সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার পূর্ব দিকে জনতাপাড়া। পাড়ার সবাই জুমচাষি। সোনাবি চাকমার বসবাস এখানেই। তাঁর বাবা-মাও দরিদ্র জুমচাষি। এই দারিদ্র্য ডিঙিয়ে জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে দেশে-বিদেশে খেলে গৌরব অর্জনের স্বপ্ন সোনাবির।
শুধু সোনাবি চাকমা নন, সাদীয়া আক্তার, নিশিতা চাকমা, মুন্নি চাকমা, চমচমি চাকমা, মুন্না চাকমা, অনন্যা চাকমা, তিনা মুনি চাকমা, রোবিকা চাকমা, শ্রাবন্তি চাকমা, জুমা চাকমা, জোসী চাকমা ও সুখী চাকমার স্বপ্ন দেশ জয়ের।
চলতি বছরে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট বিভাগের দলকে হারিয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে ওঠে তাঁদের দল। দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঢাকা দলের কাছে মাত্র ১ রানে হেরে রানারআপ নির্বাচিত হয় দলটি।
সম্প্রতি জনতাপাড়ায় দেখা যায়, দুর্গম পাহাড়ে দারিদ্র্যের মধ্যে সবার বসবাস। দূর পাহাড়ে শিক্ষা ও ক্রীড়ার সুযোগ নেই বললেই চলে। পাশাপাশি নাগরিক সুবিধাও অপ্রতুল। পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে সহায়তা করতে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে দূরের ছড়া থেকে পানি আনতে হয় তাঁদের। বিদ্যালয়ে যেতে হয় কয়েক কিলোমিটার হেঁটে। তারপরও ঘরে ফিরে পাতে জোটে বুনো শাক আর জুমের চালের ভাত।
পাহাড় সমান বাধা ডিঙিয়ে জাতীয় পর্যায়ে ক্রীড়ায় অসামান্য সাফল্য অর্জন করেছেন এই ক্রিকেটকন্যারা। এখন দেশ জয়ের স্বপ্ন বুনছেন তাঁরা। উপজেলার ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রী তাঁরা।
এদিকে জুরাছড়ির পাঁচ কিশোরী বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রিকেটের দীর্ঘমেয়াদের প্রশিক্ষণ ও পড়ালেখার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন কৃষ্ণা চাকমা, চুমচুমি, সোনাবি, মুন্নি ও নিশিতা চাকমা। বিষয়টি নিশ্চিত করেছেন ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা।
বিকেএসপিতে সুযোগ পাওয়া মেয়েরা বলেন, ক্রিকেট বিষয়ে তাঁদের কোনো জ্ঞান ছিল না। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমার আন্তরিক প্রচেষ্টায় এবং প্রশিক্ষক তনয় চাকমার অক্লান্ত পরিশ্রমে তাঁরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। এতে তাঁদের সহযোগিতা করছেন জুরাছড়ির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমানে বাংলাদেশ দূতাবাসের বাহরাইন সচিব মো. মাহফুজুর রহমান।
সাদীয়া আক্তার বলেন, ‘আমরা শুধুই নারী নই, আমরাও দেখিয়ে দিতে চাই নারীরাও পারে দেশ জয় করতে।’
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা বলেন, ‘পাহাড়ের মেয়েরা একটু সুযোগ পেলে দেশ জয় করতে পারবে। প্রয়োজন শুধু তাদের একটু সুযোগ করে দেওয়া।’
প্রশিক্ষক তনয় চাকমা বলেন, ‘সাবেক ইউএনও মাহফুজ রহমানের সহযোগিতায় যতটুকু সম্ভব ক্রিকেট খেলার কলাকৌশলে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। তবে ক্রীড়া প্রসারের প্রধান বাধা ক্রীড়া সরঞ্জামের সংকট। এই সংকট দূর করা সম্ভব হলে উপজেলা থেকে জাতীয় পর্যায়ের বিজয় আনা সম্ভব।’
উপজেলা বর্তমান ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ‘পাহাড়ের মেয়েরা একদিন জাতীয় ক্রিকেটে অংশগ্রহণের গৌরব অর্জন করবে বলে আমার বিশ্বাস। তাঁদের গড়ে তুলতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে।’
রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদর থেকে ২৭ কিলোমিটার পূর্ব দিকে জনতাপাড়া। পাড়ার সবাই জুমচাষি। সোনাবি চাকমার বসবাস এখানেই। তাঁর বাবা-মাও দরিদ্র জুমচাষি। এই দারিদ্র্য ডিঙিয়ে জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে দেশে-বিদেশে খেলে গৌরব অর্জনের স্বপ্ন সোনাবির।
শুধু সোনাবি চাকমা নন, সাদীয়া আক্তার, নিশিতা চাকমা, মুন্নি চাকমা, চমচমি চাকমা, মুন্না চাকমা, অনন্যা চাকমা, তিনা মুনি চাকমা, রোবিকা চাকমা, শ্রাবন্তি চাকমা, জুমা চাকমা, জোসী চাকমা ও সুখী চাকমার স্বপ্ন দেশ জয়ের।
চলতি বছরে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট বিভাগের দলকে হারিয়ে জাতীয় পর্যায়ের ফাইনালে ওঠে তাঁদের দল। দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঢাকা দলের কাছে মাত্র ১ রানে হেরে রানারআপ নির্বাচিত হয় দলটি।
সম্প্রতি জনতাপাড়ায় দেখা যায়, দুর্গম পাহাড়ে দারিদ্র্যের মধ্যে সবার বসবাস। দূর পাহাড়ে শিক্ষা ও ক্রীড়ার সুযোগ নেই বললেই চলে। পাশাপাশি নাগরিক সুবিধাও অপ্রতুল। পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে সহায়তা করতে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে দূরের ছড়া থেকে পানি আনতে হয় তাঁদের। বিদ্যালয়ে যেতে হয় কয়েক কিলোমিটার হেঁটে। তারপরও ঘরে ফিরে পাতে জোটে বুনো শাক আর জুমের চালের ভাত।
পাহাড় সমান বাধা ডিঙিয়ে জাতীয় পর্যায়ে ক্রীড়ায় অসামান্য সাফল্য অর্জন করেছেন এই ক্রিকেটকন্যারা। এখন দেশ জয়ের স্বপ্ন বুনছেন তাঁরা। উপজেলার ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্রী তাঁরা।
এদিকে জুরাছড়ির পাঁচ কিশোরী বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রিকেটের দীর্ঘমেয়াদের প্রশিক্ষণ ও পড়ালেখার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন কৃষ্ণা চাকমা, চুমচুমি, সোনাবি, মুন্নি ও নিশিতা চাকমা। বিষয়টি নিশ্চিত করেছেন ভুবন জয় সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা।
বিকেএসপিতে সুযোগ পাওয়া মেয়েরা বলেন, ক্রিকেট বিষয়ে তাঁদের কোনো জ্ঞান ছিল না। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমার আন্তরিক প্রচেষ্টায় এবং প্রশিক্ষক তনয় চাকমার অক্লান্ত পরিশ্রমে তাঁরা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন। এতে তাঁদের সহযোগিতা করছেন জুরাছড়ির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমানে বাংলাদেশ দূতাবাসের বাহরাইন সচিব মো. মাহফুজুর রহমান।
সাদীয়া আক্তার বলেন, ‘আমরা শুধুই নারী নই, আমরাও দেখিয়ে দিতে চাই নারীরাও পারে দেশ জয় করতে।’
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমা বলেন, ‘পাহাড়ের মেয়েরা একটু সুযোগ পেলে দেশ জয় করতে পারবে। প্রয়োজন শুধু তাদের একটু সুযোগ করে দেওয়া।’
প্রশিক্ষক তনয় চাকমা বলেন, ‘সাবেক ইউএনও মাহফুজ রহমানের সহযোগিতায় যতটুকু সম্ভব ক্রিকেট খেলার কলাকৌশলে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। তবে ক্রীড়া প্রসারের প্রধান বাধা ক্রীড়া সরঞ্জামের সংকট। এই সংকট দূর করা সম্ভব হলে উপজেলা থেকে জাতীয় পর্যায়ের বিজয় আনা সম্ভব।’
উপজেলা বর্তমান ইউএনও জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ‘পাহাড়ের মেয়েরা একদিন জাতীয় ক্রিকেটে অংশগ্রহণের গৌরব অর্জন করবে বলে আমার বিশ্বাস। তাঁদের গড়ে তুলতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে