মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৫ টাকায় ঈদ শপিংয়ের ব্যবস্থা করেছে ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ দোকান থেকে তারা ইচ্ছেমতো নিতে পারছে পছন্দের জামা, প্যান্ট ও জুতা। সঙ্গে মেহেদির রঙে রাঙিয়ে নিচ্ছে হাতটি। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, শিশুরা টেবিলে সাজানো বিভিন্ন ধরনের খাবারের মধ্য থেকে পছন্দের খাবারটিও নিতে পারছে। স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া।
গতকাল সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে দেখা যায়, টেবিলে থরে থরে সাজানো রয়েছে ছেলে ও মেয়েদের রং বেরঙের পোশাক। সাজানো রয়েছে জুতা। অপর টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। আর এক টেবিলে মেহেদি নিয়ে বসে আছেন কয়েকজন। বাইরে ভিড় দেখা গেছে সুবিধাবঞ্চিত শিশুদের। মাত্র ৫ টাকার বিনিময়ে ভেতরে প্রবেশ করেই টেবিলে টেবিলে গিয়ে পছন্দ করছে পোশাক ও স্যান্ডেল। এরপর নিয়ে যাচ্ছে আয়োজক কমিটির কাছে। তাঁরা প্যাকেট করে তুলে দিচ্ছেন এসব শিশুদের হাতে। পরে মেহেদির টেবিলে গিয়ে নিজের হাতটিও রাঙিয়ে নিচ্ছে। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়ে শিশুরা। এ যেন ইদের আগেই আর একটি ইদ। অনেক শিশুই পোশাক হাতে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরেছে এক অন্য রকম অনুভূতি নিয়ে।
সদর উপজেলার গোপালপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মরিয়ম। অভাব অনটনের সংসারে এবার ঈদের পোশাক কিনে দেননি মা-বাবা। এখানে এসে পেয়েছে পোশাক। পাশাপাশি জুতা ও মেহেদির রং। সে বলে, এবার ইদে নতুন পোশাক পাব ভাবতেই পারিনি। মাত্র ৫ টাকার বিনিময়ে এতগুলো জিনিস পেয়েছি।
এমন আয়োজনে হতবাক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ‘বিগত দিনের মেহেরপুরে এমন গোছাল আয়োজন দেখা যায়নি। ভেবেছিলাম স্বল্প পরিসরে আয়োজন হবে। কিন্তু সব ধারণাই পাল্টে গেছে। এ আয়োজনে জড়িত সবাইকে ধন্যবাদ।’
আয়োজক কমিটির প্রধান স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির আল মামুন বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমরা ঢাকাতে করে থাকি। মেহেরপুর আমার জন্মভূমি। তাই এবার চিন্তা করেছিলাম সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দের অনুষ্ঠানটি মেহেরপুরেই করব। সঙ্গে রেখেছি ৫ টাকার একটি টোকেন। এখানে কোনো শিশু এসে যেন ভাবতে না পারে আমাকে দয়া দেখানো হচ্ছে। টাকার বিনিময়ে তারা এসব পোশাক কিনে নিয়ে যাচ্ছে।’
মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৫ টাকায় ঈদ শপিংয়ের ব্যবস্থা করেছে ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ দোকান থেকে তারা ইচ্ছেমতো নিতে পারছে পছন্দের জামা, প্যান্ট ও জুতা। সঙ্গে মেহেদির রঙে রাঙিয়ে নিচ্ছে হাতটি। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, শিশুরা টেবিলে সাজানো বিভিন্ন ধরনের খাবারের মধ্য থেকে পছন্দের খাবারটিও নিতে পারছে। স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া।
গতকাল সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে দেখা যায়, টেবিলে থরে থরে সাজানো রয়েছে ছেলে ও মেয়েদের রং বেরঙের পোশাক। সাজানো রয়েছে জুতা। অপর টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের খাবার। আর এক টেবিলে মেহেদি নিয়ে বসে আছেন কয়েকজন। বাইরে ভিড় দেখা গেছে সুবিধাবঞ্চিত শিশুদের। মাত্র ৫ টাকার বিনিময়ে ভেতরে প্রবেশ করেই টেবিলে টেবিলে গিয়ে পছন্দ করছে পোশাক ও স্যান্ডেল। এরপর নিয়ে যাচ্ছে আয়োজক কমিটির কাছে। তাঁরা প্যাকেট করে তুলে দিচ্ছেন এসব শিশুদের হাতে। পরে মেহেদির টেবিলে গিয়ে নিজের হাতটিও রাঙিয়ে নিচ্ছে। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়ে শিশুরা। এ যেন ইদের আগেই আর একটি ইদ। অনেক শিশুই পোশাক হাতে অভিভাবকদের সঙ্গে বাড়ি ফিরেছে এক অন্য রকম অনুভূতি নিয়ে।
সদর উপজেলার গোপালপুর গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রী মরিয়ম। অভাব অনটনের সংসারে এবার ঈদের পোশাক কিনে দেননি মা-বাবা। এখানে এসে পেয়েছে পোশাক। পাশাপাশি জুতা ও মেহেদির রং। সে বলে, এবার ইদে নতুন পোশাক পাব ভাবতেই পারিনি। মাত্র ৫ টাকার বিনিময়ে এতগুলো জিনিস পেয়েছি।
এমন আয়োজনে হতবাক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ‘বিগত দিনের মেহেরপুরে এমন গোছাল আয়োজন দেখা যায়নি। ভেবেছিলাম স্বল্প পরিসরে আয়োজন হবে। কিন্তু সব ধারণাই পাল্টে গেছে। এ আয়োজনে জড়িত সবাইকে ধন্যবাদ।’
আয়োজক কমিটির প্রধান স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভির আল মামুন বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমরা ঢাকাতে করে থাকি। মেহেরপুর আমার জন্মভূমি। তাই এবার চিন্তা করেছিলাম সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দের অনুষ্ঠানটি মেহেরপুরেই করব। সঙ্গে রেখেছি ৫ টাকার একটি টোকেন। এখানে কোনো শিশু এসে যেন ভাবতে না পারে আমাকে দয়া দেখানো হচ্ছে। টাকার বিনিময়ে তারা এসব পোশাক কিনে নিয়ে যাচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে