কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়ার হারাগাছে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন বিড়ি কারখানার শ্রমিকেরা। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বৃদ্ধির এই সময়ে মজুরি বৈষম্যের অভিযোগ তুলে তাঁরা গতকাল বৃহস্পতিবার মায়া বিড়ি ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিক এবং কারখানার মালিক পক্ষের লোকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা গতকাল কারখানার সামনে বিক্ষোভ করেন। শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার সময় মালিক পক্ষের লোকজন তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরাও কারখানার অফিস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে অফিসের কয়েকটি গ্লাস ভেঙে যায়।
হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আমিন উদ্দিন বিএসসি বলেন, ‘সব জিনিসের দাম বাড়ছে কিন্তু দীর্ঘদিন ধরে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ দিন ধরে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপরও মালিক পক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি।’
আমিন উদ্দিন জানান, গতকাল মায়া বিড়ি ফ্যাক্টরির সামনে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে হঠাৎ করে মালিক পক্ষের লোকজন কারখানার ভেতর থেকে শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে মায়া বিড়ি ফ্যাক্টরির পরিচালক আনোয়ারুল ইসলাম মিয়া জানান, গত বুধবার রাতে বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবি মেনে নিয়ে মজুরি বাড়ানো হয়েছে। এরপরও গতকাল দুপুরে কারখানার অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। তবে কারখানার কোনো লোক শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেননি।
সহিদার রহমান নামে কারখানার এক কর্মচারী জানান, গতকাল কারখানার ভেতরে শ্রমিকেরা বিড়ি তৈরির কাজ করছিলেন। এ সময় বাইরে কিছু শ্রমিক বিক্ষোভ দেখান এবং তাঁরা সেখান থেকে কারখানার অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁদের নিক্ষেপ করা ইটপাটকেলে অফিসের জানালার কাচ ভেঙে যায়। কারখানার ভেতরে থাকা কোনো কর্মচারী বা শ্রমিক বাইরের শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেননি। এটি গুজব ছড়িয়ে সুবিধা দেওয়ার পাঁয়তারা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মায়া বিড়ি কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ করেন। সেখানে বিশৃঙ্খলা রোধে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
ওসি জানান, হারাগাছে বিড়ি শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। আর তাঁদের এই আন্দোলনের কারণে এলাকার প্রায় সব কারখানার উৎপাদন কাজ বন্ধ রয়েছে।
কাউনিয়ার হারাগাছে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন বিড়ি কারখানার শ্রমিকেরা। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বৃদ্ধির এই সময়ে মজুরি বৈষম্যের অভিযোগ তুলে তাঁরা গতকাল বৃহস্পতিবার মায়া বিড়ি ফ্যাক্টরির সামনে বিক্ষোভ করেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিক এবং কারখানার মালিক পক্ষের লোকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা গতকাল কারখানার সামনে বিক্ষোভ করেন। শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার সময় মালিক পক্ষের লোকজন তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরাও কারখানার অফিস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে অফিসের কয়েকটি গ্লাস ভেঙে যায়।
হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা আমিন উদ্দিন বিএসসি বলেন, ‘সব জিনিসের দাম বাড়ছে কিন্তু দীর্ঘদিন ধরে বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ দিন ধরে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপরও মালিক পক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি।’
আমিন উদ্দিন জানান, গতকাল মায়া বিড়ি ফ্যাক্টরির সামনে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। দুপুর ১২টার দিকে হঠাৎ করে মালিক পক্ষের লোকজন কারখানার ভেতর থেকে শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ২০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে মায়া বিড়ি ফ্যাক্টরির পরিচালক আনোয়ারুল ইসলাম মিয়া জানান, গত বুধবার রাতে বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের দাবি মেনে নিয়ে মজুরি বাড়ানো হয়েছে। এরপরও গতকাল দুপুরে কারখানার অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। তবে কারখানার কোনো লোক শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেননি।
সহিদার রহমান নামে কারখানার এক কর্মচারী জানান, গতকাল কারখানার ভেতরে শ্রমিকেরা বিড়ি তৈরির কাজ করছিলেন। এ সময় বাইরে কিছু শ্রমিক বিক্ষোভ দেখান এবং তাঁরা সেখান থেকে কারখানার অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তাঁদের নিক্ষেপ করা ইটপাটকেলে অফিসের জানালার কাচ ভেঙে যায়। কারখানার ভেতরে থাকা কোনো কর্মচারী বা শ্রমিক বাইরের শ্রমিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেননি। এটি গুজব ছড়িয়ে সুবিধা দেওয়ার পাঁয়তারা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মায়া বিড়ি কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ করেন। সেখানে বিশৃঙ্খলা রোধে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
ওসি জানান, হারাগাছে বিড়ি শ্রমিকেরা বেশ কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। আর তাঁদের এই আন্দোলনের কারণে এলাকার প্রায় সব কারখানার উৎপাদন কাজ বন্ধ রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে