আবদুল আযীয কাসেমি
পাপ-পুণ্য মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পুণ্যের অব্যাহত চর্চা মানুষকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। অপরদিকে পাপের বিরতিহীন অভিযাত্রা মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়। এ রকম মানুষ পরিণত হয় অমানুষে। পাপের মধ্যেও আছে নানা স্তর। গোপন, প্রকাশ্য; বড়, ছোট, জঘন্য, লঘু ইত্যাদি। সব পাপই বর্জনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘প্রকাশ্য-গোপন সব রকম পাপ ত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপকাজ সম্পাদন করছে শিগগিরই তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ (সুরা আনআম)
তবে গোপনে পাপ বর্তমান সময়ে খুবই প্রচলিত। বিশেষত প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে এটি মহামারি আকার ধারণ করেছে। পাশাপাশি সামাজিক নানা বিধিনিষেধ উঠে যাওয়ার ফলে এসব পাপকাজ সীমা ছাড়িয়ে যাচ্ছে। গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে মহানবী (সা.) কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মহানবী (সা.) বলেন, ‘আমি এমন কিছু লোকদের কথা জানি, যারা কিয়ামতের দিন শুভ্র তিহামা পাহাড়ের মতো রাশি রাশি পুণ্য নিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ তাআলা সেসব বাতাসের মতো উড়িয়ে দেবেন। মনে রেখো, তারা তোমাদেরই ভাই। তোমাদেরই গোত্র-বংশের। তোমরা যেমন রাতে নামাজ পড়ো তারাও পড়ে। তবে তারা নির্জনে দেদার হারামে লিপ্ত হয়ে যায়।’ (ইবনে মাজাহ)
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, ‘গোপন পাপাচার অধঃপতন ও অবনতির মৌলিক একটি কারণ। অপরদিকে গোপন ইবাদত দীনের ওপর অবিচলতার সুদৃঢ় সোপান।’ (হিসনুল মুসলিম) আলেমেরা লিখেন, গোপন পাপীর এমন পরিণতির কারণ হলো, সে মানুষের সামনে পাপ পরিহার করলেও গোপনে চরম পাপাচারে লিপ্ত হয়, যা স্পষ্ট কপটতা ও মুনাফেকি। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন। নির্জনে পাপকারী ব্যক্তি যেন আল্লাহকে মানুষ থেকেও তুচ্ছ ভাবে। তাই তার শাস্তি বড়।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
পাপ-পুণ্য মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পুণ্যের অব্যাহত চর্চা মানুষকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করে। অপরদিকে পাপের বিরতিহীন অভিযাত্রা মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয়। এ রকম মানুষ পরিণত হয় অমানুষে। পাপের মধ্যেও আছে নানা স্তর। গোপন, প্রকাশ্য; বড়, ছোট, জঘন্য, লঘু ইত্যাদি। সব পাপই বর্জনীয়। আল্লাহ তাআলা বলেন, ‘প্রকাশ্য-গোপন সব রকম পাপ ত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপকাজ সম্পাদন করছে শিগগিরই তাদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’ (সুরা আনআম)
তবে গোপনে পাপ বর্তমান সময়ে খুবই প্রচলিত। বিশেষত প্রযুক্তির অবাধ ব্যবহারের কারণে এটি মহামারি আকার ধারণ করেছে। পাশাপাশি সামাজিক নানা বিধিনিষেধ উঠে যাওয়ার ফলে এসব পাপকাজ সীমা ছাড়িয়ে যাচ্ছে। গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে মহানবী (সা.) কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মহানবী (সা.) বলেন, ‘আমি এমন কিছু লোকদের কথা জানি, যারা কিয়ামতের দিন শুভ্র তিহামা পাহাড়ের মতো রাশি রাশি পুণ্য নিয়ে হাজির হবে। কিন্তু আল্লাহ তাআলা সেসব বাতাসের মতো উড়িয়ে দেবেন। মনে রেখো, তারা তোমাদেরই ভাই। তোমাদেরই গোত্র-বংশের। তোমরা যেমন রাতে নামাজ পড়ো তারাও পড়ে। তবে তারা নির্জনে দেদার হারামে লিপ্ত হয়ে যায়।’ (ইবনে মাজাহ)
ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, ‘গোপন পাপাচার অধঃপতন ও অবনতির মৌলিক একটি কারণ। অপরদিকে গোপন ইবাদত দীনের ওপর অবিচলতার সুদৃঢ় সোপান।’ (হিসনুল মুসলিম) আলেমেরা লিখেন, গোপন পাপীর এমন পরিণতির কারণ হলো, সে মানুষের সামনে পাপ পরিহার করলেও গোপনে চরম পাপাচারে লিপ্ত হয়, যা স্পষ্ট কপটতা ও মুনাফেকি। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন। নির্জনে পাপকারী ব্যক্তি যেন আল্লাহকে মানুষ থেকেও তুচ্ছ ভাবে। তাই তার শাস্তি বড়।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে