পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন আগামী রোববার। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকা ডোবাতে মরিয়া হয়ে উঠেছেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার তিন ও রাঙ্গাবালী উপজেলার চার ইউপিতে এ নির্বাচন হচ্ছে। কলাপাড়ার তিনটির মধ্যে দুই ইউপিতে দুজন এবং রাঙ্গাবালী চারটির মধ্যে তিন ইউপিতে পাঁচজনসহ মোট সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবির কেরামতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন। টিয়াখালীতে নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।
অপরদিকে রাঙ্গাবালী সদর ইউপিতে নৌকার প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে দলের তিন বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ কে এম আজাদ এবং খলিলুর রহমান হাওলাদার। ছোট বাইশদিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ কে সামসুদ্দিন আবু মিয়ার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী ও চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম মোল্লা।
এদিকে রাঙ্গাবালী উপজেলায় পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন রাঙ্গাবালী সদর ইউপির প্রার্থী উপজেলা
আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী এ কে এম আজাদ ও মো. খলিলুর রহমান হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছোট বাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাশেম মোল্লা। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালী সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলেও আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশা আল্লাহ। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয় করার বিকল্প নেই।’
ছোট বাইশদিয়া ইউপির দলের বিদ্রোহী প্রার্থী বেনজির আহমেদ বাচ্চু বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হলে নিশ্চিত আমি বিজয়ী হব। কিন্তু নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন রয়েছেন সাধারণ ভোটাররা।’
এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয়, তা সবই করা হবে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং কেউ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন আগামী রোববার। এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নৌকা ডোবাতে মরিয়া হয়ে উঠেছেন।
জানা গেছে, কলাপাড়া উপজেলার তিন ও রাঙ্গাবালী উপজেলার চার ইউপিতে এ নির্বাচন হচ্ছে। কলাপাড়ার তিনটির মধ্যে দুই ইউপিতে দুজন এবং রাঙ্গাবালী চারটির মধ্যে তিন ইউপিতে পাঁচজনসহ মোট সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবির কেরামতের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন। টিয়াখালীতে নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।
অপরদিকে রাঙ্গাবালী সদর ইউপিতে নৌকার প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন খানের বিরুদ্ধে দলের তিন বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ কে এম আজাদ এবং খলিলুর রহমান হাওলাদার। ছোট বাইশদিয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী এ কে সামসুদ্দিন আবু মিয়ার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী ও চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশেম মোল্লা।
এদিকে রাঙ্গাবালী উপজেলায় পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন রাঙ্গাবালী সদর ইউপির প্রার্থী উপজেলা
আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী এ কে এম আজাদ ও মো. খলিলুর রহমান হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছোট বাইশদিয়া ইউপিতে চেয়ারম্যান প্রার্থী বেনজির আহম্মেদ বাচ্চু। চরমোন্তাজ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাশেম মোল্লা। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙ্গাবালী সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান মামুন খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলেও আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশা আল্লাহ। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয় করার বিকল্প নেই।’
ছোট বাইশদিয়া ইউপির দলের বিদ্রোহী প্রার্থী বেনজির আহমেদ বাচ্চু বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হলে নিশ্চিত আমি বিজয়ী হব। কিন্তু নৌকার প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী প্রচারে বাধা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন রয়েছেন সাধারণ ভোটাররা।’
এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয়, তা সবই করা হবে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং কেউ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে