বিনোদন ডেস্ক
এ বছর হলিউডে মুক্তির তালিকায় থাকা আলোচিত দুই সিনেমা ‘মিকি ১৭’ ও ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার’। ওয়ার্নার ব্রসের এ দুই সিনেমার মুক্তির তারিখ ছিল যথাক্রমে আগামী ২৯ মার্চ ও ১২ এপ্রিল। সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি সিনেমারই মুক্তির তারিখ বদলেছে ওয়ার্নার ব্রস। ১২ এপ্রিলের বদলে দুই সপ্তাহ এগিয়ে গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার মুক্তি পাবে ২৯ মার্চ। আর মিকি ১৭-এর মুক্তির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বছরের শিডিউল থেকে সিনেমাটির নাম সরিয়ে নিয়েছে ওয়ার্নার ব্রস।
ভ্যারাইটি জানিয়েছে, মুক্তির জন্য এখনো প্রস্তুত হতে পারেনি মিকি ১৭। কাজ শেষ হতে আরও সময় লাগবে। গত বছর লেখক ও অভিনয়শিল্পীদের জোড়া ধর্মঘটের কারণে সময়মতো কাজ শেষ করতে পারেননি নির্মাতা বং জুন-হো। তবে যেহেতু গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ারের কাজ এরই মধ্যে শেষ, তাই পূর্বনির্ধারিত মিকি ১৭-এর মুক্তির তারিখেই এগিয়ে আনা হয়েছে গডজিলা এক্স কংকে।
বিজ্ঞান কল্পকাহিনি মিকি ১৭ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ প্রবল। তার অন্যতম কারণ নির্মাতা বং জুন-হো। দক্ষিণ কোরিয়ান এই নির্মাতা ‘প্যারাসাইট’ দিয়ে ২০১৯ সালে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ইংরেজি ভাষার না হয়েও প্যারাসাইট অস্কারে জিতে নিয়েছিল সেরা সিনেমার পুরস্কার। প্যারাসাইট মুক্তির প্রায় পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন বং জুন-হো।
মিকি ১৭ তৈরি হয়েছে এমন এক চরিত্রকে নিয়ে, যাকে দূরবর্তী গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য পাঠানো হয়েছে। একেক দলে কয়েকজন সদস্য থাকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে এ কাজে নামে। যদি কেউ মারা যায়, নতুন দেহে তার স্মৃতি পুনরায় স্থাপন করা হয়। এ সিনেমায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, স্টিভেন ইয়ো, মার্ক রুফেলো প্রমুখ।
অন্যদিকে গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সাস কং’-এর সিক্যুয়েল। আগের গল্পে দেখা গিয়েছিল, দুই মনস্টার শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। দ্য নিউ এমপায়ারের ট্রেলারে দেখা গেছে, নতুন প্রাণীর আবির্ভাব হয়েছে। তাকে দমন করতে গডজিলা ও কংয়ের একত্র হওয়ার প্রয়োজন হবে। অ্যাডাম উইনগার্ডের পরিচালনায় এতে অভিনয় করেছেন রেবেকা হল, ব্রায়ান টাইরি হেনরি, ড্যান স্টিভেন প্রমুখ।
এ বছর হলিউডে মুক্তির তালিকায় থাকা আলোচিত দুই সিনেমা ‘মিকি ১৭’ ও ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার’। ওয়ার্নার ব্রসের এ দুই সিনেমার মুক্তির তারিখ ছিল যথাক্রমে আগামী ২৯ মার্চ ও ১২ এপ্রিল। সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি সিনেমারই মুক্তির তারিখ বদলেছে ওয়ার্নার ব্রস। ১২ এপ্রিলের বদলে দুই সপ্তাহ এগিয়ে গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার মুক্তি পাবে ২৯ মার্চ। আর মিকি ১৭-এর মুক্তির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বছরের শিডিউল থেকে সিনেমাটির নাম সরিয়ে নিয়েছে ওয়ার্নার ব্রস।
ভ্যারাইটি জানিয়েছে, মুক্তির জন্য এখনো প্রস্তুত হতে পারেনি মিকি ১৭। কাজ শেষ হতে আরও সময় লাগবে। গত বছর লেখক ও অভিনয়শিল্পীদের জোড়া ধর্মঘটের কারণে সময়মতো কাজ শেষ করতে পারেননি নির্মাতা বং জুন-হো। তবে যেহেতু গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ারের কাজ এরই মধ্যে শেষ, তাই পূর্বনির্ধারিত মিকি ১৭-এর মুক্তির তারিখেই এগিয়ে আনা হয়েছে গডজিলা এক্স কংকে।
বিজ্ঞান কল্পকাহিনি মিকি ১৭ নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ প্রবল। তার অন্যতম কারণ নির্মাতা বং জুন-হো। দক্ষিণ কোরিয়ান এই নির্মাতা ‘প্যারাসাইট’ দিয়ে ২০১৯ সালে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ইংরেজি ভাষার না হয়েও প্যারাসাইট অস্কারে জিতে নিয়েছিল সেরা সিনেমার পুরস্কার। প্যারাসাইট মুক্তির প্রায় পাঁচ বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন বং জুন-হো।
মিকি ১৭ তৈরি হয়েছে এমন এক চরিত্রকে নিয়ে, যাকে দূরবর্তী গ্রহে উপনিবেশ স্থাপনের জন্য পাঠানো হয়েছে। একেক দলে কয়েকজন সদস্য থাকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে এ কাজে নামে। যদি কেউ মারা যায়, নতুন দেহে তার স্মৃতি পুনরায় স্থাপন করা হয়। এ সিনেমায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, স্টিভেন ইয়ো, মার্ক রুফেলো প্রমুখ।
অন্যদিকে গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সাস কং’-এর সিক্যুয়েল। আগের গল্পে দেখা গিয়েছিল, দুই মনস্টার শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। দ্য নিউ এমপায়ারের ট্রেলারে দেখা গেছে, নতুন প্রাণীর আবির্ভাব হয়েছে। তাকে দমন করতে গডজিলা ও কংয়ের একত্র হওয়ার প্রয়োজন হবে। অ্যাডাম উইনগার্ডের পরিচালনায় এতে অভিনয় করেছেন রেবেকা হল, ব্রায়ান টাইরি হেনরি, ড্যান স্টিভেন প্রমুখ।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে