চারঘাট প্রতিনিধি
কয়েক মাস ধরে অনাবৃষ্টি ও তীব্র খরায় পদ্মা ও বড়াল নদবেষ্টিত চারঘাট উপজেলায় পানির জন্য হাহাকার চলছে। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ফলে নলকূপে পানি উঠছে না বলে জানিয়েছেন স্থানীয় জনস্বাস্থ্য অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
জানা গেছে, পৌরশহরসহ উপজেলার নদীতীরবর্তী এলাকায় পানির স্তর ৩২ ফুট নিচে নেমে গেছে। এতে দুপুর ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত অধিকাংশ টিউবওয়েলে পানি ওঠে না। বিশেষ করে এই রমজানে বিশুদ্ধ পানির জন্য রোজাদারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চারঘাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গভীর ও অগভীর নলকূপ রয়েছে প্রায় ১৭ হাজার ৫০০টি। জনস্বাস্থ্য অধিদপ্তর গত তিন বছরে ইউনিয়ন পর্যায়ে গভীর নলকূপ স্থাপন করেছে ৪৬২টি। এসব নলকূপের জন্য দুটি লেয়ার রয়েছে। প্রথম লেয়ারে পানি উত্তোলনের ক্ষমতা রয়েছে ৮৮০ থেকে ৯৪০ ফুটের মধ্যে এবং দ্বিতীয় লেয়ারে ১ হাজার ১০ থেকে ১ হাজার ১০০ ফুটের মধ্যে। কিন্তু পানির স্থিতিতল অস্বাভাবিক নিচে (৩২ ফুট) নেমে যাওয়ায় বর্তমানে দ্বিতীয় লেয়ারেও কাজ হচ্ছে না।
জনস্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, উপজেলায় ৬ হাজার নলকূপের পানি পরীক্ষা করে ৬৭টির পানিতে আর্সেনিক পাওয়া গেছে। সেগুলোর পানিও খাবার অযোগ্য। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মাছ উৎপাদনসহ নানা কাজে খেয়াল-খুশিমতো গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এ জন্য ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। যখন গভীর নলকূপগুলো চালু থাকছে, তখন অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না।
উপজেলা সদরের বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধি সাইফুল ইসলাম বাদশা বলেন, পদ্মা-বড়াল নদসহ খাল-বিল সব শুকিয়ে চৌচির। পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে। অধিকাংশ নলকূপ অকার্যকর হয়ে পড়েছে। তারপরও ফসলি জমিতে পুকুর খনন করে মাছ চাষ করতে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পানিশূন্য ভূমিতে পরিণত হবে এ এলাকা।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘আমরা পুরোপুরি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। এখন নদী, খাল-বিলে পানি নেই। পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপন এবং একসঙ্গে অতিরিক্ত পানি উত্তোলন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।’
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাসরিন রাজিয়া আখতার জাহান আজকের পত্রিকাকে বলেন, নদীর তীরবর্তী নলকূপগুলোর পানির স্তর নদীর সঙ্গে সম্পৃক্ত। চৈত্র-বৈশাখে পদ্মা নদী শুকিয়ে গেলে বড়ালসহ শাখা নদীগুলো পানিশূন্য হয়ে পড়ে। তখন এসব নলকূপে আর পানি ওঠে না। নদীতে পানি না থাকায় বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতির ওপর।
কয়েক মাস ধরে অনাবৃষ্টি ও তীব্র খরায় পদ্মা ও বড়াল নদবেষ্টিত চারঘাট উপজেলায় পানির জন্য হাহাকার চলছে। জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। ফলে নলকূপে পানি উঠছে না বলে জানিয়েছেন স্থানীয় জনস্বাস্থ্য অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
জানা গেছে, পৌরশহরসহ উপজেলার নদীতীরবর্তী এলাকায় পানির স্তর ৩২ ফুট নিচে নেমে গেছে। এতে দুপুর ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত অধিকাংশ টিউবওয়েলে পানি ওঠে না। বিশেষ করে এই রমজানে বিশুদ্ধ পানির জন্য রোজাদারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চারঘাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গভীর ও অগভীর নলকূপ রয়েছে প্রায় ১৭ হাজার ৫০০টি। জনস্বাস্থ্য অধিদপ্তর গত তিন বছরে ইউনিয়ন পর্যায়ে গভীর নলকূপ স্থাপন করেছে ৪৬২টি। এসব নলকূপের জন্য দুটি লেয়ার রয়েছে। প্রথম লেয়ারে পানি উত্তোলনের ক্ষমতা রয়েছে ৮৮০ থেকে ৯৪০ ফুটের মধ্যে এবং দ্বিতীয় লেয়ারে ১ হাজার ১০ থেকে ১ হাজার ১০০ ফুটের মধ্যে। কিন্তু পানির স্থিতিতল অস্বাভাবিক নিচে (৩২ ফুট) নেমে যাওয়ায় বর্তমানে দ্বিতীয় লেয়ারেও কাজ হচ্ছে না।
জনস্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, উপজেলায় ৬ হাজার নলকূপের পানি পরীক্ষা করে ৬৭টির পানিতে আর্সেনিক পাওয়া গেছে। সেগুলোর পানিও খাবার অযোগ্য। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মাছ উৎপাদনসহ নানা কাজে খেয়াল-খুশিমতো গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এ জন্য ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। যখন গভীর নলকূপগুলো চালু থাকছে, তখন অগভীর নলকূপগুলোতে পানি উঠছে না।
উপজেলা সদরের বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধি সাইফুল ইসলাম বাদশা বলেন, পদ্মা-বড়াল নদসহ খাল-বিল সব শুকিয়ে চৌচির। পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে। অধিকাংশ নলকূপ অকার্যকর হয়ে পড়েছে। তারপরও ফসলি জমিতে পুকুর খনন করে মাছ চাষ করতে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে পানিশূন্য ভূমিতে পরিণত হবে এ এলাকা।
উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘আমরা পুরোপুরি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। এখন নদী, খাল-বিলে পানি নেই। পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপন এবং একসঙ্গে অতিরিক্ত পানি উত্তোলন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।’
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাসরিন রাজিয়া আখতার জাহান আজকের পত্রিকাকে বলেন, নদীর তীরবর্তী নলকূপগুলোর পানির স্তর নদীর সঙ্গে সম্পৃক্ত। চৈত্র-বৈশাখে পদ্মা নদী শুকিয়ে গেলে বড়ালসহ শাখা নদীগুলো পানিশূন্য হয়ে পড়ে। তখন এসব নলকূপে আর পানি ওঠে না। নদীতে পানি না থাকায় বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতির ওপর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে