সম্পাদকীয়
নবনীতা দেব সেন গিয়েছিলেন যোড়হাটে এক সাহিত্যসভায়। ইচ্ছে হলো সেখান থেকে যাবেন তাওয়াংয়ে। তাওয়াং এমন দুর্গম, যেখানে আদিবাসী মানুষ আর সেনাসদস্যরাই আছেন। সেখানে পারমিট নিয়ে যেতে হয়। মেয়েদের তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।
কিন্তু নবনীতা যাবেন। শীত থেকে নিজেকে রক্ষা করার মতো জামাকাপড় নেই। তবু যাবেন। পারমিট জোগাড় হয়নি, তবু যাবেন। কোথায় গিয়ে উঠবেন, জানেন না, তবু যাবেন।
তেজপুরে এসে উঠলেন কয়েক পুরুষ ধরে এখানে থাকা এক বাঙালি পরিবারে। নবনীতাকে তারা চেনেন লেখার সূত্র ধরে। যত দিন ইচ্ছে, এখানে থাকা যাবে—এমনটাই ভাবছে এই বোস পরিবার। মিসেস বোস, অর্থাৎ যাঁকে এরই মধ্যে আলোদি বানিয়ে ফেলেছেন নবনীতা, তিনি একেবারেই চান না, নবনীতা তাওয়াংয়ে যান। অধ্যাপক বোসও তাঁর স্ত্রীর সঙ্গে একমত। শুধু তাঁদের ছেলে শমী মা-বাবাকে বলে যাচ্ছে, ‘কেন মাসিকে যেতে দিচ্ছ না তোমরা? কুম্ভমেলায় কি ওকে যেতে দিতে তোমরা? মাসি তো গেছে। এ কারণেই না তোমরা বইটা পড়েছ!’
পারমিট আনার জন্য ইনারলাইন সরকারি অফিসে যাওয়া হলো। যিনি পারমিট দেবেন, তিনি তখন ইটানগরে। দুই-তিন দিন পর ফিরবেন তেজপুর। তাওয়াংয়ের এক ডাক্তারের জিপগাড়ি খারাপ হয়ে গেছে। তিনি একটি রেশন ট্রাকে করে ফিরবেন। তাঁর সঙ্গে ঝুলে পড়তে চাইলেন নবনীতা। কিন্তু সেটাও হলো না। তখন বোস পরিবারের কাছে টেলিফোন গাইডটা চাইলেন। সেখানে পাওয়া গেল পরিচিত এক নাম। ইটানগরে গভর্নরের উপদেষ্টার নাম মি. হাউন্ড, সে কথাই বলেছিলেন বিজয় হেনড্রিকে, সেখানকার এমএলএ। তাঁকে ফোন করলেন নবনীতা। অপর পাশ থেকে কেউ বলল, ‘নমস্কার। আমি হাউন্ড বলছি।’
সিরিয়াস কণ্ঠে নবনীতা বললেন, ‘আমি ডক্টর নবনীতা দেব সেন বলছি।’
‘ও, ডক্টর দেব সেন? কালই আপনার একটা ইন্টারভিউ শুনলাম গৌহাটি রেডিওতে। তেজপুরে কবে এলেন?’
বেশি কথায় না গিয়ে নবনীতা তাওয়াংয়ের পারমিট চাইলেন এবং বিকেল পাঁচটার মধ্যেই হয়ে গেল সে পারমিট! এরপর তাওয়াং।
সূত্র: নবনীতা দেব সেন, ট্রাকবাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬৮-৭৩
নবনীতা দেব সেন গিয়েছিলেন যোড়হাটে এক সাহিত্যসভায়। ইচ্ছে হলো সেখান থেকে যাবেন তাওয়াংয়ে। তাওয়াং এমন দুর্গম, যেখানে আদিবাসী মানুষ আর সেনাসদস্যরাই আছেন। সেখানে পারমিট নিয়ে যেতে হয়। মেয়েদের তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।
কিন্তু নবনীতা যাবেন। শীত থেকে নিজেকে রক্ষা করার মতো জামাকাপড় নেই। তবু যাবেন। পারমিট জোগাড় হয়নি, তবু যাবেন। কোথায় গিয়ে উঠবেন, জানেন না, তবু যাবেন।
তেজপুরে এসে উঠলেন কয়েক পুরুষ ধরে এখানে থাকা এক বাঙালি পরিবারে। নবনীতাকে তারা চেনেন লেখার সূত্র ধরে। যত দিন ইচ্ছে, এখানে থাকা যাবে—এমনটাই ভাবছে এই বোস পরিবার। মিসেস বোস, অর্থাৎ যাঁকে এরই মধ্যে আলোদি বানিয়ে ফেলেছেন নবনীতা, তিনি একেবারেই চান না, নবনীতা তাওয়াংয়ে যান। অধ্যাপক বোসও তাঁর স্ত্রীর সঙ্গে একমত। শুধু তাঁদের ছেলে শমী মা-বাবাকে বলে যাচ্ছে, ‘কেন মাসিকে যেতে দিচ্ছ না তোমরা? কুম্ভমেলায় কি ওকে যেতে দিতে তোমরা? মাসি তো গেছে। এ কারণেই না তোমরা বইটা পড়েছ!’
পারমিট আনার জন্য ইনারলাইন সরকারি অফিসে যাওয়া হলো। যিনি পারমিট দেবেন, তিনি তখন ইটানগরে। দুই-তিন দিন পর ফিরবেন তেজপুর। তাওয়াংয়ের এক ডাক্তারের জিপগাড়ি খারাপ হয়ে গেছে। তিনি একটি রেশন ট্রাকে করে ফিরবেন। তাঁর সঙ্গে ঝুলে পড়তে চাইলেন নবনীতা। কিন্তু সেটাও হলো না। তখন বোস পরিবারের কাছে টেলিফোন গাইডটা চাইলেন। সেখানে পাওয়া গেল পরিচিত এক নাম। ইটানগরে গভর্নরের উপদেষ্টার নাম মি. হাউন্ড, সে কথাই বলেছিলেন বিজয় হেনড্রিকে, সেখানকার এমএলএ। তাঁকে ফোন করলেন নবনীতা। অপর পাশ থেকে কেউ বলল, ‘নমস্কার। আমি হাউন্ড বলছি।’
সিরিয়াস কণ্ঠে নবনীতা বললেন, ‘আমি ডক্টর নবনীতা দেব সেন বলছি।’
‘ও, ডক্টর দেব সেন? কালই আপনার একটা ইন্টারভিউ শুনলাম গৌহাটি রেডিওতে। তেজপুরে কবে এলেন?’
বেশি কথায় না গিয়ে নবনীতা তাওয়াংয়ের পারমিট চাইলেন এবং বিকেল পাঁচটার মধ্যেই হয়ে গেল সে পারমিট! এরপর তাওয়াং।
সূত্র: নবনীতা দেব সেন, ট্রাকবাহনে ম্যাকমাহনে, পৃষ্ঠা ৬৮-৭৩
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১১ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৩ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে