নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুপুর গড়াতেই চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম অভিমুখে বাড়তে থাকে ভিড়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলে মানুষের স্রোত। সন্ধ্যা হতেই ড্রোন ক্যামেরায় দেখা যায়, স্টেডিয়ামের পুরোটা জুড়েই মানুষ আর মানুষ। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা ‘বিজয় কনসার্টে’ তারুণ্যের মিছিল ছিল এমনই। এতে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে গলা ছেড়ে গান গাইতে দেখা যায় তাঁদের। উচ্ছ্বাস ছিল প্রাণখোলা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে বাংলাদেশের নয়টি জনপ্রিয় ব্যান্ড গান পরিবেশন করে। করোনা মহামারির কারণে অনেক দিন ধরে বড় ধরনের কনসার্টের দেখা পাননি চট্টগ্রামের দর্শকেরা। স্বাভাবিকভাবেই দীর্ঘ বিরতির পর পাওয়া কনসার্ট উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি তরুণেরা। নগর তো বটেই, বিভিন্ন উপজেলা থেকে এসেও এই কনসার্টে যোগ দেন অনেকেই।
কনসার্টে ১৫ হাজার দর্শক বিনা মূল্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি দেড় হাজার আমন্ত্রিত অতিথির জন্য স্টেডিয়ামের ভেতর বসার ব্যবস্থা করা হয়। কিন্তু একপর্যায়ে দর্শকদের চাপে স্টেডিয়ামের নিরাপত্তাবেষ্টনী ভেঙে যায়। এ সময় মাঠের ভেতরে ঢুকে পড়েন হাজারো দর্শক। হুড়োহুড়িতে তিনজন আহত হওয়ার ঘটনাও ঘটে। এ কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে কনসার্ট বন্ধও ছিল।
তবে পরে আবার শুরু হয় কনসার্ট। এরপর মধ্যরাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখে অর্থহীন, শিরোনামহীন, ভাইকিংস, সোলস, ওয়ারফেজ, অ্যাভয়েডরাফা, আরভোভাইরাস, আর্টসেল ও তীরন্দাজের মতো ব্যান্ডের শিল্পীরা।
এমন কনসার্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দর্শকেরা। চট্টগ্রামের হাটহাজারী থেকে কনসার্ট দেখতে আসা তরুণ সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এত বড় কনসার্ট, একসঙ্গে এতগুলো জনপ্রিয় ব্যান্ড দলের গান জীবনে আর শুনিনি। আশা করছি প্রতি বছর বিজয় দিবসে এমন আয়োজন রাখা হবে।’
দুপুর গড়াতেই চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম অভিমুখে বাড়তে থাকে ভিড়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলে মানুষের স্রোত। সন্ধ্যা হতেই ড্রোন ক্যামেরায় দেখা যায়, স্টেডিয়ামের পুরোটা জুড়েই মানুষ আর মানুষ। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা ‘বিজয় কনসার্টে’ তারুণ্যের মিছিল ছিল এমনই। এতে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে গলা ছেড়ে গান গাইতে দেখা যায় তাঁদের। উচ্ছ্বাস ছিল প্রাণখোলা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে বাংলাদেশের নয়টি জনপ্রিয় ব্যান্ড গান পরিবেশন করে। করোনা মহামারির কারণে অনেক দিন ধরে বড় ধরনের কনসার্টের দেখা পাননি চট্টগ্রামের দর্শকেরা। স্বাভাবিকভাবেই দীর্ঘ বিরতির পর পাওয়া কনসার্ট উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি তরুণেরা। নগর তো বটেই, বিভিন্ন উপজেলা থেকে এসেও এই কনসার্টে যোগ দেন অনেকেই।
কনসার্টে ১৫ হাজার দর্শক বিনা মূল্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে গ্যালারিতে বসে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি দেড় হাজার আমন্ত্রিত অতিথির জন্য স্টেডিয়ামের ভেতর বসার ব্যবস্থা করা হয়। কিন্তু একপর্যায়ে দর্শকদের চাপে স্টেডিয়ামের নিরাপত্তাবেষ্টনী ভেঙে যায়। এ সময় মাঠের ভেতরে ঢুকে পড়েন হাজারো দর্শক। হুড়োহুড়িতে তিনজন আহত হওয়ার ঘটনাও ঘটে। এ কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে কনসার্ট বন্ধও ছিল।
তবে পরে আবার শুরু হয় কনসার্ট। এরপর মধ্যরাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখে অর্থহীন, শিরোনামহীন, ভাইকিংস, সোলস, ওয়ারফেজ, অ্যাভয়েডরাফা, আরভোভাইরাস, আর্টসেল ও তীরন্দাজের মতো ব্যান্ডের শিল্পীরা।
এমন কনসার্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান দর্শকেরা। চট্টগ্রামের হাটহাজারী থেকে কনসার্ট দেখতে আসা তরুণ সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এত বড় কনসার্ট, একসঙ্গে এতগুলো জনপ্রিয় ব্যান্ড দলের গান জীবনে আর শুনিনি। আশা করছি প্রতি বছর বিজয় দিবসে এমন আয়োজন রাখা হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে