ছাগলনাইয়া পৌরসভার নির্বাচন কাল

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০৮: ৪৩
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ২৫

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার নির্বাচন আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইভিএমের মাধ্যমে এই নির্বাচন কেমন হবে, নির্বাচনের পরিবেশ কেমন থাকবে, কে জিতবে তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। আর প্রার্থীর মধ্যে কাজ করছে নানা ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এবার ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগ সভাপতি বর্তমান মেয়র মোহাম্মদ মোস্তফা। স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে উপজেলা যুবলীগের সদস্য নুর মো. জাকের হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত