যশোর প্রতিনিধি
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় দুজন আহত হয়েছেন। মারা গেছে একটি গরু। গতকাল বুধবার যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল ও চুড়ামনকাটি এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন মেহেরপুরের শালিকা গ্রামের জব্বার হোসেন ও শহিদুল ইসলাম।
এ ছাড়া আহত হয়েছেন আনোয়ার হোসেন ও আফসার আলী এবং যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের আফজাল শেখের ছেলে শহিদুল ইসলাম।
তাঁদের মধ্যে নিহত জব্বার হোসেন আলমসাধু চালক এবং শহিদুল ইসলাম সাইকেল আরোহী ছিলেন। আহতরা গরুর ব্যাপারী।
আহত আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিউমার্কেট এলাকা থেকে গরু কিনে আলমসাধুতে তুলি। পরে ওই আলমসাধু নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে সকাল ১০টার দিকে রওনা দিয়েছিলাম। পথিমধ্যে সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় আলমসাধুটি। এতে ঘটনাস্থলেই জব্বার হোসেন মারা যান। এ সময় একটি গরুরও মৃত্যু হয়।’
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘আহত দুজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক।’
এ দিকে বুধবার বেলা ১১টার দিকে চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায় নিহত হন বাইসাইকেল আরোহী শহিদুল ইসলাম। তাঁর ছেলে সালাহউদ্দিন বলেন, ‘আমার বাবা বাজার থেকে ডিজেল কিনে বাড়ি ফিরছিলেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। তবে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করেছে।’
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় দুজন আহত হয়েছেন। মারা গেছে একটি গরু। গতকাল বুধবার যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল ও চুড়ামনকাটি এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন মেহেরপুরের শালিকা গ্রামের জব্বার হোসেন ও শহিদুল ইসলাম।
এ ছাড়া আহত হয়েছেন আনোয়ার হোসেন ও আফসার আলী এবং যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের আফজাল শেখের ছেলে শহিদুল ইসলাম।
তাঁদের মধ্যে নিহত জব্বার হোসেন আলমসাধু চালক এবং শহিদুল ইসলাম সাইকেল আরোহী ছিলেন। আহতরা গরুর ব্যাপারী।
আহত আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিউমার্কেট এলাকা থেকে গরু কিনে আলমসাধুতে তুলি। পরে ওই আলমসাধু নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে সকাল ১০টার দিকে রওনা দিয়েছিলাম। পথিমধ্যে সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় আলমসাধুটি। এতে ঘটনাস্থলেই জব্বার হোসেন মারা যান। এ সময় একটি গরুরও মৃত্যু হয়।’
যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘আহত দুজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক।’
এ দিকে বুধবার বেলা ১১টার দিকে চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায় নিহত হন বাইসাইকেল আরোহী শহিদুল ইসলাম। তাঁর ছেলে সালাহউদ্দিন বলেন, ‘আমার বাবা বাজার থেকে ডিজেল কিনে বাড়ি ফিরছিলেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। তবে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে