মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
নির্বাচনে অনিয়মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়লাভ করেন মো. কামরুজ্জামান মোল্লা। কিন্তু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে মিজানুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। মিজানুর রহমান আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনের প্রকৃত ফলাফলে আমি বিজয়ী হয়েছি। কিন্তু চক্রান্ত করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার সময় প্রভাব বিস্তার করে ব্যাপক অনিয়ম করেছেন কামরুজ্জামান মোল্লা। বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল সিট আমাকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বরং অসাধু উপায়ে প্রভাব বিস্তার করে ফলাফল পরিবর্তন করে ঘোষণা দেন। এসব বিষয়ে অভিযোগ করে পুনরায় ভোট গণনা করে ফলাফল ঘোষণার জন্য আদালতের আদেশ চেয়েছি আমি।’
মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লাকে এই অভিযোগের জবাব দিতে আদেশ দেন আদালত।
আদালতের শোকজ আদেশ ও অভিযোগের বিষয়ে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো আদালতের আদেশ পাইনি। নির্বাচনের অনিয়মের অভিযোগটি সঠিক নয়।’
প্রসঙ্গত, ১১ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কামরুজ্জামান শপথ গ্রহণ করেন।
নির্বাচনে অনিয়মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর উপজেলার ১ নম্বর নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জয়লাভ করেন মো. কামরুজ্জামান মোল্লা। কিন্তু নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে মিজানুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। মিজানুর রহমান আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনের প্রকৃত ফলাফলে আমি বিজয়ী হয়েছি। কিন্তু চক্রান্ত করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার সময় প্রভাব বিস্তার করে ব্যাপক অনিয়ম করেছেন কামরুজ্জামান মোল্লা। বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল সিট আমাকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বরং অসাধু উপায়ে প্রভাব বিস্তার করে ফলাফল পরিবর্তন করে ঘোষণা দেন। এসব বিষয়ে অভিযোগ করে পুনরায় ভোট গণনা করে ফলাফল ঘোষণার জন্য আদালতের আদেশ চেয়েছি আমি।’
মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লাকে এই অভিযোগের জবাব দিতে আদেশ দেন আদালত।
আদালতের শোকজ আদেশ ও অভিযোগের বিষয়ে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো আদালতের আদেশ পাইনি। নির্বাচনের অনিয়মের অভিযোগটি সঠিক নয়।’
প্রসঙ্গত, ১১ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কামরুজ্জামান শপথ গ্রহণ করেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে