ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
বৃষ্টি শেষ হলেও যশোরের ঝিকরগাছায় আলুচাষিদের শঙ্কা কাটেনি। অসময়ের বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় বপন করা বীজ আলু পচে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাঁদের। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যশোর বলছে বীজ আলু সহজেই পচনশীল। তিন দিন ধরে পানির নিচে থাকায় উপজেলার মাঠগুলোতে বপন করা অধিকাংশ বীজ আলু পচে গেছে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার উপজেলার বারবাকপুর মাঠে গিয়ে দেখা গেছে, কৃষক লাল্টু হোসেন খেতের পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তিনি বলেন, তিন দিন আগে টানা দুদিনের বৃষ্টিতে আলু খেতের পানি সরানো যায়নি। তাই এসব বীজ আলু অধিকাংশই পচে গেছে।’
একই গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, আমরা ১০ জন মিলে যশোর বিএডিসি থেকে বীজ আলু কিনে ৩৮ বিঘা জমিতে বপন করেছিলাম। বৃষ্টির আগেই বীজ বপন করা শেষ করেছিলাম। কিন্তু টানা বৃষ্টির পানিতে খেত ডুবে যাওয়ায় বীজ পচে গেছে।’
আজিজুর রহমান আরও বলেন, ‘গতকাল খেতে এসে বেশ খানিক জমিতে বপন করা বীজ উঠিয়ে দেখি, সেগুলো পচে মাটির সঙ্গে প্রায় মিশে গেছে। জমি, বীজ প্রস্তুত ও বীজ বপন করতে আমাদের মোট খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা। পুরো টাকায় নষ্ট হলো আমাদের। এ ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব না।’
আমিন উদ্দীন নামের আরেক কৃষক বলেন, ‘আমাদের এলাকায় আলুর ফলন বেশ ভালো হয়। এ মৌসুমে প্রতিবারই আলুর চাষ করি। এবারও দুই বিঘা জমিতে বীজ আলু বুনেছিলাম। বীজ বোনার তিন দিন পরেই বৃষ্টি শুরু হয়। খেত থেকে প্রতিদিন পানি সেচলেও বীজগুলোকে বাঁচাতে পারিনি। সব পচে গেছে।’
বিএডিসির বাইরেও অনেকে চাষি বীজ কিনে আলু চাষ করেছেন। তাঁদের মধ্যে একজন উপজেলার বল্লা গ্রামের দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমার দুই বিঘা জমির আলু পানিতে নষ্ট হয়েছে। আবার বীজ বুনতে হবে।’
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যশোরের বীজ আলু বিভাগের উপসহকারী পরিচালক শফিউদ্দিন সবুজ বলেন, ঝিকরগাছায় ৩৫ একর জমিতে বৃষ্টির আগে বীজ আলু লাগানো হয়েছে। টানা তিন দিনে বৃষ্টিতে উপজেলার মাঠগুলোতে পানি জমেছিল। আলুর খেতগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও টানা বৃষ্টিতে অধিকাংশ বীজ আলু নষ্ট হয়ে গেছে।’
শফিউদ্দিন সবুজ আরও বলেন, ‘যেসব খেতে চারা গজিয়েছে সেসব খেতের কিছু গাছ বাঁচবে। তবে যেসব খেতের বীজ চারা গজানোর আগে পানিতে ডুবে গেছে সেসব খেতের আলু নষ্ট হয়ে যাবে। এ হিসেবে ঝিকরগাছায় আমাদের অধিকাংশ আলুখেত নষ্ট হয়ে যাবে।’
বৃষ্টি শেষ হলেও যশোরের ঝিকরগাছায় আলুচাষিদের শঙ্কা কাটেনি। অসময়ের বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় বপন করা বীজ আলু পচে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাঁদের। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যশোর বলছে বীজ আলু সহজেই পচনশীল। তিন দিন ধরে পানির নিচে থাকায় উপজেলার মাঠগুলোতে বপন করা অধিকাংশ বীজ আলু পচে গেছে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার উপজেলার বারবাকপুর মাঠে গিয়ে দেখা গেছে, কৃষক লাল্টু হোসেন খেতের পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তিনি বলেন, তিন দিন আগে টানা দুদিনের বৃষ্টিতে আলু খেতের পানি সরানো যায়নি। তাই এসব বীজ আলু অধিকাংশই পচে গেছে।’
একই গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, আমরা ১০ জন মিলে যশোর বিএডিসি থেকে বীজ আলু কিনে ৩৮ বিঘা জমিতে বপন করেছিলাম। বৃষ্টির আগেই বীজ বপন করা শেষ করেছিলাম। কিন্তু টানা বৃষ্টির পানিতে খেত ডুবে যাওয়ায় বীজ পচে গেছে।’
আজিজুর রহমান আরও বলেন, ‘গতকাল খেতে এসে বেশ খানিক জমিতে বপন করা বীজ উঠিয়ে দেখি, সেগুলো পচে মাটির সঙ্গে প্রায় মিশে গেছে। জমি, বীজ প্রস্তুত ও বীজ বপন করতে আমাদের মোট খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা। পুরো টাকায় নষ্ট হলো আমাদের। এ ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব না।’
আমিন উদ্দীন নামের আরেক কৃষক বলেন, ‘আমাদের এলাকায় আলুর ফলন বেশ ভালো হয়। এ মৌসুমে প্রতিবারই আলুর চাষ করি। এবারও দুই বিঘা জমিতে বীজ আলু বুনেছিলাম। বীজ বোনার তিন দিন পরেই বৃষ্টি শুরু হয়। খেত থেকে প্রতিদিন পানি সেচলেও বীজগুলোকে বাঁচাতে পারিনি। সব পচে গেছে।’
বিএডিসির বাইরেও অনেকে চাষি বীজ কিনে আলু চাষ করেছেন। তাঁদের মধ্যে একজন উপজেলার বল্লা গ্রামের দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমার দুই বিঘা জমির আলু পানিতে নষ্ট হয়েছে। আবার বীজ বুনতে হবে।’
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), যশোরের বীজ আলু বিভাগের উপসহকারী পরিচালক শফিউদ্দিন সবুজ বলেন, ঝিকরগাছায় ৩৫ একর জমিতে বৃষ্টির আগে বীজ আলু লাগানো হয়েছে। টানা তিন দিনে বৃষ্টিতে উপজেলার মাঠগুলোতে পানি জমেছিল। আলুর খেতগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও টানা বৃষ্টিতে অধিকাংশ বীজ আলু নষ্ট হয়ে গেছে।’
শফিউদ্দিন সবুজ আরও বলেন, ‘যেসব খেতে চারা গজিয়েছে সেসব খেতের কিছু গাছ বাঁচবে। তবে যেসব খেতের বীজ চারা গজানোর আগে পানিতে ডুবে গেছে সেসব খেতের আলু নষ্ট হয়ে যাবে। এ হিসেবে ঝিকরগাছায় আমাদের অধিকাংশ আলুখেত নষ্ট হয়ে যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে