জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, ইসহাকপুরের যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি ও একই এলাকার যুক্তরাজ্যপ্রবাসী সুরুজ আলী পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের এ সংঘর্ষ হয়। এ সময় নোমান আহমদ (২৪) ও আব্দুস সালাম (৪৫) গুলিবিদ্ধ হন। পরে তাঁদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। আহত অন্য চারজনের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ইসহাকপুরের বদরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের সংঘর্ষের ঘটনায় আমি কিংবা আমাদের পক্ষের কেউ জড়িত নয়। উস্তার গণির পক্ষের লোক আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে সুরুজ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ি ভাঙচুর করে লোকজন মারধর করেছে।’
অপরদিকে উস্তার গণির পক্ষের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা করেছে।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমদ বলেন, ‘রাতের ভাত খাওয়ার সময় গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। তবে এ সময় আমি বাইরে বের হইনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ টি এম শাফায়াত সামস্ রকি জানান, মারামারির ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে ছয়জন রোগী এসেছিলেন। এর মধ্যে দুজনের শরীরে গুলির চিহ্ন সন্দেহে সিলেটে পাঠানো হয়। অপর একজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, ‘ইসহাকপুর পাবলিক উচ্চবিদ্যালয় উন্নয়ন কমিটি নিয়ে উস্তার গণি ও বদরুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক ১৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদী মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, ইসহাকপুরের যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণি ও একই এলাকার যুক্তরাজ্যপ্রবাসী সুরুজ আলী পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষের এ সংঘর্ষ হয়। এ সময় নোমান আহমদ (২৪) ও আব্দুস সালাম (৪৫) গুলিবিদ্ধ হন। পরে তাঁদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। আহত অন্য চারজনের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ইসহাকপুরের বদরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের সংঘর্ষের ঘটনায় আমি কিংবা আমাদের পক্ষের কেউ জড়িত নয়। উস্তার গণির পক্ষের লোক আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে সুরুজ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ি ভাঙচুর করে লোকজন মারধর করেছে।’
অপরদিকে উস্তার গণির পক্ষের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা করেছে।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহিন আহমদ বলেন, ‘রাতের ভাত খাওয়ার সময় গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। তবে এ সময় আমি বাইরে বের হইনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এ টি এম শাফায়াত সামস্ রকি জানান, মারামারির ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রে ছয়জন রোগী এসেছিলেন। এর মধ্যে দুজনের শরীরে গুলির চিহ্ন সন্দেহে সিলেটে পাঠানো হয়। অপর একজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, ‘ইসহাকপুর পাবলিক উচ্চবিদ্যালয় উন্নয়ন কমিটি নিয়ে উস্তার গণি ও বদরুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক ১৪ জনের বিরুদ্ধে পুলিশ বাদী মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে