ব্রণের ধরন বুঝে ট্রিটমেন্ট করাতে হবে

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১০: ১৭
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১৭

প্রশ্ন: আমার ত্বক মিশ্র। শীতে শুষ্ক ও গরমকালে তৈলাক্ত থাকে। চার-পাঁচ মাস ধরে ব্রণের সমস্যায় ভুগছি। ব্রণগুলো হালকা ব্যথা করে, এরপর পেকে যায়। শুকিয়ে সেরে যাওয়ার পরও দাগ রয়ে যাচ্ছে। মুখে দিনে ক্রিম ও সানব্লক ব্যবহার করি। রাতে ক্রিমের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করি। কিন্তু সমস্যা থেকে মুক্তি মিলছে না। 
অবন্তিকা রায়, টাঙ্গাইল

বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।

প্রশ্ন: আমার ত্বক স্বাভাবিক। সাধারণত ব্রণ হয় না। কিন্তু শীতের শুরু থেকে ত্বকে দু-একটা করে ব্রণ বের হচ্ছে। কপালে বড় বড় ব্রণ হয়েছে। শক্ত হয়ে আছে ব্রণের ভেতরটা। আমি ভাজাপোড়া ও কোল্ড ড্রিংক একেবারেই খাচ্ছি না। একটু মানসিক চাপ যাচ্ছে। তবে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করছি। ব্রণ যাতে না হয়, সে ক্ষেত্রে কী করতে পারি?
নিশাত তামান্না, পঞ্চগড়

বায়োহাইড্রা বা ডিপক্লিনজিং ট্রিটমেন্ট করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে। সঙ্গে ডায়েট এবং খাবারের রুটিনে পরিবর্তন আনতে হবে।

ছবি: আজকের পত্রিকাপ্রশ্ন: ব্রণ প্রতিরোধে কী কী প্রাকৃতিক উপকরণ ত্বকে ব্যবহার করলে উপকার পাব?
শর্মিলা, ঢাকা 

ব্রণের কারণ আগে খুঁজে বের করতে হবে। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। নিমের ফেস প্যাক, নন অয়েলি ময়েশ্চারাইজার, ডিপ ক্লিনজিং ফেসওয়াশ প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন শোভন সাহা কসমেটোলজিস্ট শোভন মেকওভার

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত