ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদারের মেয়াদ শেষ হয়েছে ২৭ সেপ্টেম্বর। তিনি পুনর্নিয়োগ পাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত। তাই শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সিকৃবির ভিসি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে নিজেদের সিভি জমা দিয়েছেন।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, উপাচার্য হওয়ার দৌড়ে আছেন বিশ্ববিদ্যালয়ের চারজনসহ মোট পাঁচজন অধ্যাপক। তাঁরা হলেন বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিকস ডিসিপ্লিনের শিক্ষক, গবেষক ও আইবিজিই-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক (গ্রেড-১) ড. মো. তোফাজ্জল ইসলাম, সিকৃবির সিন্ডিকেট সদস্য ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন) সভাপতি ও ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রিসার্চ সিস্টেমের পরিচালক এবং এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসমিতির সাবেক সম্পাদক-সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।
আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে পাঁচজনই আগ্রহ প্রকাশ করে বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব পেলে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলবেন। সিকৃবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি গবেষণা ও কৃষিতে লিডিং পর্যায়ে নেওয়ার চেষ্টার করবেন তাঁরা।
সিকৃবি, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচজনের মধ্যে এগিয়ে রয়েছেন ড. মো. তোফাজ্জল ইসলাম। তিনি মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিকস ক্যাটাগরিতে বাংলাদেশি বিজ্ঞানীদের মধ্যে প্রথম। ড. তোফাজ্জল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী। এ পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তাঁর ২৫০-এর অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তাঁর বর্তমান সাইটেশনের সংখ্যা ৪৬৮৩।
ড. তোফাজ্জলসহ চারজনের একটি ফাইল শিক্ষামন্ত্রীর টেবিলে প্রেরণ করা হয়েছে। আজ রোববার তাঁদের মধ্য থেকে তিনজনের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সর্বশেষ যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সিকৃবির ষষ্ঠ ভিসি নিয়োগ দেবেন।
বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক , বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মো. আবু বকর ছিদ্দীক গতকাল বলেন, ‘দুটি নিয়োগের প্রক্রিয়া চলছে। শিগগিরই আমরা আপাতত ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেব। আর স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়াও চলমান, তবে একটু সময় লাগবে।’
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদারের মেয়াদ শেষ হয়েছে ২৭ সেপ্টেম্বর। তিনি পুনর্নিয়োগ পাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত। তাই শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সিকৃবির ভিসি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে নিজেদের সিভি জমা দিয়েছেন।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, উপাচার্য হওয়ার দৌড়ে আছেন বিশ্ববিদ্যালয়ের চারজনসহ মোট পাঁচজন অধ্যাপক। তাঁরা হলেন বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিকস ডিসিপ্লিনের শিক্ষক, গবেষক ও আইবিজিই-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক (গ্রেড-১) ড. মো. তোফাজ্জল ইসলাম, সিকৃবির সিন্ডিকেট সদস্য ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন) সভাপতি ও ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রিসার্চ সিস্টেমের পরিচালক এবং এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসমিতির সাবেক সম্পাদক-সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।
আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে পাঁচজনই আগ্রহ প্রকাশ করে বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব পেলে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলবেন। সিকৃবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি গবেষণা ও কৃষিতে লিডিং পর্যায়ে নেওয়ার চেষ্টার করবেন তাঁরা।
সিকৃবি, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচজনের মধ্যে এগিয়ে রয়েছেন ড. মো. তোফাজ্জল ইসলাম। তিনি মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিকস ক্যাটাগরিতে বাংলাদেশি বিজ্ঞানীদের মধ্যে প্রথম। ড. তোফাজ্জল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী। এ পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তাঁর ২৫০-এর অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তাঁর বর্তমান সাইটেশনের সংখ্যা ৪৬৮৩।
ড. তোফাজ্জলসহ চারজনের একটি ফাইল শিক্ষামন্ত্রীর টেবিলে প্রেরণ করা হয়েছে। আজ রোববার তাঁদের মধ্য থেকে তিনজনের ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সর্বশেষ যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সিকৃবির ষষ্ঠ ভিসি নিয়োগ দেবেন।
বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক , বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মো. আবু বকর ছিদ্দীক গতকাল বলেন, ‘দুটি নিয়োগের প্রক্রিয়া চলছে। শিগগিরই আমরা আপাতত ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেব। আর স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়াও চলমান, তবে একটু সময় লাগবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে