ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে দলীয় সিদ্ধান্ত থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৩টির মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির ১১ জন সাবেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল শনিবার বিকেল পর্যন্ত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা নিজেদের স্বতন্ত্র প্রার্থী দাবি করে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় ১৩ টির মধ্যে ১১টি ইউপি নির্বাচনে বিএনপির ১১ জন সাবেক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে একজন দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যানও রয়েছেন। তবে অধিকাংশরাই উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদলের আগের কমিটিতে বিভিন্ন পদে ছিলেন। বর্তমানে তাঁরা দলীয় কোনো পদে নেই।
ওই ১১ জন হলেন উপজেলা সদর ইউপি থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হাসান চৌধুরী, গোকর্ণ ইউপি থেকে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, ধরমন্ডলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বুড়িশ্বরে উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, কুন্ডা ইউপিতে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি উমরাও খান, পূর্বভাগে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ওরফে হাজারী, চাপরতলায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়েজউদ্দিন জামাল, ফান্দাউকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মামুনের স্ত্রী খালেদা বেগম, হরিপুরে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মিয়া, গুনিয়াউকে উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুল হক লিটন।
এ ছাড়া গোয়ালনগর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির ১০১ নম্বর সদস্য আহজারুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি উপজেলা যুবদলের আগের কমিটির সদস্য ছিলেন। তবে জেলা আওয়ামী লীগ তাঁকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উল্লেখ করে সুপারিশ তালিকায় এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠায়। এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আর মনোনয়ন পাননি।
গুনিয়াউক ইউপি নির্বাচনে চেয়ারম্যানপদে মনোনয়নপত্র সংগ্রহ করা উপজেলা বিএনপির সাবেক সদস্য আইনজীবী শামছুল হক লিটন বলেন, ‘উপজেলা বিএনপির আগের কমিটিতে সদস্য ছিলাম। বর্তমানে উপজেলায় বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব।’
উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম এ হান্নান বলেন, ‘আমি গোকর্ণ ইউপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে উপজেলায় বিএনপির কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংখ্যাটি আজ রোববার বিকেল ছাড়া বলা যাবে না। আর যাঁরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁদের সবাই-ই যে নির্বাচন করবেন, সেটিও নিশ্চিত না। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বলা যাবে কতজন বা কারা কারা নির্বাচন করবেন।’
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান বলেন, বিএনপির কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে দল থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করে কেউ যদি নির্বাচনে অংশ নেন তাহলে বহিষ্কার করা হবে।
আগামী ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১৩ ইউপিতে নির্বাচনে ভোট হবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে দলীয় সিদ্ধান্ত থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৩টির মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির ১১ জন সাবেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল শনিবার বিকেল পর্যন্ত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা নিজেদের স্বতন্ত্র প্রার্থী দাবি করে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় ১৩ টির মধ্যে ১১টি ইউপি নির্বাচনে বিএনপির ১১ জন সাবেক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে একজন দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যানও রয়েছেন। তবে অধিকাংশরাই উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদলের আগের কমিটিতে বিভিন্ন পদে ছিলেন। বর্তমানে তাঁরা দলীয় কোনো পদে নেই।
ওই ১১ জন হলেন উপজেলা সদর ইউপি থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হাসান চৌধুরী, গোকর্ণ ইউপি থেকে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান, ধরমন্ডলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বুড়িশ্বরে উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, কুন্ডা ইউপিতে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি উমরাও খান, পূর্বভাগে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ওরফে হাজারী, চাপরতলায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফয়েজউদ্দিন জামাল, ফান্দাউকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মামুনের স্ত্রী খালেদা বেগম, হরিপুরে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মিয়া, গুনিয়াউকে উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুল হক লিটন।
এ ছাড়া গোয়ালনগর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির ১০১ নম্বর সদস্য আহজারুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি উপজেলা যুবদলের আগের কমিটির সদস্য ছিলেন। তবে জেলা আওয়ামী লীগ তাঁকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উল্লেখ করে সুপারিশ তালিকায় এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠায়। এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আর মনোনয়ন পাননি।
গুনিয়াউক ইউপি নির্বাচনে চেয়ারম্যানপদে মনোনয়নপত্র সংগ্রহ করা উপজেলা বিএনপির সাবেক সদস্য আইনজীবী শামছুল হক লিটন বলেন, ‘উপজেলা বিএনপির আগের কমিটিতে সদস্য ছিলাম। বর্তমানে উপজেলায় বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। আমি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। শেষ পর্যন্ত নির্বাচনে থাকব।’
উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম এ হান্নান বলেন, ‘আমি গোকর্ণ ইউপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে উপজেলায় বিএনপির কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংখ্যাটি আজ রোববার বিকেল ছাড়া বলা যাবে না। আর যাঁরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাঁদের সবাই-ই যে নির্বাচন করবেন, সেটিও নিশ্চিত না। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বলা যাবে কতজন বা কারা কারা নির্বাচন করবেন।’
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান বলেন, বিএনপির কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে দল থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করে কেউ যদি নির্বাচনে অংশ নেন তাহলে বহিষ্কার করা হবে।
আগামী ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১৩ ইউপিতে নির্বাচনে ভোট হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে