নিজেদের প্রচেষ্টায় ভালো ফল অর্জন করা সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন পাস করেছেন।
রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আতাহার আলী খাঁন বলেন, বিভাগীয় শহর হওয়ায় রংপুর শহরের লেখাপড়ার মান সব সময়ই ভালো হয়ে থাকে। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে