আরিফ আহম্মেদ, গৌরীপুর
গৌরীপুর পৌর শহরে আটটি বড় আকারের সরকারি পুকুর রয়েছে। এসব পুকুর শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করছে। তবে এসব পুকুর সংরক্ষণে কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। শতবর্ষী এসব পুকুর রক্ষণাবেক্ষণের অভাবে দখল হয়ে যাচ্ছে। বেশির ভাগের পাড় ইতিমধ্যে প্রভাবশালীদের দখলে চলে গেছে।
তবে সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙানো হয়েছে। কিন্তু করা হয়নি সীমানা নির্ধারণ। এর মধ্যেই পুকুরপাড়ের বাসিন্দারা একটু একটু করে পুকুরগুলো দখল করে নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি প্রকল্পের মাধ্যমে তিনটি পুকুর খননের উদ্যোগ নেওয়া হলেও কেবল একটির কাজ শেষ পর্যায়ে। বাকি দুটির খননকাজ নানা জটিলতায় বিলম্বিত হচ্ছে। গৌরীপুর এলজিইডি এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
এ বিষয়ে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির বলেন, এসব পুকুর অনেক কাজে লাগে; বিশেষ করে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত পানি সংগ্রহ করা যায়, এতে ক্ষয়ক্ষতি কম হয়।
মজিবুর রহমান আরও বলেন, যথাযথভাবে সংরক্ষণ না করায় দিন দিন পুকুরগুলো ছোট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পুকুরগুলো দখল হয়ে যাচ্ছে। সীমানা নির্ধারণ করে পুকুরগুলো সংরক্ষণ করা প্রয়োজন।
পৌর ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর খতিয়ানে ২০৪৪ দাগে ১.০০৩১, ২১০৬ দাগে ২.৬৩২৫, ২১৩৪ দাগে ০.৯১০০, ২৬২৭ দাগে ০.৪১৩১, ৩২২৭ দাগে ০.৩৮১৩, ৩৪১৩ দাগে ২.২৫০০, ৩৪৩৮ দাগে ০.৩৭৫০ ও ৭১৭০ দাগে ২.০৮০০ একর ভূমিতে পুকুর রয়েছে।
এসব পুকুরে সাইনবোর্ড দেওয়া থাকলেও বেশির ভাগের সীমানা নির্ধারণ করা নেই। ফলে দখলে আকার ছোট হচ্ছে পুকুরগুলোর। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও ফের দখল হয়ে যায়।
গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, ‘পুকুরের শহর হিসেবে গৌরীপুরের খ্যাতি আছে। জমিদার আমলে খনন করা এসব পুকুর শহরের সৌন্দর্য বর্ধনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। পুকুরগুলো পুনরায় খননসহ সীমানা নির্ধারণ জরুরি।’
উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক বলেন, আইপিসিপি প্রকল্পের আওতায় পৌর শহরের তিনটি পুকুর খনন ও ঘাট নির্মাণের জন্য গত বছর টেন্ডার দেওয়া হয়েছে। একটি পুকুর খনন ও ঘাট নির্মাণের কাজ শেষ পর্যায়ে। অন্য দুটির কাজ শিগগির শুরু হবে। এসব পুকুর খননে ৬৭ লাখ ৪৩ হাজার ১৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, সাইনবোর্ড টাঙিয়ে প্রতিটি পুকুর চিহ্নিত করা হয়েছে। সীমানা নির্ধারণও করা হবে। প্রকল্পের আওতায় পুকুর খননে যেসব জটিলতা তৈরি হয়েছে, তা নিরসন করে শিগগির কাজ শুরু হবে বলেও জানান ইউএনও।।
গৌরীপুর পৌর শহরে আটটি বড় আকারের সরকারি পুকুর রয়েছে। এসব পুকুর শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করছে। তবে এসব পুকুর সংরক্ষণে কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। শতবর্ষী এসব পুকুর রক্ষণাবেক্ষণের অভাবে দখল হয়ে যাচ্ছে। বেশির ভাগের পাড় ইতিমধ্যে প্রভাবশালীদের দখলে চলে গেছে।
তবে সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙানো হয়েছে। কিন্তু করা হয়নি সীমানা নির্ধারণ। এর মধ্যেই পুকুরপাড়ের বাসিন্দারা একটু একটু করে পুকুরগুলো দখল করে নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি প্রকল্পের মাধ্যমে তিনটি পুকুর খননের উদ্যোগ নেওয়া হলেও কেবল একটির কাজ শেষ পর্যায়ে। বাকি দুটির খননকাজ নানা জটিলতায় বিলম্বিত হচ্ছে। গৌরীপুর এলজিইডি এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
এ বিষয়ে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির বলেন, এসব পুকুর অনেক কাজে লাগে; বিশেষ করে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত পানি সংগ্রহ করা যায়, এতে ক্ষয়ক্ষতি কম হয়।
মজিবুর রহমান আরও বলেন, যথাযথভাবে সংরক্ষণ না করায় দিন দিন পুকুরগুলো ছোট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পুকুরগুলো দখল হয়ে যাচ্ছে। সীমানা নির্ধারণ করে পুকুরগুলো সংরক্ষণ করা প্রয়োজন।
পৌর ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর খতিয়ানে ২০৪৪ দাগে ১.০০৩১, ২১০৬ দাগে ২.৬৩২৫, ২১৩৪ দাগে ০.৯১০০, ২৬২৭ দাগে ০.৪১৩১, ৩২২৭ দাগে ০.৩৮১৩, ৩৪১৩ দাগে ২.২৫০০, ৩৪৩৮ দাগে ০.৩৭৫০ ও ৭১৭০ দাগে ২.০৮০০ একর ভূমিতে পুকুর রয়েছে।
এসব পুকুরে সাইনবোর্ড দেওয়া থাকলেও বেশির ভাগের সীমানা নির্ধারণ করা নেই। ফলে দখলে আকার ছোট হচ্ছে পুকুরগুলোর। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও ফের দখল হয়ে যায়।
গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, ‘পুকুরের শহর হিসেবে গৌরীপুরের খ্যাতি আছে। জমিদার আমলে খনন করা এসব পুকুর শহরের সৌন্দর্য বর্ধনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। পুকুরগুলো পুনরায় খননসহ সীমানা নির্ধারণ জরুরি।’
উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক বলেন, আইপিসিপি প্রকল্পের আওতায় পৌর শহরের তিনটি পুকুর খনন ও ঘাট নির্মাণের জন্য গত বছর টেন্ডার দেওয়া হয়েছে। একটি পুকুর খনন ও ঘাট নির্মাণের কাজ শেষ পর্যায়ে। অন্য দুটির কাজ শিগগির শুরু হবে। এসব পুকুর খননে ৬৭ লাখ ৪৩ হাজার ১৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, সাইনবোর্ড টাঙিয়ে প্রতিটি পুকুর চিহ্নিত করা হয়েছে। সীমানা নির্ধারণও করা হবে। প্রকল্পের আওতায় পুকুর খননে যেসব জটিলতা তৈরি হয়েছে, তা নিরসন করে শিগগির কাজ শুরু হবে বলেও জানান ইউএনও।।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে