মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে সবজির বাজারে ভোক্তাদের জন্য স্বস্তি উধাও হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলু ও কচু ছাড়া সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কয়েক গুণ।
গতকাল সোমবার উপজেলা সদর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটোল ১০ টাকার জায়গায় ৪০ টাকা, ৩০ টাকার করলা ৬০ টাকা, ২০ টাকার বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স ৬০ টাকা ও ২০ টাকার বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কেজিপ্রতি শিম ১৬০, গাজর ১৬০, টমেটো ১৬০, শসা ৬০ ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ২০ থেকে ৩০ টাকা মূল্যের প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকা, ১৫ থেকে ২০ টাকার পানি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা ও পাঁচ টাকা আঁটির লাল শাক ১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সবজির বাজারে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মরিয়ম আক্তার বৃষ্টির সঙ্গে। তিনি বলেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট বাজেট দিয়ে মাস পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়েছে।
হোস্টেলে থাকা ছাত্রী হালিমা আক্তার জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে খাওয়া কমে দিয়েছেন। কারণ মা-বাবার কাছে বেশি টাকা চাইতে নিজের কাছেই খারাপ লাগে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা আনোয়ারুল ইসলাম বলেন, আগের তুলনায় বিক্রি কমে গেছে। আর কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা মুনাফা না করলে পুঁজিই থাকবে না। কারণ শাকসবজি এক দিনে বিক্রি না হলে অর্ধেকই পচে যায়।
আরেক ব্যবসায়ী আরিফুল জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে তাঁদেরও দাম বাড়াতে হচ্ছে।
সবজির ব্যবসা করে কিছুই করা যায় না বলে দাবি অপর ব্যবসায়ী আবুল হোসেনের। তিনি জানান, মুনাফা হয় ঠিকই, কিন্তু যে পরিমাণ নষ্ট সেই পরিমাণ আয় থাকে না।
তবে কাশিপুর গ্রাম থেকে আসা ক্রেতা আবদুল লতিফ বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম কম। কিন্তু খুচরা বাজারে দাম কমে না।
এদিকে উপজেলায় বেড়েছে মাছ, মুরগি, ডিম, ডাল, তেল ও চিনির দাম। মুদি দোকানি নুর আলম জানান, প্রতি কেজি চিনিতে ১০ টাকা, মসুর ডালে ২০ টাকা, আটায় আট টাকা ও প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা দাম বেড়েছে। তিনি আরও জানান, খাদ্য সামগ্রী ছাড়াও সাবান ও ডিটারজেন্ট পাউডারসহ অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে।
মিঠাপুকুরে সবজির বাজারে ভোক্তাদের জন্য স্বস্তি উধাও হয়ে গেছে। এক সপ্তাহের ব্যবধানে আলু ও কচু ছাড়া সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কয়েক গুণ।
গতকাল সোমবার উপজেলা সদর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটোল ১০ টাকার জায়গায় ৪০ টাকা, ৩০ টাকার করলা ৬০ টাকা, ২০ টাকার বরবটি ৫০ থেকে ৬০ টাকা, ২০ টাকার ঢ্যাঁড়স ৬০ টাকা ও ২০ টাকার বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কেজিপ্রতি শিম ১৬০, গাজর ১৬০, টমেটো ১৬০, শসা ৬০ ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ২০ থেকে ৩০ টাকা মূল্যের প্রতিটি লাউ ৪০ থেকে ৬০ টাকা, ১৫ থেকে ২০ টাকার পানি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা ও পাঁচ টাকা আঁটির লাল শাক ১৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সবজির বাজারে কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মরিয়ম আক্তার বৃষ্টির সঙ্গে। তিনি বলেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট বাজেট দিয়ে মাস পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়েছে।
হোস্টেলে থাকা ছাত্রী হালিমা আক্তার জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে পরিমাণ দাম বেড়েছে, তাতে খাওয়া কমে দিয়েছেন। কারণ মা-বাবার কাছে বেশি টাকা চাইতে নিজের কাছেই খারাপ লাগে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে সবজি বিক্রেতা আনোয়ারুল ইসলাম বলেন, আগের তুলনায় বিক্রি কমে গেছে। আর কেজিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা মুনাফা না করলে পুঁজিই থাকবে না। কারণ শাকসবজি এক দিনে বিক্রি না হলে অর্ধেকই পচে যায়।
আরেক ব্যবসায়ী আরিফুল জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে তাঁদেরও দাম বাড়াতে হচ্ছে।
সবজির ব্যবসা করে কিছুই করা যায় না বলে দাবি অপর ব্যবসায়ী আবুল হোসেনের। তিনি জানান, মুনাফা হয় ঠিকই, কিন্তু যে পরিমাণ নষ্ট সেই পরিমাণ আয় থাকে না।
তবে কাশিপুর গ্রাম থেকে আসা ক্রেতা আবদুল লতিফ বলেন, পাইকারি বাজারে পণ্যের দাম কম। কিন্তু খুচরা বাজারে দাম কমে না।
এদিকে উপজেলায় বেড়েছে মাছ, মুরগি, ডিম, ডাল, তেল ও চিনির দাম। মুদি দোকানি নুর আলম জানান, প্রতি কেজি চিনিতে ১০ টাকা, মসুর ডালে ২০ টাকা, আটায় আট টাকা ও প্রতি লিটার সয়াবিন তেলে ১৪ টাকা দাম বেড়েছে। তিনি আরও জানান, খাদ্য সামগ্রী ছাড়াও সাবান ও ডিটারজেন্ট পাউডারসহ অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে