৮ কোচিং সেন্টারকে সতর্ক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০৯: ২৮

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ্জামান। এসএসএসি পরীক্ষার মধ্যে কোচিং সেন্টার খোলা রাখার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ৮ কোচিং সেন্টারকে সতর্ক এবং একটি জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসএসএসি পরীক্ষার মধ্যে কোচিং সেন্টার খোলা রেখেছিল চুয়াডাঙ্গা শহরের কয়েকটি কোচিং সেন্টার। বিষয়টি প্রশাসনের নজরে আসলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে শহরের কাটপট্টি এলাকার শাহীন ইংলিশ একাডেমির পরিচালক শাহীনুর আলম শাহিনকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও কলেজ রোড, হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন এলাকার আরও ৮টি কোচিং সেন্টারকে সতর্ক করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ্জামান বলেন, এসএসসি পরীক্ষার মধ্যে তাঁরা কোচিং সেন্টার খোলা রেখেছিলেন। কয়েকটি সাবধান করেছি। আর একটিকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত