নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটির পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন তাঁরা। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নিশ্চয়তা না পেলে পরীক্ষার হলে ফিরবেন না তাঁরা। অন্যদিকে, চলমান আন্দোলনের ফলে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে আসন্ন একাডেমিক ও আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার দুপুরে বুয়েটে গিয়ে দেখা যায়, ঈদ ও নববর্ষ মিলিয়ে ১৩ দিন ছুটির পর আনুষ্ঠানিকভাবে বুয়েট ক্যাম্পাস খুললেও ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের আনাগোনা। এদিন ২১তম ব্যাচের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবারের পরীক্ষায় ব্যাচের ১ হাজার ২৭৯ জনের মধ্যে মাত্র ৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাঁদের ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত ২৭ মার্চ মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়াকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ৬ দফা দাবি জানান তাঁরা। জানা গেছে, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয়ে কেউ কিছু না বললেও ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের দাবি এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত মঙ্গলবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসন্ন একাডেমিক ও আইনি চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান। তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন আমাদের ওপর আস্থা রাখে। বর্তমান প্রশাসনের কাছে শিক্ষার্থীরা যখনই অভিযোগ জানিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আদালতের আদেশ বুয়েট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো হাতে পায়নি। আদালত আদেশে কী জানতে চান, সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।’
অধ্যাপক আব্দুল জব্বার খান আরও বলেন, ‘আইনি প্রক্রিয়ার বাইরে থাকার কোনো সুযোগ নেই।’ ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর সাংগঠনিক রাজনীতি বন্ধের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল, বর্তমান প্রশাসন সেই বিজ্ঞপ্তির পক্ষেই অবস্থান নেবে বলেই জানান তিনি।
আইনি প্রক্রিয়া প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটা পক্ষ হিসেবে আইনি প্রক্রিয়ায় যাবে, আমরা শিক্ষার্থীদের জানিয়েছি, তারাও যেন পক্ষভুক্ত হয়। তারা যদি তাদের পছন্দের আইনজীবী নিয়ে পক্ষভুক্ত হতে চায়, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।’ সাবেক শিক্ষার্থীদেরও আইনি লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য এ সময় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আহ্বান জানাই, তারা যেন ১৯ তারিখে পরীক্ষায় অংশ নেয়। সেটাতে না হলে ২২ তারিখে যেন নেয়। আগামী ৮ তারিখ পর্যন্ত আমরা আহ্বান জানিয়ে যাব।’
ঈদের ছুটির পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আনুষ্ঠানিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন তাঁরা। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নিশ্চয়তা না পেলে পরীক্ষার হলে ফিরবেন না তাঁরা। অন্যদিকে, চলমান আন্দোলনের ফলে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে আসন্ন একাডেমিক ও আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার দুপুরে বুয়েটে গিয়ে দেখা যায়, ঈদ ও নববর্ষ মিলিয়ে ১৩ দিন ছুটির পর আনুষ্ঠানিকভাবে বুয়েট ক্যাম্পাস খুললেও ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের আনাগোনা। এদিন ২১তম ব্যাচের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবারের পরীক্ষায় ব্যাচের ১ হাজার ২৭৯ জনের মধ্যে মাত্র ৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাঁদের ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
গত ২৭ মার্চ মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়াকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ৬ দফা দাবি জানান তাঁরা। জানা গেছে, এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয়ে কেউ কিছু না বললেও ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের দাবি এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত মঙ্গলবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসন্ন একাডেমিক ও আইনি চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান। তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন, ‘ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন আমাদের ওপর আস্থা রাখে। বর্তমান প্রশাসনের কাছে শিক্ষার্থীরা যখনই অভিযোগ জানিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আদালতের আদেশ বুয়েট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো হাতে পায়নি। আদালত আদেশে কী জানতে চান, সেই অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।’
অধ্যাপক আব্দুল জব্বার খান আরও বলেন, ‘আইনি প্রক্রিয়ার বাইরে থাকার কোনো সুযোগ নেই।’ ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর সাংগঠনিক রাজনীতি বন্ধের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল, বর্তমান প্রশাসন সেই বিজ্ঞপ্তির পক্ষেই অবস্থান নেবে বলেই জানান তিনি।
আইনি প্রক্রিয়া প্রসঙ্গে উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটা পক্ষ হিসেবে আইনি প্রক্রিয়ায় যাবে, আমরা শিক্ষার্থীদের জানিয়েছি, তারাও যেন পক্ষভুক্ত হয়। তারা যদি তাদের পছন্দের আইনজীবী নিয়ে পক্ষভুক্ত হতে চায়, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।’ সাবেক শিক্ষার্থীদেরও আইনি লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য এ সময় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আহ্বান জানাই, তারা যেন ১৯ তারিখে পরীক্ষায় অংশ নেয়। সেটাতে না হলে ২২ তারিখে যেন নেয়। আগামী ৮ তারিখ পর্যন্ত আমরা আহ্বান জানিয়ে যাব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে