শরিফুল ইসলাম তনয়, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের তীব্র সংকট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতে চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও গ্যাসের চাপ কম থাকায় সারা দিন চুলা মিটমিট করে জ্বলে। অনেকে হোটেল থেকে খাবার কিনে আনছেন। আবার অনেকে গ্যাস বিল দেওয়ার পরেও বাধ্য হয়ে ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার। এতে সংসারে বেড়েছে খরচ।
গতকাল সিদ্ধিরগঞ্জের সানারপাড়, মৌচাক, মুক্তিনগর, মাদানিনগর, পাইনাদী নতুন মহল্লা, মিজমিজি কান্দাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের এ সংকট দেখা গেছে। গ্যাস-সংকটের প্রভাব শুধু পরিবারগুলোর মধ্যেই পড়ছে না, দূরদূরান্ত থেকে সিদ্ধিরগঞ্জে আসা শিক্ষার্থী ও চাকরিজীবী ব্যাচেলররা পড়েছেন আরও ভোগান্তিতে। গ্যাস-সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যেতে পারছেন না তাঁরা।
কথা হয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা আব্দুল ওয়াদুদের সঙ্গে। তিনি বলেন, নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে আমরা মানববন্ধন করেছিলাম। পাশাপাশি তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের এমডি বরাবর স্মারকলিপিও দিয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন গ্যাস আসবে, কিন্তু এখনো পর্যন্ত গ্যাস আসে নাই।’
সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার গৃহিণী রুমি বেগম বলেন, ‘আমার দুই ছেলে। একজন স্কুলে পড়ে। গ্যাস না থাকায় তাদের নাশতা বা দুপুরে টিফিন রান্না করে দিতে পারি না। তাদের বাইরে খেতে হয়। কিছুদিন আগেও অল্প অল্প গ্যাস আসত। এখন তাও আসে না। বাধ্য হয়ে সিলিন্ডার কিনেছি। বিল দিয়েও যদি গ্যাস না পাই তাহলে বিল না নিক।’
পাইনাদি নতুন মহল্লা এলাকার মনোয়ারা নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আক্ষেপের সুরে বলেন, ‘গ্যাস না থাকায় আমরা ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছি না। আমার নাতিদের অসুখ হয়ে গেছে। আমি ২২ বছর ধরে এই মহল্লায় বসবাস করছি, কখনো এমন কষ্ট করি নাই। আজ পাঁচ-ছয় দিন হয়েছে গ্যাসের কোনো চিহ্ন নাই। প্রতিদিন কেরোসিন কিনতে হচ্ছে। এই মহল্লার সবাই কষ্টে দিন কাটাচ্ছে। আমরা না হয় ১০০ টাকা দিয়ে তেল কিনে আনব, কিন্তু গরিবেরা কী করবে।’
একটি সামাজিক সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম ইমেল বলেন, শহরের মানুষ গ্যাসের চুলায় রান্না করতে অভ্যস্ত। গ্যাসের সংকট থাকায় গৃহিণীরা ভোগান্তিতে পড়েছেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ বলেন, ‘গ্যাসসংকটের কারণে মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। বিশেষ করে যারা মেসে থাকি তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ছে।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শাকির আহমেদ বলেন, ‘শুধু নারায়ণগঞ্জ না, পুরো বাংলাদেশেরই একই অবস্থা। জ্বালানি-সংকটের কারণে মূলত এই সমস্যাটি হচ্ছে। দেশের ৬১ শতাংশ বিদ্যুৎ গ্যাস থেকে হয়।
এখন স্বাভাবিকভাবে জ্বালানি-সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য তাদের বেশি গ্যাস দিতে হচ্ছে। ফলে এই চাপটা চলে এসেছে গ্যাসের গ্রাহকদের ওপর। চলতি মাসের মধ্যেই এই অবস্থা স্বাভাবিক হবে আমরা শুনেছি।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের তীব্র সংকট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতে চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও গ্যাসের চাপ কম থাকায় সারা দিন চুলা মিটমিট করে জ্বলে। অনেকে হোটেল থেকে খাবার কিনে আনছেন। আবার অনেকে গ্যাস বিল দেওয়ার পরেও বাধ্য হয়ে ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার। এতে সংসারে বেড়েছে খরচ।
গতকাল সিদ্ধিরগঞ্জের সানারপাড়, মৌচাক, মুক্তিনগর, মাদানিনগর, পাইনাদী নতুন মহল্লা, মিজমিজি কান্দাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের এ সংকট দেখা গেছে। গ্যাস-সংকটের প্রভাব শুধু পরিবারগুলোর মধ্যেই পড়ছে না, দূরদূরান্ত থেকে সিদ্ধিরগঞ্জে আসা শিক্ষার্থী ও চাকরিজীবী ব্যাচেলররা পড়েছেন আরও ভোগান্তিতে। গ্যাস-সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যেতে পারছেন না তাঁরা।
কথা হয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা আব্দুল ওয়াদুদের সঙ্গে। তিনি বলেন, নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে আমরা মানববন্ধন করেছিলাম। পাশাপাশি তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের এমডি বরাবর স্মারকলিপিও দিয়েছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন গ্যাস আসবে, কিন্তু এখনো পর্যন্ত গ্যাস আসে নাই।’
সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার গৃহিণী রুমি বেগম বলেন, ‘আমার দুই ছেলে। একজন স্কুলে পড়ে। গ্যাস না থাকায় তাদের নাশতা বা দুপুরে টিফিন রান্না করে দিতে পারি না। তাদের বাইরে খেতে হয়। কিছুদিন আগেও অল্প অল্প গ্যাস আসত। এখন তাও আসে না। বাধ্য হয়ে সিলিন্ডার কিনেছি। বিল দিয়েও যদি গ্যাস না পাই তাহলে বিল না নিক।’
পাইনাদি নতুন মহল্লা এলাকার মনোয়ারা নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আক্ষেপের সুরে বলেন, ‘গ্যাস না থাকায় আমরা ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছি না। আমার নাতিদের অসুখ হয়ে গেছে। আমি ২২ বছর ধরে এই মহল্লায় বসবাস করছি, কখনো এমন কষ্ট করি নাই। আজ পাঁচ-ছয় দিন হয়েছে গ্যাসের কোনো চিহ্ন নাই। প্রতিদিন কেরোসিন কিনতে হচ্ছে। এই মহল্লার সবাই কষ্টে দিন কাটাচ্ছে। আমরা না হয় ১০০ টাকা দিয়ে তেল কিনে আনব, কিন্তু গরিবেরা কী করবে।’
একটি সামাজিক সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম ইমেল বলেন, শহরের মানুষ গ্যাসের চুলায় রান্না করতে অভ্যস্ত। গ্যাসের সংকট থাকায় গৃহিণীরা ভোগান্তিতে পড়েছেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ বলেন, ‘গ্যাসসংকটের কারণে মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। বিশেষ করে যারা মেসে থাকি তাদের অবস্থা আরও করুণ হয়ে পড়ছে।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শাকির আহমেদ বলেন, ‘শুধু নারায়ণগঞ্জ না, পুরো বাংলাদেশেরই একই অবস্থা। জ্বালানি-সংকটের কারণে মূলত এই সমস্যাটি হচ্ছে। দেশের ৬১ শতাংশ বিদ্যুৎ গ্যাস থেকে হয়।
এখন স্বাভাবিকভাবে জ্বালানি-সংকটের কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য তাদের বেশি গ্যাস দিতে হচ্ছে। ফলে এই চাপটা চলে এসেছে গ্যাসের গ্রাহকদের ওপর। চলতি মাসের মধ্যেই এই অবস্থা স্বাভাবিক হবে আমরা শুনেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে