নদীর জমি দখল করে তৈরি হচ্ছে রেস্তোরাঁ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১৩: ৩৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুতিয়া নদীর তীর দখল করে চলছে রেস্তোরাঁ নির্মাণের কর্মযজ্ঞ। তবে রেস্তোরাঁ নির্মাণের সঙ্গে জড়িতরা বলছেন, রেলওয়ে থেকে লিজ নেওয়া জমিতে গড়ে তোলা হচ্ছে ওই রেস্তোরাঁ। এতে নদীর অল্প পরিমাণ জমি থাকতে পারে। সংশ্লিষ্ট প্রশাসন বলছে, দ্রুত সময়ের মধ্যে সীমানা নির্ধারণ করে নদীর তীরের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নূরুল ইসলাম নদীর তীর দখল করে গড়ে তুলছেন রেস্তোরাঁ।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নে সুতিয়া নদীর তীরে রড-সিমেন্টের পিলার আর কাঠ দিয়ে চলছে রেস্তোরাঁর অবকাঠামো নির্মাণের কাজ। বেশ কয়েকজন শ্রমিক রেস্তোরাঁ নির্মাণের কাজ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে কাওরাইদ ইউপির সদস্য মো. নূরুল ইসলাম বলেন, ‘আমি যেখানে রেস্তোরাঁ নির্মাণ করছি সেটি রেলের জায়গা। কিছু জমি নদীর থাকতে পারে। সীমানা নির্ধারণ না করে বলা যাবে না। একটি প্রতিষ্ঠান করলে একটুখানি গরমিল তো থাকেই।’

নূরুল ইসলাম আরও বলেন, ‘যেখানে রেস্তোরাঁ গড়ে তোলা হচ্ছে সেই জমিটুকু আমার এক প্রতিবেশীর লিজ নেওয়া। আমি তাঁর কাছ থেকে অনুমতি নিয়ে রেস্তোরাঁ নির্মাণ করছি।’

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, রেলের লিজ নেওয়া জমিতে রেস্তোরাঁ নির্মাণের কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, নদীর তীর দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই।

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নদীর জমি রক্ষার জন্য আমরা সভা-সেমিনারসহ সচেতনতামূলক অনুষ্ঠান করছি। তবুও নদীর জমি দখল থামছে না।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত