মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট
‘ভাইরে আগে আমরা যহন ছোট্ট ছোট্ট, তহন গাংগে জালি লয়ে গেলেই খালাই ভইরা মাছ লইয়া আইতাম। আর এহন গাংগে (নদ) পানিই আহে না। ছোড থাইকা দেইখা আইতাছি, পানি আহে উজান থাইকা। আর এহন গাংগে ঢল আইলে আমগর উজানে পানি যায়। যুগ পাল্টাইছে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন হালুয়াঘাটের আমতৈল ইউনিয়নের বাসিন্দা আ. সাত্তার।
একসময়ের খরস্রোতা কংস নদ। কিন্তু দখল, ভরাট আর দূষণে কংস এখন অস্তিত্ব সংকটে। হালুয়াঘাটে একসময় এই নদের পানি দিয়ে চাষাবাদ হতো দুই পাড়ের হাজার হাজার একর ফসলি জমিতে। সেই নদের বুকে এখন সেচপাম্প বসিয়ে আবাদ হচ্ছে ধান, মরিচ, পাটসহ নানা ফসল। নদটি বাঁচাতে খননের দাবি এলাকাবাসীর।
এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খলাভাঙা এলাকায় ভোগাই নদ থেকে কংস শাখা নদটি দক্ষিণ-পূর্বদিকে চলে গেছে। এই শাখাটি খলাভাঙা গ্রাম হয়ে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর, চর গোরকপুর, মাইজপাড়া, রামনগর, জৈয়তক, ডুবারপাড়, ঝাউগড়া ও আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল হয়ে ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরেছে। শেষে ফুলপুরের সরচাপুর গিয়ে পুনরায় ভোগাই নদে মিশেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এই নদের পানি দিয়ে খেতে সেচের পাশাপাশি গৃহস্থালির কাজ, গবাদিপশুর গোসল করানোসহ নানান কাজে ব্যবহার করতেন গ্রামবাসী। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতায়, কিছু অসাধু মানুষের দখল ও দূষণে এবং সময়মতো খনন না করায় এখন বেহাল দশা নদটির। উজানে নদটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় নতুন পানি আসে বিপরীত দিক ভাটি থেকে। ভাটিতে নদীর অস্তিত্ব কিছুটা থাকলেও উজানে অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কংস নদের শাখামুখেই রয়েছে স্লুইস গেট। সেখান থেকে তিন কিলোমিটার নদী খননকাজ করেছে বিএডিসি। তবে খননকাজ বোঝার কোনো উপায় নেই। খনন করা বালি রাখা হয়েছে দুই পাশে। এতেবিপত্তি বেড়েছে। পাশে রাখা বালি ও মাটি ছিটিয়ে পড়ে আছে নদে। এ নিয়ে ভাটির দুই পাড়ের মানুষ ক্ষোভ প্রকাশ করেন। চরগোরকপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদের বুকে সবুজ ফসলি জমি। কোথাও কোথাও বিশাল মরিচখেত। কোথাও কোথাও নদের বুকে পাম্প বসিয়ে সেচ দেওয়া হচ্ছে বোরো খেতে। ওই এলাকা থেকে আমতৈল ইউনিয়নের সরচাপুর এলাকা পর্যন্ত দখল আর ভরাটে বিলীন নদটি।
চরগোরকপুর এলাকার এক কৃষক জানান, তাঁর জমির নিচু অংশে নদ ভরাট হয়ে চর জাগায় এখন সেটি দখল করে চাষাবাদ করছেন তিনি। শুধু তিনিই নন, আরও অসংখ্য মানুষ জমির পাশে দখল করে নিয়েছে। স্থানীয় এক শিক্ষক জানান, নদটি ড্রেজিংয়ের মাধ্যমে খনন করলে আবারও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। সরকারের কাছে নদীটি খননের জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, উপজেলায় প্রধান কয়েকটি নদ-নদী প্রাকৃতিকভাবে ও অবৈধ দখলের কারণে ভরাট হয়ে গেছে। নদটি রক্ষা করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কংস নদ খননের কাজ প্রক্রিয়াধীন। আশা করি খনন শেষ হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।
‘ভাইরে আগে আমরা যহন ছোট্ট ছোট্ট, তহন গাংগে জালি লয়ে গেলেই খালাই ভইরা মাছ লইয়া আইতাম। আর এহন গাংগে (নদ) পানিই আহে না। ছোড থাইকা দেইখা আইতাছি, পানি আহে উজান থাইকা। আর এহন গাংগে ঢল আইলে আমগর উজানে পানি যায়। যুগ পাল্টাইছে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন হালুয়াঘাটের আমতৈল ইউনিয়নের বাসিন্দা আ. সাত্তার।
একসময়ের খরস্রোতা কংস নদ। কিন্তু দখল, ভরাট আর দূষণে কংস এখন অস্তিত্ব সংকটে। হালুয়াঘাটে একসময় এই নদের পানি দিয়ে চাষাবাদ হতো দুই পাড়ের হাজার হাজার একর ফসলি জমিতে। সেই নদের বুকে এখন সেচপাম্প বসিয়ে আবাদ হচ্ছে ধান, মরিচ, পাটসহ নানা ফসল। নদটি বাঁচাতে খননের দাবি এলাকাবাসীর।
এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খলাভাঙা এলাকায় ভোগাই নদ থেকে কংস শাখা নদটি দক্ষিণ-পূর্বদিকে চলে গেছে। এই শাখাটি খলাভাঙা গ্রাম হয়ে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর, চর গোরকপুর, মাইজপাড়া, রামনগর, জৈয়তক, ডুবারপাড়, ঝাউগড়া ও আমতৈল ইউনিয়নের বাহিরশিমুল হয়ে ২৫ থেকে ৩০ কিলোমিটার ঘুরেছে। শেষে ফুলপুরের সরচাপুর গিয়ে পুনরায় ভোগাই নদে মিশেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় এই নদের পানি দিয়ে খেতে সেচের পাশাপাশি গৃহস্থালির কাজ, গবাদিপশুর গোসল করানোসহ নানান কাজে ব্যবহার করতেন গ্রামবাসী। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতায়, কিছু অসাধু মানুষের দখল ও দূষণে এবং সময়মতো খনন না করায় এখন বেহাল দশা নদটির। উজানে নদটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় নতুন পানি আসে বিপরীত দিক ভাটি থেকে। ভাটিতে নদীর অস্তিত্ব কিছুটা থাকলেও উজানে অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কংস নদের শাখামুখেই রয়েছে স্লুইস গেট। সেখান থেকে তিন কিলোমিটার নদী খননকাজ করেছে বিএডিসি। তবে খননকাজ বোঝার কোনো উপায় নেই। খনন করা বালি রাখা হয়েছে দুই পাশে। এতেবিপত্তি বেড়েছে। পাশে রাখা বালি ও মাটি ছিটিয়ে পড়ে আছে নদে। এ নিয়ে ভাটির দুই পাড়ের মানুষ ক্ষোভ প্রকাশ করেন। চরগোরকপুর এলাকায় গিয়ে দেখা যায়, নদের বুকে সবুজ ফসলি জমি। কোথাও কোথাও বিশাল মরিচখেত। কোথাও কোথাও নদের বুকে পাম্প বসিয়ে সেচ দেওয়া হচ্ছে বোরো খেতে। ওই এলাকা থেকে আমতৈল ইউনিয়নের সরচাপুর এলাকা পর্যন্ত দখল আর ভরাটে বিলীন নদটি।
চরগোরকপুর এলাকার এক কৃষক জানান, তাঁর জমির নিচু অংশে নদ ভরাট হয়ে চর জাগায় এখন সেটি দখল করে চাষাবাদ করছেন তিনি। শুধু তিনিই নন, আরও অসংখ্য মানুষ জমির পাশে দখল করে নিয়েছে। স্থানীয় এক শিক্ষক জানান, নদটি ড্রেজিংয়ের মাধ্যমে খনন করলে আবারও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। সরকারের কাছে নদীটি খননের জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, উপজেলায় প্রধান কয়েকটি নদ-নদী প্রাকৃতিকভাবে ও অবৈধ দখলের কারণে ভরাট হয়ে গেছে। নদটি রক্ষা করার জন্য জেলা ও উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কংস নদ খননের কাজ প্রক্রিয়াধীন। আশা করি খনন শেষ হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে