ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ৪২৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। এখনো অবশ্য ইংলিশরা পিছিয়ে আছে ৫৮ রানে। ব্যাট হাতে ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন অধিনায়ক জো রুট ও ডেভিড মালান।
২৭৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। দলীয় ২৩ রানে ররি বার্নসের (১৩) উইকেট হারায় ইংলিশরা। এরপর ৬১ রানে হাসিব হামিদও (২৭) ফিরে গেলে আবার উঁকি দেয় বিপর্যয়ের শঙ্কা। তবে এরপরই প্রতিরোধ গড়ে তোলেন মালান ও রুট। স্বাগতিক বোলারদের নিরাশ করে ইংল্যান্ডকে টেনে নেন তাঁরা। এর মাঝে একাধিক নতুন মাইলফলকও গড়েন রুট।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানে রুটের অবস্থান এখন ৮ নম্বরে। এখনো সুযোগ আছে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারদের ছাড়িয়ে আরও ওপরে উঠে আসার। তবে ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে রান করায় এখন সবার ওপরেই আছেন রুট। পাশাপাশি ২০২১ সালে রান সংগ্রহে নিজের অবস্থানটা আরও সুদৃঢ় করেছেন তিনি। এই সব মাইলফলক গড়ার পথে ব্রিসবেনে দলকে লড়াইয়েও ফিরিয়েছেন তিনি। মালানকে সঙ্গে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫৯ রানের জুটি। দুজনেই এখন আছেন সেঞ্চুরির অপেক্ষায়। রুট অপরাজিত আছেন ৮৬ রানে, মালান ৮০ রানে। হতাশার দিনে অস্ট্রেলিয়ার হয়ে উইকেট দুটি নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
এর আগে ৭ উইকেটে ৩৪৩ রানে দিন শুরু করেন দুই অপরাজিত অজি ব্যাটার ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক। ৩৯১ রানে স্টার্কের (৩৫) বিদায়ে ভাঙে এ জুটি। ১৫ রান করে আউট হন নাথান লায়ন। আর শেষ ব্যাটার হিসেবে ফেরেন ১৫২ রান করা হেড। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও ওলি রবিনসন নিয়েছেন ৩টি করে উইকেট।
ব্রিসবেনে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ৪২৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। এখনো অবশ্য ইংলিশরা পিছিয়ে আছে ৫৮ রানে। ব্যাট হাতে ইংল্যান্ডকে পথ দেখাচ্ছেন অধিনায়ক জো রুট ও ডেভিড মালান।
২৭৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। দলীয় ২৩ রানে ররি বার্নসের (১৩) উইকেট হারায় ইংলিশরা। এরপর ৬১ রানে হাসিব হামিদও (২৭) ফিরে গেলে আবার উঁকি দেয় বিপর্যয়ের শঙ্কা। তবে এরপরই প্রতিরোধ গড়ে তোলেন মালান ও রুট। স্বাগতিক বোলারদের নিরাশ করে ইংল্যান্ডকে টেনে নেন তাঁরা। এর মাঝে একাধিক নতুন মাইলফলকও গড়েন রুট।
এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানে রুটের অবস্থান এখন ৮ নম্বরে। এখনো সুযোগ আছে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারদের ছাড়িয়ে আরও ওপরে উঠে আসার। তবে ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে রান করায় এখন সবার ওপরেই আছেন রুট। পাশাপাশি ২০২১ সালে রান সংগ্রহে নিজের অবস্থানটা আরও সুদৃঢ় করেছেন তিনি। এই সব মাইলফলক গড়ার পথে ব্রিসবেনে দলকে লড়াইয়েও ফিরিয়েছেন তিনি। মালানকে সঙ্গে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫৯ রানের জুটি। দুজনেই এখন আছেন সেঞ্চুরির অপেক্ষায়। রুট অপরাজিত আছেন ৮৬ রানে, মালান ৮০ রানে। হতাশার দিনে অস্ট্রেলিয়ার হয়ে উইকেট দুটি নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
এর আগে ৭ উইকেটে ৩৪৩ রানে দিন শুরু করেন দুই অপরাজিত অজি ব্যাটার ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক। ৩৯১ রানে স্টার্কের (৩৫) বিদায়ে ভাঙে এ জুটি। ১৫ রান করে আউট হন নাথান লায়ন। আর শেষ ব্যাটার হিসেবে ফেরেন ১৫২ রান করা হেড। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ও ওলি রবিনসন নিয়েছেন ৩টি করে উইকেট।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে