গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পেরিয়ে গেছে তিন বছর। কিন্তু স্থানীয় সরকার আইন অনুযায়ী এখনো গঠিত হয়নি মেয়রদের প্যানেল নির্বাচন। ফলে প্যানেল মেয়র ছাড়াই চলছে গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রম।
অপরদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও মেয়রদের প্যানেল ঠিক করে দেয়নি। ফলে গাজীপুর সিটি করপোরেশনে মেয়রের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, তা সুনির্দিষ্ট করা নেই। একাধিক কাউন্সিলরের অভিযোগ, মেয়র জাহাঙ্গীর আলম চান না, এ কারণে মেয়রের প্যানেল নির্বাচন করা হয়নি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল গঠন করতে হবে। তিন সদস্যের প্যানেলে দুজন পুরুষ ও একজন নারী কাউন্সিলর থাকবেন। ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করতে নবনির্বাচিত মেয়র যদি ব্যর্থ হন অথবা কোনো কারণে প্যানেল নির্বাচন না করেন, তাহলে এই দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর বর্তায়।
এ আইন অনুযায়ী, অসুস্থতা বা অন্য কোনো কারণে মেয়র দায়িত্ব পালন করতে না পারলে বা অনুপস্থিত থাকলে মেয়রের প্যানেল থেকে জ্যেষ্ঠতার ক্রমানুসারে একজন সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন। পদত্যাগ, অপসারণ বা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হলে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত মেয়রের প্যানেলের কোনো সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন।
গত ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হন। পরে শপথ গ্রহণের পর একই বছরের ৫ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেন। ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী ওই বছরের ৮ অক্টোবরের মধ্যে মেয়রের প্যানেল নির্বাচন করার কথা ছিল।
গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক সফল প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরণ বলেন, আইন অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের এখনো প্যানেল নির্বাচন হয়নি। প্যানেল মেয়র নির্বাচন কেন করা হয়নি, তা তিনি জানেন না।
কিরণ বলেন, নিয়ম অনুযায়ী মেয়রের সভাপতিত্বে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সভায় এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে সেটি করা হয়নি। হয়তো মেয়র চান না, তাঁর অনুপস্থিতিতে এখানে অন্য কেউ দায়িত্ব পালন করুক।
গাজীপুর সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সিটি করপোরেশনের প্রায় সব বিষয়ে সিদ্ধান্ত মেয়র জাহাঙ্গীর আলম নিজে এককভাবে নিয়ে থাকেন। কোথায় কোন উন্নয়ন হবে, কীভাবে হবে, কোন কাজ কে পাবেন ইত্যাদি সব বিষয় তাঁর একক সিদ্ধান্তে চলে। এখানে কাউন্সিলরদের তেমন কিছু বলার থাকে না।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি আমার এখতিয়ারে না। সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মিটিং আহ্বান করে মেয়রের প্যানেল গঠন করবেন। আমি তাঁর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি। তাঁরই প্যানেল গঠন করার কথা ছিল।’
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পেরিয়ে গেছে তিন বছর। কিন্তু স্থানীয় সরকার আইন অনুযায়ী এখনো গঠিত হয়নি মেয়রদের প্যানেল নির্বাচন। ফলে প্যানেল মেয়র ছাড়াই চলছে গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রম।
অপরদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও মেয়রদের প্যানেল ঠিক করে দেয়নি। ফলে গাজীপুর সিটি করপোরেশনে মেয়রের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, তা সুনির্দিষ্ট করা নেই। একাধিক কাউন্সিলরের অভিযোগ, মেয়র জাহাঙ্গীর আলম চান না, এ কারণে মেয়রের প্যানেল নির্বাচন করা হয়নি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল গঠন করতে হবে। তিন সদস্যের প্যানেলে দুজন পুরুষ ও একজন নারী কাউন্সিলর থাকবেন। ৩০ কার্যদিবসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করতে নবনির্বাচিত মেয়র যদি ব্যর্থ হন অথবা কোনো কারণে প্যানেল নির্বাচন না করেন, তাহলে এই দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর বর্তায়।
এ আইন অনুযায়ী, অসুস্থতা বা অন্য কোনো কারণে মেয়র দায়িত্ব পালন করতে না পারলে বা অনুপস্থিত থাকলে মেয়রের প্যানেল থেকে জ্যেষ্ঠতার ক্রমানুসারে একজন সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন। পদত্যাগ, অপসারণ বা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হলে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত মেয়রের প্যানেলের কোনো সদস্য মেয়রের সব দায়িত্ব পালন করবেন।
গত ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত হন। পরে শপথ গ্রহণের পর একই বছরের ৫ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেন। ৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার আইন অনুযায়ী ওই বছরের ৮ অক্টোবরের মধ্যে মেয়রের প্যানেল নির্বাচন করার কথা ছিল।
গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক সফল প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আসাদুর রহমান কিরণ বলেন, আইন অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের এখনো প্যানেল নির্বাচন হয়নি। প্যানেল মেয়র নির্বাচন কেন করা হয়নি, তা তিনি জানেন না।
কিরণ বলেন, নিয়ম অনুযায়ী মেয়রের সভাপতিত্বে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সভায় এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে সেটি করা হয়নি। হয়তো মেয়র চান না, তাঁর অনুপস্থিতিতে এখানে অন্য কেউ দায়িত্ব পালন করুক।
গাজীপুর সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, সিটি করপোরেশনের প্রায় সব বিষয়ে সিদ্ধান্ত মেয়র জাহাঙ্গীর আলম নিজে এককভাবে নিয়ে থাকেন। কোথায় কোন উন্নয়ন হবে, কীভাবে হবে, কোন কাজ কে পাবেন ইত্যাদি সব বিষয় তাঁর একক সিদ্ধান্তে চলে। এখানে কাউন্সিলরদের তেমন কিছু বলার থাকে না।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি আমার এখতিয়ারে না। সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মিটিং আহ্বান করে মেয়রের প্যানেল গঠন করবেন। আমি তাঁর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি। তাঁরই প্যানেল গঠন করার কথা ছিল।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে