ফয়সাল পারভেজ, মাগুরা
‘সয়াবিন তেল এক সপ্তাহে ১০ টাকা লিটারে বেড়ে এখন ১৭০ টাকা। মান যেগুলো কম তাও ১৬০ টাকা। পাম অয়েল ১৫০ টাকা লিটার। ছয়জনের সংসারে এমনিতেই বাজারে দিশেহারা। এরপর তেলের দাম হু হু করে বাড়ছে। তাই চার দিন তেল ছাড়া খাবার খাই আমরা। ভ্যান চালাতে থাকি কিন্তু এই কথা বললে কেউ ভাড়া বেশি দিতে চান না। সবাই কন, তাঁদেরও নাকি বাজার করা নিয়ে ঝামেলা আছে।’
কথাগুলো বলছিলেন মাগুরার পুরাতন বাজারের ক্রেতা ভ্যানচালক কাসেম। এ সময় কথা হয় আরেক ক্রেতা সেলিম হোসেনের সঙ্গে। তিনি কাসেমের কথা ধরে বলেন, ‘তিনি ভ্যান চালায়, ভাড়া মারে। কোনো দিন কম বা বেশি পান। কিন্তু আমার তো বেতনই ৬ হাজার টাকা।’
সেলিম বলেন, ‘চাল কিনলে কেজি ৬০ টাকা। তেল কিনি এক পোয়া। তরকারি কিনলে ৬০ টাকা কেজি ছাড়া নেই। মাছ কিনারর সাহস পাই না। মেয়েটা কত দিন বলছে বাবা রুই মাছ আনবা আর লাউ। এখন রুই মাছ ৩০০ টাকা কেজি। সামান্য আয়ে তেল, চাল আর তরকারি কিনতে গেলে আর বাজার হয় না।’
মাগুরা কাঁচা বাজারে অবস্থা সারা দেশের মতোই। কোনো কিছুর দাম কমছে না। ফলে যাঁরা নিম্ন আয়ের মানুষ তাঁরা পড়েছেন বিপাকে। বাজারে আসছেন ছোট ব্যাগ নিয়ে বের হচ্ছেন কোনো জরুরি জিনিস না কিনেই। তাঁদের প্রশ্ন কেন তেল, ময়দা, আটা, চাল ও চিনি থেকে শুরু করে সব জিনিসের দাম দফায় দফায় বাড়ছে। সরকার কেন এটি নিয়ন্ত্রণ করছে না।
শাহানা খাতুন করেন কাগজের ঠোঙা বানানোর কাজ। এসেছেন গতকাল সোমবার পুরাতন বড় বাজারে তা বিক্রি করতে। কেজি হিসেবে যেখানে এই কাগজের ঠোঙা বিক্রি হতো ৬০ টাকা সেখানে ৭০ টাকা বিক্রি না করলে বাজার করা মুশকিল। কিন্তু মুড়ির দোকানিরা তা নিচ্ছেন না।
এ নারী বলেন, ‘সব জিনিসের দাম বেড়েছে। আগের দামে ঠোঙা বিক্রি করলে আমার লাভ হবে না। আমার বাজার করতে হবে। বাড়িতে মেয়ে জামাই এসেছেন কিছু না হলেও একটা মুরগি কিনতে হবে। কিন্তু মুরগি এখন ২৮০ টাকা কেজি। ঘরে চিনিও নাই যে কিছু বানিয়ে জামাই মেয়েকে খাওয়াব। চিনি তো ৯০ টাকা কেজি। দুই মাস আগেও এটা ৬০ টাকা কেজিতে ছিল।’
পুরাতন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, মানুষের কাছে তেমন পয়সা নেই। যাঁদের আয় অল্প তাঁরা দোকানে আসে হতাশ হন দাম শুনে। কিন্তু আমরা কি করব।
সরেজমিন জেলার নতুন বাজার, পুরাতন, ভায়না, পুলিশ লাইন, রামনগর, ইছাখাদা বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল আর তেলই নয়, চিনি, মসলা, আটা, ময়দা, মুড়ি, চিরা, কাচা সবজি, মাছের দাম বেড়েছে।
‘সয়াবিন তেল এক সপ্তাহে ১০ টাকা লিটারে বেড়ে এখন ১৭০ টাকা। মান যেগুলো কম তাও ১৬০ টাকা। পাম অয়েল ১৫০ টাকা লিটার। ছয়জনের সংসারে এমনিতেই বাজারে দিশেহারা। এরপর তেলের দাম হু হু করে বাড়ছে। তাই চার দিন তেল ছাড়া খাবার খাই আমরা। ভ্যান চালাতে থাকি কিন্তু এই কথা বললে কেউ ভাড়া বেশি দিতে চান না। সবাই কন, তাঁদেরও নাকি বাজার করা নিয়ে ঝামেলা আছে।’
কথাগুলো বলছিলেন মাগুরার পুরাতন বাজারের ক্রেতা ভ্যানচালক কাসেম। এ সময় কথা হয় আরেক ক্রেতা সেলিম হোসেনের সঙ্গে। তিনি কাসেমের কথা ধরে বলেন, ‘তিনি ভ্যান চালায়, ভাড়া মারে। কোনো দিন কম বা বেশি পান। কিন্তু আমার তো বেতনই ৬ হাজার টাকা।’
সেলিম বলেন, ‘চাল কিনলে কেজি ৬০ টাকা। তেল কিনি এক পোয়া। তরকারি কিনলে ৬০ টাকা কেজি ছাড়া নেই। মাছ কিনারর সাহস পাই না। মেয়েটা কত দিন বলছে বাবা রুই মাছ আনবা আর লাউ। এখন রুই মাছ ৩০০ টাকা কেজি। সামান্য আয়ে তেল, চাল আর তরকারি কিনতে গেলে আর বাজার হয় না।’
মাগুরা কাঁচা বাজারে অবস্থা সারা দেশের মতোই। কোনো কিছুর দাম কমছে না। ফলে যাঁরা নিম্ন আয়ের মানুষ তাঁরা পড়েছেন বিপাকে। বাজারে আসছেন ছোট ব্যাগ নিয়ে বের হচ্ছেন কোনো জরুরি জিনিস না কিনেই। তাঁদের প্রশ্ন কেন তেল, ময়দা, আটা, চাল ও চিনি থেকে শুরু করে সব জিনিসের দাম দফায় দফায় বাড়ছে। সরকার কেন এটি নিয়ন্ত্রণ করছে না।
শাহানা খাতুন করেন কাগজের ঠোঙা বানানোর কাজ। এসেছেন গতকাল সোমবার পুরাতন বড় বাজারে তা বিক্রি করতে। কেজি হিসেবে যেখানে এই কাগজের ঠোঙা বিক্রি হতো ৬০ টাকা সেখানে ৭০ টাকা বিক্রি না করলে বাজার করা মুশকিল। কিন্তু মুড়ির দোকানিরা তা নিচ্ছেন না।
এ নারী বলেন, ‘সব জিনিসের দাম বেড়েছে। আগের দামে ঠোঙা বিক্রি করলে আমার লাভ হবে না। আমার বাজার করতে হবে। বাড়িতে মেয়ে জামাই এসেছেন কিছু না হলেও একটা মুরগি কিনতে হবে। কিন্তু মুরগি এখন ২৮০ টাকা কেজি। ঘরে চিনিও নাই যে কিছু বানিয়ে জামাই মেয়েকে খাওয়াব। চিনি তো ৯০ টাকা কেজি। দুই মাস আগেও এটা ৬০ টাকা কেজিতে ছিল।’
পুরাতন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, মানুষের কাছে তেমন পয়সা নেই। যাঁদের আয় অল্প তাঁরা দোকানে আসে হতাশ হন দাম শুনে। কিন্তু আমরা কি করব।
সরেজমিন জেলার নতুন বাজার, পুরাতন, ভায়না, পুলিশ লাইন, রামনগর, ইছাখাদা বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল আর তেলই নয়, চিনি, মসলা, আটা, ময়দা, মুড়ি, চিরা, কাচা সবজি, মাছের দাম বেড়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে