সম্পাদকীয়
আলবার্ট আইনস্টাইনের নাম শুনলেই মনে হয়, আবিষ্কারের নেশায় মগ্ন এক মানুষ তিনি। বিজ্ঞান ছাড়া আর কোনো দিকেই বুঝি নজর নেই তাঁর। কিন্তু মূলত তাঁর জীবনে এত বেশি হাস্যকর ঘটনা ঘটেছে, যার বর্ণনা দেওয়া হলে তাঁকে একজন আত্মভোলা মানুষ বলে মনে হতে পারে।
অনেকেই জানেন, চার্লি চ্যাপলিনের সিনেমা খুব প্রিয় ছিল আইনস্টাইনের। তিনি চ্যাপলিনের ছবিগুলো রীতিমতো গিলতেন। তো একবার ‘গোল্ড রাশ’ ছবিটি দেখার পর আইনস্টাইন চার্লি চ্যাপলিনকে চিঠি লিখলেন, ‘আপনার সিনেমা “গোল্ড রাশ” পৃথিবীর সবার ভালো লেগেছে, আপনি একজন মহান মানুষ হিসেবে পরিগণিত হবেন।’
উত্তরে চার্লি চ্যাপলিন লিখলেন, ‘আপনার আপেক্ষিকতা তত্ত্ব কেউ বোঝে না, অথচ তা দিয়েই আপনি এরই মধ্যে মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন।’ রসিকতায় চার্লিকে ছাপিয়ে যাওয়া যাবে না, সে তো জানা কথা। কিন্তু আইনস্টাইনের ক্লাসে যদি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আসে, ‘কীভাবে বড় বড় আবিষ্কারগুলো করা হয়?’
আইনস্টাইন মুহূর্তমাত্র না ভেবে বলবেন, ‘খুব সহজ কথা। সবাই জানে, এই বিষয়ে নতুন কিছুই করা যাবে না। কিন্তু হঠাৎ করে কোনো এক উন্মাদের জন্ম হয়, যে জানে না যে এই বিষয়ে কিছু করা যাবে না। সে সেটা জানে না বলেই আবিষ্কারটা করে ফেলে।’
একজন নতুন শিক্ষকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আইনস্টাইনের। তিনি তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বললেন, ‘আজ সন্ধ্যায় চলে আসুন। আমার বাড়িতে আজ অধ্যাপক স্টিমসন আসবেন।’
অবাক হয়ে ভদ্রলোক বললেন, ‘আরে আমিই তো স্টিমসন!’
‘তাতে কিছু আসে যায় না। স্টিমসন আসুক আর না–ই আসুক, আপনি আসবেন!’
এক সুন্দরী রমণী আইনস্টাইনকে বললেন, ‘আপনি কিন্তু আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর হলো ৩৬–৩৬১–১৪৪। কী মনে থাকবে তো?’
আইনস্টাইন জবাব দিলেন, ‘থাকবে।’
‘বলুন তো, আমার ফোন নম্বর কত?’
খানিক ভেবে আইনস্টাইন বললেন, ‘মনে আছে। তিন ডজন, ১৯ আর ১২ স্কয়্যার।’
সূত্র: ইজব্রান্নোয়ে ডট কম
আলবার্ট আইনস্টাইনের নাম শুনলেই মনে হয়, আবিষ্কারের নেশায় মগ্ন এক মানুষ তিনি। বিজ্ঞান ছাড়া আর কোনো দিকেই বুঝি নজর নেই তাঁর। কিন্তু মূলত তাঁর জীবনে এত বেশি হাস্যকর ঘটনা ঘটেছে, যার বর্ণনা দেওয়া হলে তাঁকে একজন আত্মভোলা মানুষ বলে মনে হতে পারে।
অনেকেই জানেন, চার্লি চ্যাপলিনের সিনেমা খুব প্রিয় ছিল আইনস্টাইনের। তিনি চ্যাপলিনের ছবিগুলো রীতিমতো গিলতেন। তো একবার ‘গোল্ড রাশ’ ছবিটি দেখার পর আইনস্টাইন চার্লি চ্যাপলিনকে চিঠি লিখলেন, ‘আপনার সিনেমা “গোল্ড রাশ” পৃথিবীর সবার ভালো লেগেছে, আপনি একজন মহান মানুষ হিসেবে পরিগণিত হবেন।’
উত্তরে চার্লি চ্যাপলিন লিখলেন, ‘আপনার আপেক্ষিকতা তত্ত্ব কেউ বোঝে না, অথচ তা দিয়েই আপনি এরই মধ্যে মহান ব্যক্তিতে পরিণত হয়েছেন।’ রসিকতায় চার্লিকে ছাপিয়ে যাওয়া যাবে না, সে তো জানা কথা। কিন্তু আইনস্টাইনের ক্লাসে যদি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন আসে, ‘কীভাবে বড় বড় আবিষ্কারগুলো করা হয়?’
আইনস্টাইন মুহূর্তমাত্র না ভেবে বলবেন, ‘খুব সহজ কথা। সবাই জানে, এই বিষয়ে নতুন কিছুই করা যাবে না। কিন্তু হঠাৎ করে কোনো এক উন্মাদের জন্ম হয়, যে জানে না যে এই বিষয়ে কিছু করা যাবে না। সে সেটা জানে না বলেই আবিষ্কারটা করে ফেলে।’
একজন নতুন শিক্ষকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আইনস্টাইনের। তিনি তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বললেন, ‘আজ সন্ধ্যায় চলে আসুন। আমার বাড়িতে আজ অধ্যাপক স্টিমসন আসবেন।’
অবাক হয়ে ভদ্রলোক বললেন, ‘আরে আমিই তো স্টিমসন!’
‘তাতে কিছু আসে যায় না। স্টিমসন আসুক আর না–ই আসুক, আপনি আসবেন!’
এক সুন্দরী রমণী আইনস্টাইনকে বললেন, ‘আপনি কিন্তু আমাকে ফোন করবেন। আমার ফোন নম্বর হলো ৩৬–৩৬১–১৪৪। কী মনে থাকবে তো?’
আইনস্টাইন জবাব দিলেন, ‘থাকবে।’
‘বলুন তো, আমার ফোন নম্বর কত?’
খানিক ভেবে আইনস্টাইন বললেন, ‘মনে আছে। তিন ডজন, ১৯ আর ১২ স্কয়্যার।’
সূত্র: ইজব্রান্নোয়ে ডট কম
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে