বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক
নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার আসলে আলাদা করে কোনো প্রত্যাশা বা পরিকল্পনা থাকে না। সব সময়ই যেটা বলি, নতুন বছর উপলক্ষে সেটাই বলতে চাই। যেন আমি ভালো থাকি। আশপাশের সবাই, আমার সমাজ, বন্ধু, আমার দেশ—সবাই ভালো থাকুক।
যার যার জায়গা থেকে নিজেদের অদম্য চেষ্টা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। সদ্য বিদায়ী বছরে ফারিয়া, সিয়াম, রাজ—যাদের কাজ এসেছে, দর্শক সবাইকে গ্রহণ করেছে।
২০২২ সালে দর্শক যেভাবে আমাদের সবাইকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, আমি চাইব ভবিষ্যতে আমাদের দর্শক এভাবেই সাপোর্ট করুক। বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক। ২০২৩ সালে দর্শক আমাকে বেশ কয়েকবার পাবেন সিনেমা হলে। বছরের শুরুতেই আসছে আমার অভিনীত ‘ব্ল্যাকওয়ার’। আমাদের বাজেট, রিসোর্সেস—সব মিলিয়ে দেড় বছর ধরে চেষ্টা করেছি একটা ভালো সিনেমা উপহার দেওয়ার। সবাইকে অনুরোধ করব, সিনেমাটি দেখুন। কেমন করতে পারলাম, শেষ কথা আপনারাই বলবেন। (আরিফিন শুভ, অভিনেতা)
সবার জীবন সুন্দর হোক
দীর্ঘদিন পর গত বছর অনেক সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকেরা সিনেমা হলে ফিরেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সিনেমা প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন বছরেও চাইব হলে ভালো ভালো সিনেমা মুক্তি পাক। দর্শকের হলে আসার ধারাটা অব্যাহত থাকুক। আশা করছি, সব সময়ের মতো দর্শক চলচ্চিত্রকে সাপোর্ট করে যাবেন। বিনোদনের নতুন মাধ্যম ওটিটির অগ্রযাত্রাও বজায় থাকুক। ব্যক্তিগতভাবে গত বছরটা আমার অনেক ভালো কেটেছে। দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটা সব সময় মনে থাকবে। এ বছরও চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার। এ জন্য সিনেমায় যুক্ত হওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিচ্ছি। এ বছরও আমার দুটি চলচ্চিত্র মুক্তি পাবে। ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা দুটি দর্শকের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা। এ ছাড়া ওটিটি কাজও শুরু করব। কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। সবশেষে এটাই বলব, সবার জীবন সুন্দর হোক। (বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী)
সবাই যেন সুস্থ থাকি
লকডাউনের পর থেকে একটা মানসিক পরিবর্তন এসেছে। সুস্থভাবে বেঁচে থাকা যে অনেক বড় নেয়ামত, এটা অনেক সময় আমরা বুঝি না। এই যে মা-বাবা থেকে শুরু করে আত্মীয়স্বজন—আমরা সবাই সুস্থভাবে বেঁচে আছি, এটা অনেক বড় বিষয়। গত বছর কিন্তু আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি। যেমন শর্মিলী (আহমেদ) মা, তাঁর সঙ্গে লকডাউনের পরপর শুটিং করছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, বাসায় বসে থাকলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবি, কারণ হাঁটাচলা কম হয়। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। এই মানুষগুলোই যখন চলে যাচ্ছে, তখন সেটা আসলেই অন্য রকম কষ্টের। আশা প্রত্যাশা এটাই, যে কদিন আমরা বেঁচে আছি, যেন সুস্থ থাকি, সুন্দরভাবে থাকি।
কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন আমাদের সঙ্গে না ঘটে। আর যদি কাজের জায়গা থেকে বলি, গত দুই বছর এমন কাজগুলোই করছি, যেগুলো আগে করা হতো না। নতুন বছরেও যেন এমন বার্তাপ্রধান কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। (আবদুন নূর সজল, অভিনেতা)
ভালো কাজের সংখ্যা বাড়ুক
নতুন বছরে প্রত্যাশা থাকবে দেশের সবাই যেন ভালো থাকে। আমাদের ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যাক। সবাই যার যার জায়গা থেকে ভালো ভালো কাজ উপহার দেবে দর্শকদের। তাঁরাও আমাদের পাশে থাকবেন, এমনটাই আশা। গত বছর আমাদের অনেক কনটেন্ট প্রশংসিত হয়েছে। দেশের বাইরেও আমাদের কাজ নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যাশা করি, এই সংখ্যা এ বছর আরও বৃদ্ধি পাবে। আর যে সমস্যাগুলো রয়েছে তা সবাই সংঘবদ্ধভাবে কাজ করে সমাধান করার চেষ্টা করবে। কাজের জায়গা থেকে নিজের পরিকল্পনা হলো, গত বছর যেমন গেছে তার থেকে ভালো কিছু করার। ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং দিয়ে বছর শুরু হচ্ছে। এ ছাড়া আরও কিছু সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। চেষ্টা থাকবে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার।(আফরান নিশো, অভিনেতা)
আরও নতুন শিল্পী উঠে আসুক
করোনা কাটিয়ে গত বছর আমাদের সংগীতাঙ্গন আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করেছে। দীর্ঘদিন পর মিউজিশিয়ানরা কনসার্টে ব্যস্ত সময় পার করেছেন। অনেক নতুন গান প্রকাশ হয়েছে। সিনেমা ও নাটকের গান নতুন করে আলো ছড়িয়েছে। নতুন বছরে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সেটাই চাইব। অনেক গান প্রকাশ হোক, আরও নতুন শিল্পী উঠে আসুক। শ্রোতাদের কাছে প্রত্যাশা থাকবে, তাঁরা যেন ভালো গানের পাশে থাকেন। নতুন বছরে যেন আমাদের আন্তর্জাতিক কোলাবরেশন বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক ব্যান্ডগুলোর সঙ্গে আমাদের দেশের ব্যান্ড পারফর্ম করবে। বাইরের দেশের শিল্পীদের সঙ্গে দেশের শিল্পীরা গান করবে। এখনো যে হচ্ছে না বিষয়টা এমন নয়।
আমি খুব করে চাই, এই পরিধিটা আরও বৃদ্ধি পাক। নতুন বছরে যেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয়, এমনটাই প্রত্যাশা করছি। (কোনাল, সংগীতশিল্পী)
বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক
নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার আসলে আলাদা করে কোনো প্রত্যাশা বা পরিকল্পনা থাকে না। সব সময়ই যেটা বলি, নতুন বছর উপলক্ষে সেটাই বলতে চাই। যেন আমি ভালো থাকি। আশপাশের সবাই, আমার সমাজ, বন্ধু, আমার দেশ—সবাই ভালো থাকুক।
যার যার জায়গা থেকে নিজেদের অদম্য চেষ্টা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। সদ্য বিদায়ী বছরে ফারিয়া, সিয়াম, রাজ—যাদের কাজ এসেছে, দর্শক সবাইকে গ্রহণ করেছে।
২০২২ সালে দর্শক যেভাবে আমাদের সবাইকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, আমি চাইব ভবিষ্যতে আমাদের দর্শক এভাবেই সাপোর্ট করুক। বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিময় হোক। ২০২৩ সালে দর্শক আমাকে বেশ কয়েকবার পাবেন সিনেমা হলে। বছরের শুরুতেই আসছে আমার অভিনীত ‘ব্ল্যাকওয়ার’। আমাদের বাজেট, রিসোর্সেস—সব মিলিয়ে দেড় বছর ধরে চেষ্টা করেছি একটা ভালো সিনেমা উপহার দেওয়ার। সবাইকে অনুরোধ করব, সিনেমাটি দেখুন। কেমন করতে পারলাম, শেষ কথা আপনারাই বলবেন। (আরিফিন শুভ, অভিনেতা)
সবার জীবন সুন্দর হোক
দীর্ঘদিন পর গত বছর অনেক সিনেমা মুক্তি পেয়েছে। দর্শকেরা সিনেমা হলে ফিরেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের সিনেমা প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখার সাহসটা পাচ্ছে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন বছরেও চাইব হলে ভালো ভালো সিনেমা মুক্তি পাক। দর্শকের হলে আসার ধারাটা অব্যাহত থাকুক। আশা করছি, সব সময়ের মতো দর্শক চলচ্চিত্রকে সাপোর্ট করে যাবেন। বিনোদনের নতুন মাধ্যম ওটিটির অগ্রযাত্রাও বজায় থাকুক। ব্যক্তিগতভাবে গত বছরটা আমার অনেক ভালো কেটেছে। দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেটা সব সময় মনে থাকবে। এ বছরও চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার। এ জন্য সিনেমায় যুক্ত হওয়ার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে নিচ্ছি। এ বছরও আমার দুটি চলচ্চিত্র মুক্তি পাবে। ‘অন্তর্জাল’ ও ‘মানুষ’ সিনেমা দুটি দর্শকের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা। এ ছাড়া ওটিটি কাজও শুরু করব। কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। সবশেষে এটাই বলব, সবার জীবন সুন্দর হোক। (বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী)
সবাই যেন সুস্থ থাকি
লকডাউনের পর থেকে একটা মানসিক পরিবর্তন এসেছে। সুস্থভাবে বেঁচে থাকা যে অনেক বড় নেয়ামত, এটা অনেক সময় আমরা বুঝি না। এই যে মা-বাবা থেকে শুরু করে আত্মীয়স্বজন—আমরা সবাই সুস্থভাবে বেঁচে আছি, এটা অনেক বড় বিষয়। গত বছর কিন্তু আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি। যেমন শর্মিলী (আহমেদ) মা, তাঁর সঙ্গে লকডাউনের পরপর শুটিং করছিলাম। ওই সময় তিনি বলেছিলেন, বাসায় বসে থাকলে কিন্তু আরও অসুস্থ হয়ে যাবি, কারণ হাঁটাচলা কম হয়। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। এই মানুষগুলোই যখন চলে যাচ্ছে, তখন সেটা আসলেই অন্য রকম কষ্টের। আশা প্রত্যাশা এটাই, যে কদিন আমরা বেঁচে আছি, যেন সুস্থ থাকি, সুন্দরভাবে থাকি।
কোনো অপ্রত্যাশিত ঘটনা যেন আমাদের সঙ্গে না ঘটে। আর যদি কাজের জায়গা থেকে বলি, গত দুই বছর এমন কাজগুলোই করছি, যেগুলো আগে করা হতো না। নতুন বছরেও যেন এমন বার্তাপ্রধান কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি। (আবদুন নূর সজল, অভিনেতা)
ভালো কাজের সংখ্যা বাড়ুক
নতুন বছরে প্রত্যাশা থাকবে দেশের সবাই যেন ভালো থাকে। আমাদের ইন্ডাস্ট্রি আরও সামনের দিকে এগিয়ে যাক। সবাই যার যার জায়গা থেকে ভালো ভালো কাজ উপহার দেবে দর্শকদের। তাঁরাও আমাদের পাশে থাকবেন, এমনটাই আশা। গত বছর আমাদের অনেক কনটেন্ট প্রশংসিত হয়েছে। দেশের বাইরেও আমাদের কাজ নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যাশা করি, এই সংখ্যা এ বছর আরও বৃদ্ধি পাবে। আর যে সমস্যাগুলো রয়েছে তা সবাই সংঘবদ্ধভাবে কাজ করে সমাধান করার চেষ্টা করবে। কাজের জায়গা থেকে নিজের পরিকল্পনা হলো, গত বছর যেমন গেছে তার থেকে ভালো কিছু করার। ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং দিয়ে বছর শুরু হচ্ছে। এ ছাড়া আরও কিছু সিনেমার কাজ নিয়ে কথা হচ্ছে। চেষ্টা থাকবে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকের প্রত্যাশা পূরণ করার।(আফরান নিশো, অভিনেতা)
আরও নতুন শিল্পী উঠে আসুক
করোনা কাটিয়ে গত বছর আমাদের সংগীতাঙ্গন আবার আগের জায়গায় ফেরার চেষ্টা করেছে। দীর্ঘদিন পর মিউজিশিয়ানরা কনসার্টে ব্যস্ত সময় পার করেছেন। অনেক নতুন গান প্রকাশ হয়েছে। সিনেমা ও নাটকের গান নতুন করে আলো ছড়িয়েছে। নতুন বছরে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সেটাই চাইব। অনেক গান প্রকাশ হোক, আরও নতুন শিল্পী উঠে আসুক। শ্রোতাদের কাছে প্রত্যাশা থাকবে, তাঁরা যেন ভালো গানের পাশে থাকেন। নতুন বছরে যেন আমাদের আন্তর্জাতিক কোলাবরেশন বৃদ্ধি পায়।
আন্তর্জাতিক ব্যান্ডগুলোর সঙ্গে আমাদের দেশের ব্যান্ড পারফর্ম করবে। বাইরের দেশের শিল্পীদের সঙ্গে দেশের শিল্পীরা গান করবে। এখনো যে হচ্ছে না বিষয়টা এমন নয়।
আমি খুব করে চাই, এই পরিধিটা আরও বৃদ্ধি পাক। নতুন বছরে যেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হয়, এমনটাই প্রত্যাশা করছি। (কোনাল, সংগীতশিল্পী)
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে