দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা
গেট আছে, ঘর আছে, কিন্তু ১০ বছরেও গেটম্যান দেওয়া হয়নি। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার আবারও প্রাণ হারায় চারজন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকার রেলক্রসিংয়ে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত হন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রতিশ্রুতি পেলেও হয়নি কোনো সুরাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের মনোহরগঞ্জের খিলার তুঘুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রেল সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাতপাতালে নেওয়ার পর চালকও নিহত হন।
উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ হান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে মাকছুদুর রহমান (৬৫), হাবিবুর রহমান (৩০), অটোরিকশাচালক হাবিব মিয়া (২৫) মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের বাসিন্দা। এ ছাড়া মহিফুল বেগম (৩১) নাঙ্গলকোটের শাকতলা গ্রামের আফজালুর রহমানের স্ত্রী।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ট্রেন-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে আরেকজন নিহত হন। নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলক্রসিংয়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে খিলার তুঘুরিয়া এলাকায় বাসিন্দা শাহাজান মিয়া বলেন, এখানে রেলক্রসিংয়ে গেট ও ঘর হয়েছে ১০ বছরের বেশি হয়েছে। রেল কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো দুর্ঘটনা হলে ঘটনাস্থলে আসেন, গেটম্যান দেওয়ার আশ্বাস দেন, পরে তা আর বাস্তবায়িত হয় না। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছেই।
আরেক বাসিন্দা আক্তার হোসেন বলেন, তিন উপজেলার বাসিন্দারা এ সড়ক দিয়ে বেশি চলাচল করে। গুরুত্বপূর্ণ একটি সড়কে সবকিছু থাকার পরও একজন গেটম্যান দেওয়া হয় না। গেটম্যানের জন্য করা ঘরে মাদকসেবীরা দিনরাত মাদক সেবন করেন।
উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান এম এ হান্নান বলেন, ‘এ রেলক্রসিংয়ে আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক লোক মারা গেছেন। আজকেও (মঙ্গলবার) চারজন মারা গেছেন। এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে অনেকবার বলেছি। তারা গেট ও ঘর করে লোকবল নিয়োগ দিচ্ছে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, খিলার তুঘুরিয়া এলাকায় রেলক্রসিংয়ে চারজন নিহত হয়েছেন। এ ক্রসিংয়ে গেটম্যান না থাকার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে বলে জেনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি তাঁরা কর্তৃপক্ষকে জানাবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, এ রেলক্রসিং অননুমোদিত। তা ছাড়া তাঁদের লোকবলসংকটের কারণে অনেক জায়গায় গেটম্যান দিতে পারছেন না। লোকবল নিয়োগ হলে এ সমস্যা থাকবে না। তা ছাড়া গতকাল দুর্ঘটনার বিষয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গেট আছে, ঘর আছে, কিন্তু ১০ বছরেও গেটম্যান দেওয়া হয়নি। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গতকাল মঙ্গলবার আবারও প্রাণ হারায় চারজন। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকার রেলক্রসিংয়ে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত হন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রতিশ্রুতি পেলেও হয়নি কোনো সুরাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের মনোহরগঞ্জের খিলার তুঘুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রেল সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাতপাতালে নেওয়ার পর চালকও নিহত হন।
উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ হান্নান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে মাকছুদুর রহমান (৬৫), হাবিবুর রহমান (৩০), অটোরিকশাচালক হাবিব মিয়া (২৫) মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের বাসিন্দা। এ ছাড়া মহিফুল বেগম (৩১) নাঙ্গলকোটের শাকতলা গ্রামের আফজালুর রহমানের স্ত্রী।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ট্রেন-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরে হাসপাতালে আরেকজন নিহত হন। নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেলক্রসিংয়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে খিলার তুঘুরিয়া এলাকায় বাসিন্দা শাহাজান মিয়া বলেন, এখানে রেলক্রসিংয়ে গেট ও ঘর হয়েছে ১০ বছরের বেশি হয়েছে। রেল কর্মকর্তারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো দুর্ঘটনা হলে ঘটনাস্থলে আসেন, গেটম্যান দেওয়ার আশ্বাস দেন, পরে তা আর বাস্তবায়িত হয় না। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছেই।
আরেক বাসিন্দা আক্তার হোসেন বলেন, তিন উপজেলার বাসিন্দারা এ সড়ক দিয়ে বেশি চলাচল করে। গুরুত্বপূর্ণ একটি সড়কে সবকিছু থাকার পরও একজন গেটম্যান দেওয়া হয় না। গেটম্যানের জন্য করা ঘরে মাদকসেবীরা দিনরাত মাদক সেবন করেন।
উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান এম এ হান্নান বলেন, ‘এ রেলক্রসিংয়ে আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক লোক মারা গেছেন। আজকেও (মঙ্গলবার) চারজন মারা গেছেন। এ বিষয়ে রেল কর্তৃপক্ষকে অনেকবার বলেছি। তারা গেট ও ঘর করে লোকবল নিয়োগ দিচ্ছে না। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, খিলার তুঘুরিয়া এলাকায় রেলক্রসিংয়ে চারজন নিহত হয়েছেন। এ ক্রসিংয়ে গেটম্যান না থাকার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে বলে জেনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি তাঁরা কর্তৃপক্ষকে জানাবেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, এ রেলক্রসিং অননুমোদিত। তা ছাড়া তাঁদের লোকবলসংকটের কারণে অনেক জায়গায় গেটম্যান দিতে পারছেন না। লোকবল নিয়োগ হলে এ সমস্যা থাকবে না। তা ছাড়া গতকাল দুর্ঘটনার বিষয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে