আবদুল আযীয কাসেমি
প্রশ্ন: ইসলামি শরিয়তে বিয়ের মোহরানা নির্ধারণের মূলনীতি কী কী? সর্বোচ্চ ও সর্বনিম্ন মোহরানা কি নির্দিষ্ট করা আছে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
ফাহমিদা কামাল, ঢাকা
উত্তর: ইসলামের দৃষ্টিতে বিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হালাল উপায়ে জৈবিক চাহিদা পূর্ণ করতে আল্লাহ তাআলা এ বিধান বিধিবদ্ধ করেছেন। স্ত্রীর মোহরানা আদায় করা বিয়ের অন্যতম শর্ত। নারীকে সম্মানিত ও মূল্যবান হিসেবে উপস্থাপন করার জন্যই মূলত মোহরানার বিধান প্রবর্তন করা হয়েছে। তাই মূল্যবান বস্তুর বিনিময়েই শরিয়াহসম্মত উপায়ে নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। এ কারণেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অর্থের বিনিময়েই স্ত্রী সন্ধান করার নির্দেশ দিয়েছেন। (সুরা নিসা: ২৪)
ইসলামি শরিয়তে মোহরানার সুনির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারিত নেই। তবে মোহরানা অবশ্যই এমন কিছু হতে হবে, যা শরিয়তের দৃষ্টিতে অর্থ হিসেবে বিবেচিত। অথবা এমন কোনো বস্তু হতে হবে, যার বিনিময়ে অর্থ পরিশোধ করতে হয়। সেটি অবশ্যই কোনো বস্তু হতে হবে। সুতরাং ইসলামি শরিয়তে শ্রমের বিনিময়ে মোহরানা দেওয়া শুদ্ধ হয় না।
যেসব বস্তু শরিয়াহর দৃষ্টিতে হারাম ও মূল্যহীন, যেমন শূকর, মাদক ইত্যাদি, তা মোহরানা ধরলে শুদ্ধ হবে না। এ ক্ষেত্রে বরকে একশ্রেণির ও সমগোত্রীয় মেয়েদের মোহরানার সমপরিমাণ মোহরানা আদায় করতে হবে। কোনো কোনো বর্ণনায় মোহরানার সর্বনিম্ন পরিমাণ ১০ দিরহাম তথা ৩০ দশমিক ৬১৮ গ্রাম রুপা অথবা এর সমপরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে। এটি হানাফি মাজহাবের মত।
মোহরানা পরিমাণে বেশি হলে শরিয়তের দৃষ্টিতে আপত্তি নেই। বেশি মোহরানাও ইসলামে অনুমোদিত। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করার সিদ্ধান্ত নাও এবং তাদের একজনকে (আগের স্ত্রী) প্রচুর অর্থও দিয়ে থাকো, তবু তা থেকে কিছুই ফেরত নিয়ো না।’ (সুরা নিসা: ২০)
বিয়ের মোহরানা নির্ধারণে ইসলামের সাধারণ নির্দেশনা হলো, উভয় পক্ষের সম্মতিতে বর-কনের আর্থিক অবস্থা বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ নির্দিষ্ট অঙ্ক ঠিক করা।
মেয়ের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা বিবেচনায় মোহরানার পরিমাণে কমবেশি হতে পারে। তবে অতিমাত্রায় মোহরানা ঠিক করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম বিয়েকে সহজ করতে উৎসাহিত করে। সাহাবিদের জীবনের দিকে তাকালেই তা বোঝা যায়। হজরত আলী (রা.) নবীতয়না হজরত ফাতেমা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন বাসর করতে চাইলেন, মহানবী (সা.) বললেন, ‘কিছু মোহর দেওয়া ছাড়া বাসর করা যাবে না।’ হজরত আলী বললেন, ‘আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই।’ নবীজি বললেন, ‘তোমার বর্মটা দিয়ে দাও।’ (আবু দাউদ)
হজরত আবদুর রহমান বিন আউফ (রা.) ছিলেন বিখ্যাত ব্যবসায়ী সাহাবি। তিনি এক টুকরো স্বর্ণ মোহরানা দিয়ে বিয়ে করেছিলেন। এমনকি বিয়েতে নবীজি (সা,)-কে পর্যন্ত দাওয়াত করেননি। (বুখারি) বোঝা যায়, বিয়ে অত্যন্ত সহজ বিষয় ছিল। নবীজি নিজেও সব স্ত্রীকে সমান মোহরানা দেননি। কেবল হজরত উম্মে হাবিবা (রা)-কে সর্বোচ্চ মোহরানা দিয়েছিলেন, যা আদায় করেছিলেন ইথিওপিয়ার বাদশাহ নাজাশি। (বুখারি ও মুসলিম)
উত্তর দিয়েছেন
আবদুল আযীয কাসেমি
শিক্ষক ও হাদিস গবেষক
প্রশ্ন: ইসলামি শরিয়তে বিয়ের মোহরানা নির্ধারণের মূলনীতি কী কী? সর্বোচ্চ ও সর্বনিম্ন মোহরানা কি নির্দিষ্ট করা আছে? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
ফাহমিদা কামাল, ঢাকা
উত্তর: ইসলামের দৃষ্টিতে বিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হালাল উপায়ে জৈবিক চাহিদা পূর্ণ করতে আল্লাহ তাআলা এ বিধান বিধিবদ্ধ করেছেন। স্ত্রীর মোহরানা আদায় করা বিয়ের অন্যতম শর্ত। নারীকে সম্মানিত ও মূল্যবান হিসেবে উপস্থাপন করার জন্যই মূলত মোহরানার বিধান প্রবর্তন করা হয়েছে। তাই মূল্যবান বস্তুর বিনিময়েই শরিয়াহসম্মত উপায়ে নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে হবে। এ কারণেই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অর্থের বিনিময়েই স্ত্রী সন্ধান করার নির্দেশ দিয়েছেন। (সুরা নিসা: ২৪)
ইসলামি শরিয়তে মোহরানার সুনির্দিষ্ট কোনো পরিমাণ নির্ধারিত নেই। তবে মোহরানা অবশ্যই এমন কিছু হতে হবে, যা শরিয়তের দৃষ্টিতে অর্থ হিসেবে বিবেচিত। অথবা এমন কোনো বস্তু হতে হবে, যার বিনিময়ে অর্থ পরিশোধ করতে হয়। সেটি অবশ্যই কোনো বস্তু হতে হবে। সুতরাং ইসলামি শরিয়তে শ্রমের বিনিময়ে মোহরানা দেওয়া শুদ্ধ হয় না।
যেসব বস্তু শরিয়াহর দৃষ্টিতে হারাম ও মূল্যহীন, যেমন শূকর, মাদক ইত্যাদি, তা মোহরানা ধরলে শুদ্ধ হবে না। এ ক্ষেত্রে বরকে একশ্রেণির ও সমগোত্রীয় মেয়েদের মোহরানার সমপরিমাণ মোহরানা আদায় করতে হবে। কোনো কোনো বর্ণনায় মোহরানার সর্বনিম্ন পরিমাণ ১০ দিরহাম তথা ৩০ দশমিক ৬১৮ গ্রাম রুপা অথবা এর সমপরিমাণ অর্থের কথা উল্লেখ করা হয়েছে। এটি হানাফি মাজহাবের মত।
মোহরানা পরিমাণে বেশি হলে শরিয়তের দৃষ্টিতে আপত্তি নেই। বেশি মোহরানাও ইসলামে অনুমোদিত। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করার সিদ্ধান্ত নাও এবং তাদের একজনকে (আগের স্ত্রী) প্রচুর অর্থও দিয়ে থাকো, তবু তা থেকে কিছুই ফেরত নিয়ো না।’ (সুরা নিসা: ২০)
বিয়ের মোহরানা নির্ধারণে ইসলামের সাধারণ নির্দেশনা হলো, উভয় পক্ষের সম্মতিতে বর-কনের আর্থিক অবস্থা বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ নির্দিষ্ট অঙ্ক ঠিক করা।
মেয়ের পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা বিবেচনায় মোহরানার পরিমাণে কমবেশি হতে পারে। তবে অতিমাত্রায় মোহরানা ঠিক করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম বিয়েকে সহজ করতে উৎসাহিত করে। সাহাবিদের জীবনের দিকে তাকালেই তা বোঝা যায়। হজরত আলী (রা.) নবীতয়না হজরত ফাতেমা (রা.)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন বাসর করতে চাইলেন, মহানবী (সা.) বললেন, ‘কিছু মোহর দেওয়া ছাড়া বাসর করা যাবে না।’ হজরত আলী বললেন, ‘আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই।’ নবীজি বললেন, ‘তোমার বর্মটা দিয়ে দাও।’ (আবু দাউদ)
হজরত আবদুর রহমান বিন আউফ (রা.) ছিলেন বিখ্যাত ব্যবসায়ী সাহাবি। তিনি এক টুকরো স্বর্ণ মোহরানা দিয়ে বিয়ে করেছিলেন। এমনকি বিয়েতে নবীজি (সা,)-কে পর্যন্ত দাওয়াত করেননি। (বুখারি) বোঝা যায়, বিয়ে অত্যন্ত সহজ বিষয় ছিল। নবীজি নিজেও সব স্ত্রীকে সমান মোহরানা দেননি। কেবল হজরত উম্মে হাবিবা (রা)-কে সর্বোচ্চ মোহরানা দিয়েছিলেন, যা আদায় করেছিলেন ইথিওপিয়ার বাদশাহ নাজাশি। (বুখারি ও মুসলিম)
উত্তর দিয়েছেন
আবদুল আযীয কাসেমি
শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে