চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর। এই বন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশের একমাত্র পথ হচ্ছে রেহাইচর বারোঘরিয়া এলাকায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এই সেতু দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন পারাপার হয়। এর মধ্যে অন্যতম হলো সোনামসজিদ বন্দর থেকে আসা পণ্যবোঝাই ট্রাক। এই ট্রাকগুলোর ওজন নিয়ন্ত্রণে নেই কোনো ওজন পরিমাপক। ফলে অতিরিক্ত পণ্য নিয়েই দিনে ৫০০ থেকে ৬০০ ট্রাক পার হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে পড়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি।
সংশ্লিষ্টদের তথ্যমতে, সেতুটির ধারণক্ষমতা ৩০ টন, কিন্তু সেতুটি দিয়ে পার হচ্ছে ৭০-৮০ টনের ভারী ট্রাক। ফলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির ওপর দিয়ে অতিরিক্ত ওজনের পণ্যবাহী ট্রাক পার হওয়ায় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে স্বীকার করেছে সড়ক ও জনপথ বিভাগ।
জেলা সড়ক ও জনপথের (সওজ) তথ্যমতে, ১৯৯৩ সালে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মহানন্দা নদীর ওপর নির্মাণ করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ সড়কের এ সেতুর ধারণক্ষমতা ৩০ টন নির্ধারণ করেছে সড়ক বিভাগ।
বারোঘরিয়া চত্বরের দোকানি মানিক চন্দ্র দাস। তিনি এক দশক ধরে সেতুটির পাশে ব্যবসা করছেন। তিনি বলেন, এই সেতু দিয়ে ১২ চাকা, ১৮ চাকার পাথরবাহী ট্রাক যাতায়াত করে। এমনকি মাঝেমধ্যে পাথরভর্তি ২২ চাকার ভারী ট্রাকও যায়। সেতুটি নির্মাণের পর সোনামসজিদ পোর্ট চালু হয়। এর পর থেকেই সেতু দিয়ে ভারী ট্রাক যাতায়াত করছে। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও ঝুঁকিতে পড়বে সেতুটি।
সোনামসজিদ স্থলবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে একটি পাথরবাহী ট্রাক। ট্রাকটি এসে সেতুতে টোল দেওয়ার জন্য দাঁড়ালে কত টন পাথর আছে—এমন প্রশ্নে অবাক হন চালক। ইনিয়ে-বিনিয়ে ট্রাকচালক বলেন, ট্রাকটিতে ৩০-৩৫ টন পাথর আছে। এ সময় ওই ট্রাকচালকের কাছে পাথরবোঝাইয়ের রসিদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ট্রাকচালক বলেন, ‘সরকার তো আমাদের তেমন কিছুই বলেনি। এ বিষয়ে কিছুই জানি না। এ সেতু দিয়ে তো আরও অনেক ভারী ট্রাক যাতায়াত করে, তাদের গিয়ে প্রশ্ন করেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পরিবহনের চাপ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গার যাদুপুর থেকে নয়াগলার খেয়াঘাট পর্যন্ত বিকল্প সেতু নির্মাণের আশ্বাস দেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু আশ্বাসটি অধরাই থেকে গেছে। কয়েক বছর ধরে দফায় দফায় সড়ক বিভাগের লোকজন মাপজোখ করে নিয়ে গেলেও সেতুটি নির্মাণের কোনো খবর নেই।
ওই এলাকার বাসিন্দা অজিত কুমার বলেন, সোনামসজিদ স্থলবন্দরে পরিবহন বেড়ে যাওয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এর বিকল্প হিসেবে যাদুপুর-নয়াগলা ঘাটে সেতুটি নির্মিত হলে এলাকাবাসীর উপকার হবে।
চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, মহানন্দা সেতু দিয়ে অতিরিক্ত ওজনের যান চলাচল করে। ওজন নিয়ন্ত্রণে খুব শিগগির শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকায় ওজন পরিমাপক যন্ত্র বসানো হবে। ভূমি অধিগ্রহণ করাও হয়ে গেছে। যদি এই উদ্যোগটি সফল হয়, তবে এ সেতু দিয়ে আর কোনো অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল করবে না বলে আশা করছেন তিনি। এ ছাড়া বিকল্প সেতু নির্মাণের প্রকল্পও আলোর মুখ দেখবে।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর। এই বন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশের একমাত্র পথ হচ্ছে রেহাইচর বারোঘরিয়া এলাকায় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এই সেতু দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন পারাপার হয়। এর মধ্যে অন্যতম হলো সোনামসজিদ বন্দর থেকে আসা পণ্যবোঝাই ট্রাক। এই ট্রাকগুলোর ওজন নিয়ন্ত্রণে নেই কোনো ওজন পরিমাপক। ফলে অতিরিক্ত পণ্য নিয়েই দিনে ৫০০ থেকে ৬০০ ট্রাক পার হচ্ছে। ফলে ঝুঁকির মধ্যে পড়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি।
সংশ্লিষ্টদের তথ্যমতে, সেতুটির ধারণক্ষমতা ৩০ টন, কিন্তু সেতুটি দিয়ে পার হচ্ছে ৭০-৮০ টনের ভারী ট্রাক। ফলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির ওপর দিয়ে অতিরিক্ত ওজনের পণ্যবাহী ট্রাক পার হওয়ায় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে স্বীকার করেছে সড়ক ও জনপথ বিভাগ।
জেলা সড়ক ও জনপথের (সওজ) তথ্যমতে, ১৯৯৩ সালে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মহানন্দা নদীর ওপর নির্মাণ করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ সড়কের এ সেতুর ধারণক্ষমতা ৩০ টন নির্ধারণ করেছে সড়ক বিভাগ।
বারোঘরিয়া চত্বরের দোকানি মানিক চন্দ্র দাস। তিনি এক দশক ধরে সেতুটির পাশে ব্যবসা করছেন। তিনি বলেন, এই সেতু দিয়ে ১২ চাকা, ১৮ চাকার পাথরবাহী ট্রাক যাতায়াত করে। এমনকি মাঝেমধ্যে পাথরভর্তি ২২ চাকার ভারী ট্রাকও যায়। সেতুটি নির্মাণের পর সোনামসজিদ পোর্ট চালু হয়। এর পর থেকেই সেতু দিয়ে ভারী ট্রাক যাতায়াত করছে। ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও ঝুঁকিতে পড়বে সেতুটি।
সোনামসজিদ স্থলবন্দর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে একটি পাথরবাহী ট্রাক। ট্রাকটি এসে সেতুতে টোল দেওয়ার জন্য দাঁড়ালে কত টন পাথর আছে—এমন প্রশ্নে অবাক হন চালক। ইনিয়ে-বিনিয়ে ট্রাকচালক বলেন, ট্রাকটিতে ৩০-৩৫ টন পাথর আছে। এ সময় ওই ট্রাকচালকের কাছে পাথরবোঝাইয়ের রসিদ দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ট্রাকচালক বলেন, ‘সরকার তো আমাদের তেমন কিছুই বলেনি। এ বিষয়ে কিছুই জানি না। এ সেতু দিয়ে তো আরও অনেক ভারী ট্রাক যাতায়াত করে, তাদের গিয়ে প্রশ্ন করেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পরিবহনের চাপ বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গার যাদুপুর থেকে নয়াগলার খেয়াঘাট পর্যন্ত বিকল্প সেতু নির্মাণের আশ্বাস দেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু আশ্বাসটি অধরাই থেকে গেছে। কয়েক বছর ধরে দফায় দফায় সড়ক বিভাগের লোকজন মাপজোখ করে নিয়ে গেলেও সেতুটি নির্মাণের কোনো খবর নেই।
ওই এলাকার বাসিন্দা অজিত কুমার বলেন, সোনামসজিদ স্থলবন্দরে পরিবহন বেড়ে যাওয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এর বিকল্প হিসেবে যাদুপুর-নয়াগলা ঘাটে সেতুটি নির্মিত হলে এলাকাবাসীর উপকার হবে।
চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, মহানন্দা সেতু দিয়ে অতিরিক্ত ওজনের যান চলাচল করে। ওজন নিয়ন্ত্রণে খুব শিগগির শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকায় ওজন পরিমাপক যন্ত্র বসানো হবে। ভূমি অধিগ্রহণ করাও হয়ে গেছে। যদি এই উদ্যোগটি সফল হয়, তবে এ সেতু দিয়ে আর কোনো অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল করবে না বলে আশা করছেন তিনি। এ ছাড়া বিকল্প সেতু নির্মাণের প্রকল্পও আলোর মুখ দেখবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে