সাইফুল মাসুম, ঢাকা
সাশ্রয়ী খরচে সামাজিক অনুষ্ঠানের জন্য তৃতীয় তলার কমিউনিটি সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় তলা ছাড়া ভবনের পুরোটাই বেদখলে। নিচতলায় আলাদা করে ওয়ার্ড সচিব, কাউন্সিলর ও রাষ্ট্রীয় একটি বিশেষ সংস্থার কার্যালয়। তৃতীয় তলায় রয়েছে পুলিশ সদস্যদের থাকার মেস। এই চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন কমিউনিটি সেন্টারের। এটির অবস্থান রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রোডে। দুই সিটি করপোরেশনের অনেক কমিউনিটি সেন্টারই বেদখল রয়েছে। এ ছাড়া আছে নানা সমস্যা।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন কমিউনিটি সেন্টারের দোতলার হলরুমের জীর্ণশীর্ণ অবস্থা দেখা যায়। ছাদ থেকে জায়গায় জায়গায় খসে পড়ছে সিমেন্টের আস্তরণ। জানালাগুলোর বেশির ভাগ কাঁচভাঙা। অগোছালো অবস্থায় পড়ে আছে কিছু আসবাব। কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা নুরুল ইসলাম বলেন, ‘অবস্থা খুব খারাপ, বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। কিছু জায়গায় দেওয়াল ভেঙে গেছে। বেশির ভাগ অংশ বেদখল থাকায় এখানে অনুষ্ঠান করতে এলাকার মানুষ তেমন আগ্রহ দেখায় না। এতে এলাকাবাসী ছাড়াও সিটি করপোরেশনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-২-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, ‘ভবনের দ্বিতীয় তলা ছাড়া বাকিগুলো অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কমিউনিটি সেন্টারটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি ভেঙে নতুন করে করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
এখানে নাগরিকেরা আসবেন সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি আয়োজন করবেন নানা উৎসবের।আদিল মুহাম্মদ খান নগর-পরিকল্পনাবিদ
পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অবস্থিত আব্দুল হালিম কমিউনিটি সেন্টারের পরিস্থিতি অনেকটা একই। ভবনটির নিচতলা গাড়ি পার্কিংয়ের জন্য খালি রাখা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় হলরুম থাকলেও সেগুলোর অবস্থা বেশ নাজুক। চতুর্থ তলায় প্যাসিফিক অ্যাসেম্বলি নামের এক বেসরকারি ক্লাবের কার্যালয়। ছাদে টিনের ঘর তুলে বাস করছে কয়েকটি গরিব পরিবার। কিন্তু দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।
মিরপুর মাজার রোড সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারটি গত ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী সেনাবাহিনীর ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনসিসির ১৪টি কমিউনিটি সেন্টারের মধ্যে ৫টিই সরকারি সংস্থার কাজে ব্যবহৃত হচ্ছে। অন্য নয়টি নাগরিকদের ব্যবহার করার সুযোগ রয়েছে।
বেদখলের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম বলেন, ‘কমিউনিটি সেন্টারগুলো পর্যবেক্ষণ করে পুনরুদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৭টি কমিউনিটি সেন্টারের মধ্যে বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার উপযোগী রয়েছে মাত্র ১৩টি। বেশ কয়েকটি সেন্টার পুনর্নির্মাণের কাজ চলছে। ডিএসসিসির আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে চারটি। এমনকি একটি ব্যবহৃত হচ্ছে থানা হিসেবে। ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘চালু কমিউনিটি সেন্টারগুলোতেও নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে নাগরিক সেবা বাড়াতে আমরা কাজ করছি।’
নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ‘এখানে নাগরিকেরা আসবেন সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি আয়োজন করবেন নানা উৎসবের। কিন্তু একে আমরা মূলত ব্যবহার করছি বিয়ের জন্য ভাড়া দিতে আর বিভিন্ন সরকারি সংস্থার অফিস করতে।’
সাশ্রয়ী খরচে সামাজিক অনুষ্ঠানের জন্য তৃতীয় তলার কমিউনিটি সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় তলা ছাড়া ভবনের পুরোটাই বেদখলে। নিচতলায় আলাদা করে ওয়ার্ড সচিব, কাউন্সিলর ও রাষ্ট্রীয় একটি বিশেষ সংস্থার কার্যালয়। তৃতীয় তলায় রয়েছে পুলিশ সদস্যদের থাকার মেস। এই চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন কমিউনিটি সেন্টারের। এটির অবস্থান রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রোডে। দুই সিটি করপোরেশনের অনেক কমিউনিটি সেন্টারই বেদখল রয়েছে। এ ছাড়া আছে নানা সমস্যা।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন কমিউনিটি সেন্টারের দোতলার হলরুমের জীর্ণশীর্ণ অবস্থা দেখা যায়। ছাদ থেকে জায়গায় জায়গায় খসে পড়ছে সিমেন্টের আস্তরণ। জানালাগুলোর বেশির ভাগ কাঁচভাঙা। অগোছালো অবস্থায় পড়ে আছে কিছু আসবাব। কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা নুরুল ইসলাম বলেন, ‘অবস্থা খুব খারাপ, বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। কিছু জায়গায় দেওয়াল ভেঙে গেছে। বেশির ভাগ অংশ বেদখল থাকায় এখানে অনুষ্ঠান করতে এলাকার মানুষ তেমন আগ্রহ দেখায় না। এতে এলাকাবাসী ছাড়াও সিটি করপোরেশনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-২-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, ‘ভবনের দ্বিতীয় তলা ছাড়া বাকিগুলো অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কমিউনিটি সেন্টারটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি ভেঙে নতুন করে করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
এখানে নাগরিকেরা আসবেন সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি আয়োজন করবেন নানা উৎসবের।আদিল মুহাম্মদ খান নগর-পরিকল্পনাবিদ
পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অবস্থিত আব্দুল হালিম কমিউনিটি সেন্টারের পরিস্থিতি অনেকটা একই। ভবনটির নিচতলা গাড়ি পার্কিংয়ের জন্য খালি রাখা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় হলরুম থাকলেও সেগুলোর অবস্থা বেশ নাজুক। চতুর্থ তলায় প্যাসিফিক অ্যাসেম্বলি নামের এক বেসরকারি ক্লাবের কার্যালয়। ছাদে টিনের ঘর তুলে বাস করছে কয়েকটি গরিব পরিবার। কিন্তু দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।
মিরপুর মাজার রোড সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারটি গত ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী সেনাবাহিনীর ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনসিসির ১৪টি কমিউনিটি সেন্টারের মধ্যে ৫টিই সরকারি সংস্থার কাজে ব্যবহৃত হচ্ছে। অন্য নয়টি নাগরিকদের ব্যবহার করার সুযোগ রয়েছে।
বেদখলের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম বলেন, ‘কমিউনিটি সেন্টারগুলো পর্যবেক্ষণ করে পুনরুদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৭টি কমিউনিটি সেন্টারের মধ্যে বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার উপযোগী রয়েছে মাত্র ১৩টি। বেশ কয়েকটি সেন্টার পুনর্নির্মাণের কাজ চলছে। ডিএসসিসির আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে চারটি। এমনকি একটি ব্যবহৃত হচ্ছে থানা হিসেবে। ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘চালু কমিউনিটি সেন্টারগুলোতেও নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে নাগরিক সেবা বাড়াতে আমরা কাজ করছি।’
নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ‘এখানে নাগরিকেরা আসবেন সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি আয়োজন করবেন নানা উৎসবের। কিন্তু একে আমরা মূলত ব্যবহার করছি বিয়ের জন্য ভাড়া দিতে আর বিভিন্ন সরকারি সংস্থার অফিস করতে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে