ভাষার দাবিতে বঙ্গবন্ধুই প্রথম গ্রেপ্তার হন

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৪৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. নূরুর রহমান খান। কে এম খালিদ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। ভারত বিভক্তির পর তদানীন্তন পূর্ব পাকিস্তান তথা পুরো পাকিস্তানের হিসেবে প্রথম রাজবন্দী ছিলেন বঙ্গবন্ধু। তিনিই প্রথম ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তখনকার সচিবালয়ের সামনে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

সভাপতির বক্তব্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শাস্ত্র ও রাষ্ট্রের সর্বত্র বাংলা ভাষার প্রচলন। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর সে স্বপ্ন সারা পৃথিবীর স্বপ্ন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত