আজকের পত্রিকা ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগপূর্তি নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে। পর্বত্য তিন জেলায় অনুষ্ঠিত আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ছিলে শান্তি মেলা আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
২৪ বছর আগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেন জনসংহতি সমিতি (জেএসএস)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। সকালে শোভাযাত্রা করে সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের সদস্যরা। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী অংশ নেন।
এদিকে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ ও আলোচনা সভা করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য মেউচিং মারমা, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি রঞ্জন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের নেতা কৌশল চৌধুরী।
একই সময়ে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা করে জেলা পরিষদ। পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী প্রমুখ।
এদিকে বিকেলে কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার বিলে নৌকা বাইচের আয়োজন করে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।
লংগদু: জেলার লংগদু সেনা জোনের আয়োজনে লংগদু সরকারি মডেল কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মো. তাকবির আব্দুল্লাহ। এতে সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন, লংগদু থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানেরা।
নানিয়ারচর: জেলার নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশের আয়োজনে গতকাল উপজেলা পরিষদের মাঠ থেকে একটি শোভাযাত্রা জোন উপ-অধিনায়ক মেজর মো. জাওয়াদ বিন ফারুকের নেতৃত্বে যাত্রা করে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা ওসি সুজন হালদারসহ ৩ শতাধিক মানুষ অংশ নেন। পরে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন করে সেনাবাহিনী।
জুরাছড়ি: জেলার জুরাছড়িতে সেনাবাহিনীর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তারুজামান ফয়সাল। এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা উপস্থিত ছিলেন। রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টটর মো. মরশেদুল আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি বক্তব্য দেন।
বিলাইছড়ি: জেলার বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমিতে বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ছয় এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মো. ইসরাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলীসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানেরা।
কাপ্তাই: জেলার কাপ্তাই জোনের উদ্যোগে গতকাল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কমডোর এম মনির উদ্দিন মল্লিক, কাপ্তাই শাখার অধিনায়ক লে. কর্নেল আলী আক্কাছ, কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। আরও ছিলেন পিডিবির ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, বিএসপিআইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা।
মহালছড়ি (খাগড়াছড়ি): মহালছড়িতে শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, শিক্ষকেরা।
মাটিরাঙ্গা: জেলার গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার বিএ-৩৮৯৮ ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের এই আয়োজনে অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্রেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি, মেজর তাজুল ইসলামসহ জোন কমান্ডারেরা উপস্থিত ছিলেন।
পানছড়ি: জেলার পানছড়ি উপজেলায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠ দুধুকছড়ায় ৩ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে ৩ বিজিবি লোগাং জোন। এ সময় উপস্থিত ছিলেন লোগাং বিজিবি জোনের মেডিকেল কর্মকর্তা মেজর মো. জসিম উদ্দিন। সকালে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোগাং ৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম, সেনা সাব জোন অধিনায়ক মেজর শামীম রহমান, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম প্রমুখ।
রুমা (বান্দরবান): বান্দরবানের রুমায় উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী, সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, জিরা বম, মেনরত ম্রোসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে হতদরিদ্রদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেন রুমা জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন ইশতিয়াক।
আলীকদম: জেলার আলীকদম সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার, মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মারমা, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফা কামাল, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন সরকার ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ ইউপি চেয়ারম্যানেরা।
নাইক্ষ্যংছড়ি: জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গতকাল সকালে শোভাযাত্রা শেষে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসেন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা, থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও হেডম্যানেরা।
থানচি: জেলার থানচিতে গতকাল বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের জোনাল কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার মোহাম্মদ শরিফ-উল-আলম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের চিকিৎসক মেজর সাকিবসহ একাধিক ইউপি ও হেডম্যান।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগপূর্তি নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রামে। পর্বত্য তিন জেলায় অনুষ্ঠিত আয়োজনের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ছিলে শান্তি মেলা আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
২৪ বছর আগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি করেন জনসংহতি সমিতি (জেএসএস)। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। সকালে শোভাযাত্রা করে সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের সদস্যরা। এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী অংশ নেন।
এদিকে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ ও আলোচনা সভা করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য মেউচিং মারমা, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি রঞ্জন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের নেতা কৌশল চৌধুরী।
একই সময়ে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা করে জেলা পরিষদ। পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী প্রমুখ।
এদিকে বিকেলে কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার বিলে নৌকা বাইচের আয়োজন করে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।
লংগদু: জেলার লংগদু সেনা জোনের আয়োজনে লংগদু সরকারি মডেল কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মো. তাকবির আব্দুল্লাহ। এতে সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন, লংগদু থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানেরা।
নানিয়ারচর: জেলার নানিয়ারচর সেনা জোন সুদক্ষ দশের আয়োজনে গতকাল উপজেলা পরিষদের মাঠ থেকে একটি শোভাযাত্রা জোন উপ-অধিনায়ক মেজর মো. জাওয়াদ বিন ফারুকের নেতৃত্বে যাত্রা করে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা ওসি সুজন হালদারসহ ৩ শতাধিক মানুষ অংশ নেন। পরে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন করে সেনাবাহিনী।
জুরাছড়ি: জেলার জুরাছড়িতে সেনাবাহিনীর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তারুজামান ফয়সাল। এতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা উপস্থিত ছিলেন। রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টটর মো. মরশেদুল আলমের সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারি বক্তব্য দেন।
বিলাইছড়ি: জেলার বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমিতে বিলাইছড়ি সেনা জোন অপরাজেয় ছয় এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল মো. ইসরাত হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলীসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানেরা।
কাপ্তাই: জেলার কাপ্তাই জোনের উদ্যোগে গতকাল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কমডোর এম মনির উদ্দিন মল্লিক, কাপ্তাই শাখার অধিনায়ক লে. কর্নেল আলী আক্কাছ, কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। আরও ছিলেন পিডিবির ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, বিএসপিআইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা।
মহালছড়ি (খাগড়াছড়ি): মহালছড়িতে শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান, শিক্ষকেরা।
মাটিরাঙ্গা: জেলার গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার বিএ-৩৮৯৮ ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের এই আয়োজনে অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্রেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি, মেজর তাজুল ইসলামসহ জোন কমান্ডারেরা উপস্থিত ছিলেন।
পানছড়ি: জেলার পানছড়ি উপজেলায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠ দুধুকছড়ায় ৩ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে ৩ বিজিবি লোগাং জোন। এ সময় উপস্থিত ছিলেন লোগাং বিজিবি জোনের মেডিকেল কর্মকর্তা মেজর মো. জসিম উদ্দিন। সকালে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন লোগাং ৩ বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম, সেনা সাব জোন অধিনায়ক মেজর শামীম রহমান, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম প্রমুখ।
রুমা (বান্দরবান): বান্দরবানের রুমায় উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী, সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, জিরা বম, মেনরত ম্রোসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে হতদরিদ্রদের চিকিৎসা ব্যবস্থাপত্র দেন রুমা জোনের মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন ইশতিয়াক।
আলীকদম: জেলার আলীকদম সরকারি উচ্চবিদ্যালয়ে মাঠে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার, মেজর শেখ আব্দুল্লাহ আল ফারাবি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মারমা, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফা কামাল, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন সরকার ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ ইউপি চেয়ারম্যানেরা।
নাইক্ষ্যংছড়ি: জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গতকাল সকালে শোভাযাত্রা শেষে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসেন। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আহাদুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা, থানার ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম, প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও হেডম্যানেরা।
থানচি: জেলার থানচিতে গতকাল বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের জোনাল কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার মোহাম্মদ শরিফ-উল-আলম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের চিকিৎসক মেজর সাকিবসহ একাধিক ইউপি ও হেডম্যান।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৭ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
৯ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে